অস্ট্রেলীয় ওপেনের উদ্বোধনী দিনই সিঙ্গলসে ভারতীয় চ্যালেঞ্জ শেষ হয়ে যেতে পারে। কারণ, সোমবারই মেলবোর্ন পার্কের ১০ নম্বর কোর্টের চতুর্থ ও শেষ ম্যাচ সোমদেব দেববর্মন বনাম বিয়র্ন পাউ। বিশ্বের ৭৮ নম্বর জার্মানের সঙ্গে ৫৫১ নম্বর সোমদেবের এটাই প্রথম সাক্ষাৎ। এআইটিএ-র বিরুদ্ধে ভারতীয় টেনিস প্লেয়ারদের বিদ্রোহী গোষ্ঠীর প্রধান মুখপাত্র কাঁধের অস্ত্রোপচারের জেরে গত চোদ্দো মাসে ক’টা মাত্র ম্যাচ খেলেছেন। নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলসে সোমদেবই একমাত্র ভারতীয় প্রতিনিধি। তবে ডাবলসে যথারীতি ভারতীয়রা গুরুত্ব পাচ্ছেন। |
আয়না মোড়া টেনিস কোর্টে ওজনিয়াকি। রবিবার মেলবোর্নের এক স্টুডিওয়। ছবি: এএফপি |
গতবারের ডাবলস চ্যাম্পিয়ন ইন্দো-চেক জুটি লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক এ বার দ্বিতীয় বাছাই হিসেবে প্রথম রাউন্ডে মুখোমুখি হচ্ছেন কেভিন অ্যান্ডারসন-জোনাথন এলিচের। ড্রয়ের অন্য দিকে আছেন পঞ্চম বাছাই মহেশ ভূপতি ও কানাডার ড্যানিয়েল নেস্টর এবং দ্বাদশ বাছাই রোহন বোপান্না ও আমেরিকার রাজীব রাম। মহেশদের প্রথম ম্যাচ স্পেনের গার্সিয়া লোপেজ-আন্দুজারের বিরুদ্ধে। বোপান্নারা লড়াই শুরু করবেন স্থানীয় জুটি কাইরগিয়স-কোকিনাকিসের বিপক্ষে। আগেই হেরে না গেলে তৃতীয় রাউন্ডে মহেশদের সঙ্গে বোপান্নাদের জুটির লড়াই হবে।
মেয়েদের ডাবলসে সদ্য ব্রিসবেন ওপেন জয়ী ইন্দো-মার্কিন জুটি সানিয়া মির্জা-বেথানি মাটেক মেলবোর্নে দশম বাছাই। প্রথম রাউন্ডে সানিয়াদের প্রতিদ্বন্দ্বী স্পেনের নাভারো-এস্পিনোসা। |