স্বামী বিবেকানন্দের ১৫১তম আবির্ভাব দিবস পালন করা হল শনিবার। কালনা শহরের সেনপাড়ায় স্বামীজি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বামীজির মূর্তির সামনে সারা দিন ধরে নানা অনুষ্ঠান ছিল। সকালে শোভাযাত্রা হয়। সন্ধ্যায় ছিল ওড়িশি নাচ ও শ্রুতি নাটক-সহ নানা অনুষ্ঠান। স্বামীজীর পৈতৃকভিটে কালনা ২ ব্লকের দত্তদরিয়াটন গ্রামেও এই দিনটি পালিত হয় মহাসমারোহে। সকালে সিঙেরকোন গ্রাম থেকে দত্তদরিয়াটন গ্রাম পর্যন্ত একটি শোভাযাত্রা বেরোয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র কুটিরশিল্প ও বস্ত্র ও ভূমি প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু প্রমুখ।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু যুবকের নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। মৃতের নাম সুহাস মাঝি (৩০)। তাঁর বাড়ি কাটোয়ার শ্রীখণ্ডে। রবিবার কামারশালা গলির কাছে একটি ট্রাক্টর তাঁকে পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বর ব্লকের বেনুড় গ্রামে সুভাষবাবু শ্বশুরবাড়িতে এসেছিলেন। এ দিন সকালে নিজের আত্মীয়কে মোটরবাইকে চাপিয়ে মন্তেশ্বর বাজারে আসেন। ফেরার পথে ট্রাক্টরটি পিছন থেকে ধাক্কা মারে তাকে।
|
ঘণ্টায় ঘণ্টায় বাজবে ঘণ্টা |
বর্ধমান সদর থানায় ফিরেছে সাবেক রীতি। এ বার থেকে প্রতি ঘণ্টায় এই ঘণ্টা বাজিয়েই জানানো হবে সময়। দিন কয়েক আগেই চালু হয়েছে এই অভিনব পন্থা। ঘণ্টা বাজাচ্ছেন পুলিশকর্মীরাই। |