খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘সিপিএম বয়কট’-এর পাল্টা হিসেবে বিধাননগর মেলা উৎসবের উদ্বোধন বয়কট করতে চলেছে বিধাননগর পুরসভার বিরোধী দল সিপিএম। কারণ, সেই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর হাজির থাকার কথা। রবিবার এ কথা জানিয়েছেন পুরসভার বিরোধী দলনেত্রী সিপিএমের ইলা নন্দী।
আজ, সোমবার ‘বিধাননগর মেলা ও উৎসব ২০১৩’-র সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী-সহ অন্য মন্ত্রীদের থাকার কথা। তার আগে রবিবার দুপুরে মেলা উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করেছিল পুরপ্রশাসন। সেখানেও ছিলেন না বিরোধী দলনেত্রী ইলাদেবী।
ইলাদেবী এ দিন বলেন, “দলীয় কাজ থাকায় যেতে পারিনি। সম্প্রতি খাদ্যমন্ত্রী বিরোধীদের সম্পর্কে অগণতান্ত্রিক, অশালীন মন্তব্য করেছেন। তাই তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকলে আমরা বয়কট করব। তবে পুরসভা মেলা করছে, তাই অন্যান্য কাজে নিশ্চিতভাবেই বিরোধীরা সব রকম সহযোগিতা করবে।”
অভিযোগের উত্তরে বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “মেলা শুধু সরকারের নয়, সবার। বিরোধীরা না থাকলে খারাপ লাগবে। ইলাদির সঙ্গে আমার কথা হয়েছে। তাঁদের দলীয় কাজ থাকায় তাঁরা এ দিন মিছিলে আসবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু মেলার উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের কথা কিছু বলেননি।”
কৃষ্ণাদেবী আরও বলেন, ‘‘খাদ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে যা বলা হচ্ছে, তা তিনি আগেও বলেছিলেন। কিন্তু তখনও বিরোধীরা সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন।”
ইলাদেবীর অবশ্য বক্তব্য, “সম্প্রতি যা বলেছেন খাদ্যমন্ত্রী, তার পরে একই মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকা আমাদের পক্ষে আর সম্ভব নয়।” |