প্রার্থী তালিকা নিয়ে মতান্তর
ত্রিপুরায় কংগ্রেসে গোষ্ঠী-দ্বন্দ্ব প্রকাশ্যে
বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশিত হতেই ত্রিপুরায় কংগ্রেসের গোষ্ঠী বিবাদ প্রকাশ্যে চলে এল। শুক্রবার রাতে দিল্লি থেকে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। তালিকায় এ বার ১৮টি নতুন মুখ। বাদ পড়েছেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী রাজমাতা বিভুকুমারী দেবী, মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মণ, প্রাক্তন মন্ত্রী জহর সাহা, বিভা নাথ, প্রবীণ নেতা দিলীপ চৌধুরী, তোফাজ্জেল হোসেন প্রমুখ। এতে দলে বিভিন্ন স্তরে তীব্র অসন্তোষ দেখা দেয়। আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দেখান প্রদ্যোৎকিশোরের অনুগামীরা। কার্যত ঘণ্টা দুয়েক ঘেরাও অবরদ্ধ হয়ে ছিল কংগ্রেসের রাজ্য দফতর। বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন এসাধারণ পথ চলতি মানুষ। অন্তত দশটি জায়গায় দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। রাজ্যের নানা স্থানে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা দলীয় অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। বিক্রমনগরে আগুন লাগানো হয় দলীয় অফিসে।
প্রদেশ কংগ্রেস অফিসের সামনে বিক্ষোভ। ছবি: উমাশঙ্কর রায়চৌধুরী
তবে বিক্ষোভ সত্ত্বেও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায়বর্মণ সাংবাদিক বৈঠকে আজ ঘোষণা করেন, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি অনুমোদিত প্রকাশিত প্রার্থী তালিকার কোনও পরিবর্তন হবে না। স্থানীয় নেতাদের কোনও কোনও ক্ষেত্রে অসন্তোষ থাকলেও, দলীয় স্বার্থেই তা ভুলে ‘ঐক্যবদ্ধ’ ভাবে আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রদেশ নেতৃত্বের তরফে আহ্বান জানানো হয়েছে এ দিন। আজকের বৈঠকে আইএনপিটির সভাপতি বিজয় রাংখল, সম্পাদক জগদীশ দেববর্মা সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে আসন্ন নির্বাচনে দুই দলের আনুষ্ঠানিক সমঝোতার কথাও জানানো হয়।
কিন্তু ঘটনা হল, হিমানি দেববর্মাকে চড়িলাম কেন্দ্রের প্রার্থী করায় এলাকায় প্রবল বিক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় দলীয় কর্মীদের বড় অংশেরই দাবি, মহারাজা প্রদ্যোৎকিশোর দেববর্মাকেই প্রার্থী করতে হবে। ব্লক কংগ্রেসের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন সভাপতি অমল দেবনাথ। বক্সনগরে বিল্লাল মিয়াকে প্রার্থী ঘোষিত হওয়ায় স্থানীয় কংগ্রেস নেতা তোফাজ্জেল হোসেনের অনুগামীরা এলাকায় কংগ্রেস অফিসে ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রহিমপুরে দলীয় অফিসেও। কর্মী বিক্ষোভ দেখা দিয়েছে চণ্ডীপুর, খোয়াই, প্রতাপগড় কেন্দ্রেও।
কমলাসাগরে দীপকুমার রায় দলীয় প্রার্থী হয়েছেন। প্রার্থীর নাম ঘোষিত হওয়ার পরই কমলাসাগর জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিক্রমনগরে দলীয় অফিসে আগুন ধরিয়ে দেয় দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর সমর্থকরা। সেকেরকোটেও বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধরা। উল্লেখ্য, প্রার্থী দীপককুমার রায় রাজ্য আইএনটিইউসি নেতা। আজই আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে তিনি কিছুটা সুস্থ বলে জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিনহা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.