|
|
|
|
ঝাড়খণ্ডে রাষ্ট্রপতি শাসন চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে আপাতত রাষ্ট্রপতি শাসনই চাইছেন রাজ্যপাল। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চেয়ে শনিবার রাতে রাজভবন থেকে কেন্দ্রের রাছে চিঠি পাঠানো হয়েছে। উল্লেখ্য, পুরনো জোট সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার পর এখন কংগ্রেসের সমর্থন নিয়ে রাজ্যে বিকল্প সরকার গড়তে চাইছে ঝাড়খণ্ড মুক্তি মোচার্। ফলে এখনই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ না করার জন্য মোর্চা এবং কংগ্রেসের দু’দলের প্রতিনিধিরাই রাজভবনে গিয়ে রাজ্যপাল সৈয়দ আহমেদকে অনুরোধ করেছিলেন। এমনকী সম্ভাব্য বিকল্প সরকারের অন্যতম সম্ভাব্য জোট শরিক আরজেডির প্রতিনিধিরাও শনিবার একই দাবি করেন রাজ্যপালের কাছে। কিন্তু শেষ পর্যন্ত রাজভবন থেকে আপাতত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষেই মতামত জানিয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হল।
রাজ্যে সরকার পড়ে গিয়েছে গত মঙ্গলবার। তার পর থেকেই অস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালাচ্ছেন অর্জুন মুন্ডা। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল আর এই অবস্থায় রাজ্য চলতে দেওয়ার পক্ষপাতী নন। তবে বিজেপি বিধানসভা ভেঙে দেওয়ার যে প্রস্তাব রাজ্যপালের কাছে দিয়েছিল তা অবশ্য মানেননি রাজ্যপাল।
রাজভবন সূত্রে এও জানা গিয়েছে, অনির্দিষ্ট কালের জন্য অপেক্ষা করতে নারাজ রাজ্যপাল। বিধানসভা মুলতুবি রেখেই তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছেন।
তবে তাঁর প্রস্তাব নিয়ে আপাতত মাথা ঘামাতে নারাজ মোর্চা কিংবা কংগ্রেস নেতারা। পুরনো সরকারের প্রাক্তন বিরোধী দলনেতা তথা কংগ্রেসের রাজেন্দ্রপ্রসাদ সিংহ বিকল্প সরকার গড়ার বিষয়ে এ দিনও আশা প্রকাশ করেছেন। তিনি জানান, “হাইকমান্ডের সঙ্গে আলোচনা চলছে। যে কোনও সময়ে কোনও সিদ্ধান্ত হয়ে যেতে পারে।”
অন্য দিকে মোর্চা নেতারাও সরকার গড়া নিয়ে রবিবারও আশা প্রকাশ করেছেন। রাজ্যে বিকল্প সরকার হচ্ছেই দাবি করেন মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। |
|
|
|
|
|