টুকরো খবর
কম্বল বিলি করে লাবানে বিপাকে এনসিপি প্রার্থী
নির্বাচনবিধির ভয়ে যখন, মেঘালয়ের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার না চড়ে, আধ ঘণ্টার পথ আট ঘণ্টা ধরে গাড়িতে পাড়ি দিলেন, তখনই লাবানের বিধায়ক সানবর সুলে নির্বাচনের দিন ঘোষণার পরে কম্বল, চেয়ার-টেবিল বিতরণ করে বিপাকে পড়লেন। শনিবার রেড লাবান কলেজ চত্বরে দরিদ্রদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন সুলে। সেই অভিযোগ ছবি-সহ রাজ্য নির্বাচন কমিশনে জমা পড়েছে। নির্বাচন কমিশনের তরফে জেলাশাসককে ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। লাবানের এনসিপি বিধায়ক সুলে এইবার, দক্ষিণ শিলং থেকে লড়ছেন। কেন এমন হঠকারী সিদ্ধান্ত নিলেন তিনি? সুলের সাফাই, সমর্থকদের সঙ্গে কথা বলে ১২ দিন আগেই এই অনুষ্ঠানটির দিন ধার্য করা হয়েছিল। বিধায়ক তহবিল থেকে দরিদ্রদের মধ্যে অত্যাবশ্যক সামগ্রী বিতরণ করায় ভুল কিছু দেখছেন না তিনি। জানান, নির্বাচন কমিশনের তরফে এখনও তাঁর কাছে কোনও চিঠি আসেনি। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার পি নায়েকের নির্দেশ পেয়ে পূর্ব খাসি হিলের জেলাশাসক সঞ্জয় গোয়েল অবশ্য বিতরণের জন্য আসা সামগ্রীগুলি বাজেয়াপ্ত করে সরকারি গুদামে রেখে দেন। সুলে নির্বাচনবিধি ভঙ্গ করেছেন বলে জানিয়ে গোয়েল বলেন, “যত শীঘ্র সম্ভব তদন্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়া হবে।” এদিকে, নির্বাচনবিধির ধাক্কায়, গতকাল মুখ্যমন্ত্রী তুরা যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠতে গিয়েও উঠলেন না। তুরায় তাঁর সরকারি কাজের পাশাপাশি, নির্বাচনী প্রচারের কাজও রয়েছে। কিন্তু, বিধি অনুযায়ী সরকারি সফরের সঙ্গে প্রচারের কাজ মেলানো যাবে না। প্রচারে গেলে, মন্ত্রীর যাতায়াতের খরচ দলকে বহন করতে হবে। তাই শেষ অবধি সতর্ক সাংমা আধ ঘণ্টায় আকাশপথে পৌঁছনোর আরামকে দূরে ঠেলে দীর্ঘ ৩০৯ কিলোমিটার পথ গাড়িতেই পাড়ি দেন।

স্বামীজি স্মরণ উত্তর-পূর্বেও
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, সমাবেশের মাধ্যমে স্বামীজির সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী উদ্যাপন করল উত্তর-পূর্ব। যে শিলং অসুস্থ স্বামীজিকে মায়ের কোলের আরাম দিয়েছিল, যেখানে তিনি তাঁর শেষ সামাজিক বক্তৃতা দেন, সেই শিলং-এর কচিকাঁচাদের কাছে বিবেকানন্দ ধরা ছোঁওয়ার বাইরের মহাপুরুষ নন, বরং প্রাণবান্ধব। তাই বন্ধুদের জন্মদিন যে ভাবে পালিত হয়, স্বামীজির জন্মদিনেও সেই ভাবেই প্রতিবছর স্কুলের ছেলেমেয়েরা হৈ চৈ করে পালন করে। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অচ্যূতেশানন্দ জানান, এ বারে সার্ধশতবর্ষ উপলক্ষে শিলং-এর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিশেষ একটি ক্যালেন্ডার নকশা করেছে। সেটি প্রকাশ করা হয়। যে কুইন্টন হলে ১৯০১ সালে ভাষণ দিয়েছিলেন তিনি সেটি এখন বিবেকানন্দ কালচারাল সেন্টার। সেখানে রাজ্যপাল রঞ্জিত শেখর মুশাহারি বিবেকানন্দের আদর্শ নিয়ে ছোটদের উদ্ধুদ্ধ করেন। স্বামীজির ছবি ও বাণী নিয়ে প্রভাতফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অরুণাচলের নয়োকুম লাপাং থেকে বিবেকানন্দের শোভাযাত্রা উদ্বোধন করেন অর্থমন্ত্রী চউনা মেন। শোভাযাত্রা শেষ হয় ইন্দিরা গাঁধী পার্কে।

গুয়াহাটিতেও এ বার মেট্রো চালানোর ভাবনা
গুয়াহাটির সীমিত পরিসরে যান চলাচলের চাপ ক্রমশ বাড়ছে। সেই দিকে লক্ষ্য রেখেই, গুয়াহাটিতে মেট্রো রেল পরিষেবা চালু করা যায় কিনা তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে কাল গুয়াহাটি উন্নয়ন নিগম ও গুয়াহাটি মহানগর বিকাশ নিগমের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। পরে মুখ্যমন্ত্রী বলেন, “গুয়াহাটির রাস্তায় যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে প্রধান পথের সংখ্যা সীমিত। পাশাপাশি নজির ভেঙে বাড়ছে ব্যক্তিগত গাড়ি। তাই বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিয়ে এখনই ভাবতে হবে।” পুর সমীক্ষা অনুযায়ী, শহরের গড় গতি এখন ঘণ্টায় ১৮ কিলোমিটার। অদূর ভবিষ্যতেই তা ৭-১০ কিলোমিটারে নেমে যাবে। বিকাশ নিগমের মতে, বর্তমানে রাস্তায় ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ৭০%। এই পরিস্থিতিতে অন্তত দু’টি রুটে মেট্রো চালু হলে চাপ কমবে। আপাতত শহরের পল্টনবাজার-খানাপাড়া ও বরঝার থেকে নারঙ্গি অবধি মেট্রো চালানোর ব্যাপারে ভাবা হচ্ছে।

প্রসেনজিৎদের বাম-মঞ্চ গঠিত
সিপিএমের পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছিল, বাম-মনস্ক সংগঠন ও ব্যক্তিদের এক মঞ্চে আনা হবে। বাস্তবে তার রূপায়ণ হয়নি বলে অভিযোগ তুলে এ বার সিপিএমের বাইরে থেকে সেই মঞ্চ গড়ার ডাক দেওয়া হল। আজ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ছ’টি বামপন্থী সংগঠন গোটা দেশের বাম-মনস্ক সংগঠনগুলিকে নিয়ে একটি ‘জনগণতান্ত্রিক বিকল্প’ গড়ার ডাক দিল। প্রায় সকলেই সিপিএম-ত্যাগী হলেও সিপিএম-বিরোধিতাই তাঁদের একমাত্র লক্ষ্য নয়। এই মঞ্চে সিপিএম থেকে বহিষ্কৃত প্রসেনজিৎ বসু, কেরলের টি পি চন্দ্রশেখরণের অনুগামীদের পাশাপাশি রয়েছেন একাধিক রাজ্যে সিপিএম ভেঙে বেরিয়ে যাওয়া গোষ্ঠী। তাঁদের লক্ষ্য বৃহত্তর বাম ঐক্য।

জেল থেকে বেরিয়েই ফের শিশুকে খুন-ধর্ষণ
একটি শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে জেলে গিয়েছিল ৩২ বছরের সুনীল সুরেশ। ১০ বছর জেল খেটে নয় মাস আগেই ছাড়া পায় সে। তার পরে ফের সেই একই অপরাধ। মহারাষ্ট্রের শিরডিতে নয় বছরের একটি মেয়েকে অপহরণের পরে ধর্ষণ ও খুনের জন্য পুলিশ শনিবার গ্রেফতার করেছে সুশীলকে। ২৮ ডিসেম্বর মেয়েটিকে অপহরণ করা হয়েছিল। পরে তার দেহ মেলে। আহমেদনগরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ২০০২-এ সুশীলের ১৭ বছর জেল হলেও মধুর ব্যবহারের জন্য গত ২৮ মে তাকে মুক্তি দেওয়া হয়েছিল।

ফের ধর্ষণ দিল্লিতে
ফের ধর্ষণের ঘটনা রাজধানীর বুকে। অষ্টম শ্রেণির এক কিশোরীকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করল তারই প্রতিবেশী। পুলিশ জানিয়েছে, কিশোরীর মা যখন ঘুমোছিলেন তখন মেয়েটির বাড়িতে ঢুকে প্রতিবেশী আলিম ধর্ষণ করে তাকে। ঘটনা জানাজানি যাতে না হয় তার জন্য কিশোরীকে খুনের হুমকিও দেয়। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। এ ছাড়াও রবিবার দিল্লিতে তিনটি শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে।

প্রকাশে বাধা
প্রচলিত আইন ধর্ষিতার পরিচয় প্রকাশ সমর্থন করে না। রবিবার এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার। দিল্লি গণধর্ষণের শিকার তরুণীর নাম প্রকাশ করা উচিত বলে বিতর্কে জড়িয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী তারুর। সম্প্রতি পঞ্জাবে বাসে আর এক তরুণী ধর্ষিতা হওয়ার পরে তাঁর নাম প্রকাশ করে দেয় পুলিশ। অশ্বিনী কুমারের বক্তব্য, ধর্ষিতার পরিচয় প্রকাশ গোপন রাখার পিছনে অনেক কারণ আছে। তবে পরিচয় প্রকাশের পক্ষেও অনেক মত শোনা গিয়েছে। প্রচলিত আইন এই বিষয়টির পক্ষে নয়।

মৃত্যুদণ্ডের পক্ষে নয়
দিল্লি গণধর্ষণ কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ডের পক্ষে নেই জাতীয় সংখ্যালঘু কমিশন। কমিশনের মতে যাবদজ্জীবন কারাবাসের সাজাই যথেষ্ঠ। কমিশনের মুখপাত্র ওয়াজাদ হাবিবুল্লাহ জানিয়েছেন, বর্মা কমিশনে ক্যাস্ট্রেশন এবং মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। কিন্তু তাঁরা দেশের আইনের কথা মনে করিয়ে বলেছেন, ফার্স্ট ট্রাক কোর্টের উচিত একশো দিনের মধ্যে সাজা শোনানো।

তরুণীর আত্মহত্যার চেষ্টা
এক যুবকের হাতে হেনস্থা হয়ে আত্মহত্যা করার চেষ্টা করল ষোলো বছরের এক তরুণী। পুলিশ জানিয়েছে, শামলি জেলার ঝিনঝানা এলাকার বাসিন্দা ওই তরুণীকে পাশের গ্রামের সুনীল ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ করে। পরে বাড়ি ফিরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে তরুণী। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তরুণীর অবস্থা আশঙ্কাজনক।

বৃদ্ধাবাস প্রকল্প
রাজ্যের চতুর্থ বৃদ্ধাবাসটি তৈরি হতে চলেছে গুয়াহাটিতে। আজ আইটিএ প্রাগজ্যোতি প্রেক্ষাগৃহে স্বাভিমান সংস্থা এই বৃদ্ধাবাস প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করল। পাশাপাশি, আয়ুরসুন্দ্রা স্বাস্থ্য পরিষেবা সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বৃদ্ধদের জন্য কম খরচে উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রকল্পও শুরু করল তারা। তরুণ প্রজন্ম এবং প্রবীণদের মধ্যে সেতুবন্ধনের জন্যই শিল্পী, প্রাক্তন বিচারপতি, লেখকদের এই উদ্যোগ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.