চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে ২-১ হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর ম্যাঞ্চেস্টার সিটি ২-০ আর্সেনালকে হারালেও লিগ টেবিলে বাইশ ম্যাচ শেষে ফার্গুসনের দলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকল।
ফার্গুসন ভয় পেয়েছিলেন, সুয়ারেজের ‘নাটক’কে। লিভারপুলের উরুগুয়ান গোলমেশিনের দুর্দান্ত ফর্মের চেয়েও। ইয়র্কশায়ারের রেফারি হাওয়ার্ড ওয়েবকে ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যান ইউ বস সতর্ক পর্যন্ত করেছিলেন, “সুয়ারেজের ফাঁদে পা দেবেন না।” ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে আসলে ফার্গুসনের ফাঁদেই আটকে গেলেন সুয়ারেজ। সেপ্টেম্বরের পরে প্রথম বার ম্যান ইউ ডিফেন্সে ফার্দিনান্দ-ভিডিচ জুটি নামিয়ে এ মরসুমে ১৫ গোল করা চনমনে সুয়ারেজকে গোল করতে দিলেন না। উল্টে ম্যাঞ্চেস্টারের ডাচ গোলমেশিন ফান পার্সি নতুন ক্লাবে তাঁর প্রথম মরসুমে রবিবার করে ফেললেন লিগে নিজের ১৭তম গোল। ১৯ মিনিটেই। দ্বিতীয়ার্ধে এভরার হেড সতীর্থ ভিডিচের মাথায় ঘসা খেয়ে দিক পাল্টে লিভারপুল গোলকিপার রেইনাকে পরাস্ত করলে ম্যান ইউ ২-০ এগিয়ে গেলেও গোলটা অফসাইড কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। ইংল্যান্ডের বিখ্যাত দৈনিক তাদের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে ছবি দেয়, এভরার হেড ভিডিচের মাথা স্পর্শ করার মুহূর্তে দ্বিতীয় জন অফসাইডে ছিলেন। |
ম্যাঞ্চেস্টারকে জেতালেন যাঁরা: ফান পার্সি-এভরা। ছবি: এএফপি |
চার মিনিট পরেই জেরারের অনবদ্য আক্রমণে তৈরি সুযোগ থেকে পরিবর্ত স্টারিজ ব্যবধান কমানোর পরে লিভারপুল মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছিল ম্যান ইউ রক্ষণে। কিন্তু ফার্গুসনের ছেলেরা পাঁচ মিনিট ইনজুরি টাইম-সহ ৯৫ মিনিট কোনও ক্রমে কাটিয়ে জিতে যান। অ্যানফিল্ডে দুই মেগা টিমের আগের সাক্ষাতে ম্যান ইউ-র ফরাসি তারকা এভরাকে লিভারপুলের সুয়ারেজ বর্ণবিদ্বেষী মন্তব্য করে সাসপেন্ড হওয়ার পাশাপাশি প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। এ দিন মাঠে তাঁদের দু’জনের হাত মেলানো ওল্ড ট্র্যাফোর্ডের সাড়ে পঁচাত্তর হাজার দর্শকের (যার মধ্যে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মোরিনহো ও ইংল্যান্ড ম্যানেজার রয় হজসন-ও) কাছে সম্ভবত সেরা ছবি।
ম্যান সিটি ম্যাচে কোসচিয়েনি লাল কার্ড দেখায় নিজেদের মাঠে ৮০ মিনিট দশ জনে খেলে আর্সেনাল। যার ধাক্কায় ৩২ মিনিটেই ম্যান সিটির মিলনার ও ডেকোর গোল। ডেকো পেনাল্টি নষ্ট করেন। কম্পানি শেষের দিকে লাল কার্ড দেখায় ম্যান সিটিও দশ জনে ম্যাচ শেষ করেছে।
|
লা লিগায় অবনমনের আওতায় থাকা ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে আগের বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে। লিগে টানা ৬০ ম্যাচ খেলার পরে সাসপেনশনের কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলে ছিলেন না। কাকা-ও লাল কার্ড দেখেন ম্যাচে। |