|
|
|
|
পুঞ্চে আজ ফ্ল্যাগ মিটিং, ফের গুলি চলল কৃষ্ণঘাটিতে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি চলছে। কাল ভারতের বায়ুসেনা-প্রধান বলেছিলেন, পাকিস্তান যুদ্ধবিরতি না মেনে চললে অন্য বিকল্পের কথা ভাবতে হবে। তার জবাবে পাকিস্তানের নৌসেনার ভাইস-অ্যাডমিরাল জাকাউল্লা আজ বলেছেন, ভারতের হুমকিতে তাঁরা বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। হামলা হলে রুখতে তৈরি।
নিয়ন্ত্রণ রেখা থেকে দেশের সেনা বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়া এই উত্তেজনা প্রশমিত করতে গত শুক্রবার থেকেই সীমান্তে আলোচনার প্রস্তাব দিচ্ছিল ভারত। এত দিন তার কোনও জবাব মেলেনি। অবশেষে আজ পাক-সেনা ব্রিগেডিয়ার স্তরের বৈঠকে বসতে রাজি হয়েছে। কাল দুপুরে জম্মুর পুঞ্চ এলাকায় চাকান-দা-বাগে এই ফ্ল্যাগ মিটিং হবে। মেন্ধার সেক্টরে দু’পক্ষের মধ্যে গত এক সপ্তাহ ধরে যে বিবাদে দু’তরফেরই সেনা মারা গিয়েছেন, সে বিষয়ে ওই বৈঠকে আলোচনা হবে।
তবে আগামিকালের বৈঠকের আগেও আজ কৃষ্ণঘাটি সেক্টরে ফের পাকিস্তানের দিক থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতীয় সেনা। অভিযোগ, ভারতের অন্তত তিন-চারটি সেনা চৌকি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। সেনাবাহিনীর বক্তব্য, কাঁটাতার পেরিয়ে পাকিস্তানের দিক থেকে বেশ কয়েক জন অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। তাদের আড়াল করতে পাক-সেনার দিক থেকে গুলিবর্ষণ চলে। অনুপ্রবেশের এই চেষ্টা বন্ধ করতে ভারতকেও গুলি চালাতে হয়। সামরিক বাহিনীর কর্তারা প্রতিরক্ষা মন্ত্রকের কাছে ক্ষোভ প্রকাশ করলেও, সরকারের প্রথম থেকেই অবস্থান ছিল যে আলোচনায় বসেই সমস্যার সমাধান করতে হবে। সেই অনুযায়ী দু’দিন আগে হটলাইনে পাক-সেনাকে বার্তা পাঠানো হয়েছিল।
সেনা সূত্রের খবর, আগামিকালের বৈঠকে দুই জওয়ানের হত্যা ও তাদের মৃতদেহের মাথা কাটার বিষয়ে পাকিস্তানের কাছে জবাব চাওয়া হবে। কেটে নিয়ে যাওয়া মাথাটি ফেরত চাওয়াও হতে পারে। পুঞ্চ সেক্টরে কেন বার বার গুলি-পাল্টা গুলির ঘটনা ঘটছে, সে বিষয়েও আলোচনা হবে। নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা বাড়ায় দু’দেশের মধ্যে ব্যবসাবাণিজ্য ও বাস চলাচলও লাটে উঠেছে। নতুন করে শুরুর বিষয়েও কথা হবে। পাকিস্তানের দিক থেকেও তাদের সেনাদের মৃত্যুর বিষয়টি তোলা হবে বলে মনে করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা বলছেন, দু’দেশের ডিজি (মিলিটারি অপারেশনস) নিয়মিত ভাবে কথা বললেও একেবারে স্থানীয় স্তরে উত্তেজনা কমাতে হলে সেখানকার ফৌজি অফিসারদের মধ্যে আলাপ-আলোচনাটাই সব থেকে জরুরি। তবে পুঞ্চ সেক্টরে আলোচনায় রাজি হলেও উরি সেক্টরে এখনও আলোচনায় সাড়া দেয়নি পাকিস্তান।
ভারতীয় জওয়ানের মাথা কেটে নেওয়ার ঘটনাটি অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে যথেষ্ট স্পর্শকাতর। বিজেপি মনমোহন-সরকারের সমালোচনা করছে। আজ মুম্বইয়ে পাকিস্তানি হকি খেলোয়াড়দের এ দেশে খেলতে আসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে শিবসেনা। হকি ইন্ডিয়া লিগ-এ খেলতে পাকিস্তানের ৯ জন খেলোয়াড় কালই ভারতে এসে পৌঁছেছেন। অন্য দিকে পাক সেনার হাতে নিহত ল্যান্সনায়েক হেমরাজের পরিবারের লোকেরাও দাবি তুলেছেন, ওই জওয়ানের শরীরের বাকি অংশ ফিরিয়ে আনা হোক। |
|
|
|
|
|