টুকরো খবর
কোলিয়ারির বাতিঘরে চুরি
সাতটি সুরক্ষাবাতি চুরি হয়ে গেল জেকে নগর কোলিয়ারির বাতিঘর থেকে। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে। কোলিয়ারির এজেন্ট এস কুমার জানান, পুরো বিষয়টি নিয়ে সংস্থার ভিতরে তদন্ত শুরু হয়েছে। এরপর পুলিশের সাহায্য নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কোলিয়ারির ময়রাবাঁধ থেকে প্রায় বারো জন দুষ্কৃতী মালগাড়ি থেকে কয়লা নামিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ওই কোলিয়ারির এজেন্ট এস কুমার। তিনি জানান, শনিবার রাতে ওই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, “ওই মালগাড়ির চালক এবং গার্ড দুষ্কৃতীদের মদত দিচ্ছেন। আমরা চারদিন আগেও রেল কর্তৃপক্ষকে একই অভিযোগ জানাই। কোলিয়ারি থেকে কয়লা নিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীর ইশারায় চালক ময়রাবাঁধের কাছে গাড়ি থামিয়ে দিচ্ছে। দুষ্কৃতীরা অবাধে কয়লা লুঠ করে পালিয়ে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ যাতে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় সেই আবেদন আমরা জানিয়েছি।” আসানসোল রেল কর্তৃপক্ষ জানান, যথাযথ তদন্ত করা হবে।

প্রতারণা, প্রহৃত চার ব্যবসায়ী
কৃষকদের প্রতারণার অভিযোগে চার জন ধান ব্যবসায়ীকে মারধর করে স্থানীয় ক্লাবে আটকে রাখলেন গ্রামবাসীরা। জামুড়িয়ার হিজলগড়া গ্রামে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় কৃষক স্বপন মণ্ডল জানান, তাঁর বাড়িতে বর্ধমানের শেখ সিরাজুল, শেখ রাজু-সহ ছ’জন ধান কিনতে আসেন। তাঁর সন্দেহ হয়, ওজনে কোনও গোলমাল হচ্ছে। তিনি প্রতিবাদ করতে গেলে শেখ সিরাজুলরা মারমুখি হয়ে ওঠেন। চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে তাঁরা এসে ওই চার জনকে হাতেনাতে ধরে ফেলেন। বাকি দু’জন পালিয়ে যায়। পুলিশ জানায়, ওই চার জনকে উদ্ধার করা হয়েছে। কোনও লিখিত অভিযোগ না হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। জামুড়িয়া থানার ওসি চন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিষয়টিতে আমরা নজর রাখছি।”

লরির ধাক্কায় মৃত্যু
ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক পুলিশের। শনিবার রানিগঞ্জের মঙ্গলপুরে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ছোটকু পাল (২২)। বাড়ি রানিগঞ্জের তিরাট গ্রামে। কমিশনার অজয় নন্দ জানান, শনিবার বিকাল পৌনে চারটা নাগাদ ঘটনাটি ঘটে। ওই ব্যক্তিকে আসানসোল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ৭টা নাগাদ মারা যান তিনি।

জামুড়িয়ায় ম্যারাথন
জামুড়িয়া ৩ নম্বর স্টেশনপাড়া সেবা সমিতি ক্লাব আয়োজিত ‘ম্যারাথন’ দৌড়ে প্রথম হলেন স্থানীয় যুবক রামপ্রসাদ সিংহ। রবিবার সকালে প্রায় চার কিলোমিটার ম্যারাথন দৌড়ে ৮১ জন যোগ দিয়েছিলেন। জামুড়িয়ার প্রাক্তন পুরপ্রধান তথা সিপিএম নেতা তাপস কবি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শিল্পীর চিকিৎসায় সাহায্য দুর্গাপুরে
দুর্গাপুরের অসুস্থ চিত্রশিল্পী অশোক চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহর ও কলকাতার শিল্পীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর অসুস্থ অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালেআইসিইউতে ভর্তি রয়েছেন অশোকবাবু। আগামি সোমবার ও মঙ্গলবার দুর্গাপুর আর্টিস্ট সার্কেলের উদ্যোগে শহরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহের বাইরে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ছবি বিক্রির অর্থ তুলে দেওয়া হবে অশোকবাবুর পরিবারের হাতে। রবিবার দুর্গাপুরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিল্পী শুভাপ্রসন্ন, সমীর আইচ। দু’জনেই হাসপাতালে গিয়ে তাঁর আরোগ্য কামনা করেন।

ভিন্ন সুর
সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রাস্তায় নামার হুঁশিয়ারি নিয়ে একই মঞ্চে ভিন্ন সুর শোনা গেল দুই ‘পরিবর্তনপন্থী’ শিল্পীর গলায়। রবিবার দুর্গাপুরের একটি আঁকা প্রতিযোগিতার বিচারক ছিলেন শিল্পী সমীর আইচ ও শুভাপ্রসন্ন। সেখানেই সমীরবাবু বলেন, “সংবাদমাধ্যমের বিরুদ্ধে রাস্তায় নামলে সমাজের কাছে খারাপ বার্তা যাবে। মুখ্যমন্ত্রীর তা আটকানো উচিত।” তার পরেই শুভাপ্রসন্ন বলেন, “নেতিবাচক দিকই তুলে ধরছে কিছু সংবাদমাধ্যম। মন্ত্রীরা আমাদেরই ঘরের ছেলে। তাঁদের কাজ নিয়ে ওই সংবাদমাধ্যমগুলির মাথাব্যথা নেই।”

লরির ধাক্কায় মৃত্যু
ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক পুলিশের। শনিবার রানিগঞ্জের মঙ্গলপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম ছোটকু পাল (২২)। বাড়ি তিরাটে।

কোথায় কী

দুর্গাপুর


বিবেক মেলা। চতুরঙ্গ পুজো ময়দান। বিকাল ৪টা।
উদ্যোগ: স্বামী বিবেকানন্দ সার্ধ শতবর্ষ জন্মোৎসব উদযাপন কমিটি।

পথ নিরাপত্তা সপ্তাহ পালন। বিকাল ৩টা। সংস্থার প্রাঙ্গন।
উদ্যোগ: অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ণ ইন্ডিয়া, দুর্গাপুর শাখা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.