খেলার টুকরো খবর

অনূর্ধ্ব ১৯-এ ফাইনালে বর্ধমান
আন্তঃমহকুমা অনূধ্বর্র্ ১৯ ক্রিকেটের ফাইনালে উঠল বধর্মান। রবিবার তারা ৩৯ রানে কালনাকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে বর্ধমান দু’ওভার পেনাল্টি-সহ ৩৩ ওভারে ১৭৫-৯ করে। নিলাদ্রী কাপুর করেন ৫০ রান ও বিকাশ ভার্মা করেন ২৩ রান। কালনার রথীন সাহা ১৭ রানে ৩ ও সুব্রত পোদ্দার ২০ রানে ২ উইকেট দখল করেন। পরে কালনা ৩৩ ওভারে ১৩৬-৯ রান করে। রথীন করেন ৩২ ও মিলন মণ্ডল করেন ২৫ রান। বর্ধমানের সফল বোলার শুভম দত্ত ৩০ রানে ৩টি রজনীশ সিং ১২ রানে ২টি ও বিবেক সিংহ ২০ রানে ২টি উইকেট নেন। এর আগে সেমিফাইনালে দুর্গাপুর ২৭ রানে আসানসোলকে হারিয়েছে। মঙ্গলবার বর্ধমান ও দুর্গাপুর ফাইনাল খেলবে।

জিতল অগ্রদূত
জেলা নক আউট ভলিবলে জিতল শাঁখারীপুকুর অগ্রদূত সঙ্ঘ। রবিবার তারা অরবিন্দ স্টেডিয়ামে ২৫-২২, ২৫-২০, ২৬-২৪ পয়েন্টে জাতীয় সঙ্ঘকে হারায়। সেমিফাইনালে অগ্রদূত সঙ্ঘ ৩-০ সেটে অগ্রদূত কোচিং কেন্দ্রকে ও জাতীয় সঙ্ঘ দুর্গাপুরের তানসেন ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে।

বাস্কেটবল লিগ
বর্ধমান সদর বাস্কেটবল লিগে পারবীরহাটা মিলন সঙ্ঘকে ৫৪-৩২ পয়েন্টে হারাল শিবাজী সঙ্ঘ। জাতীয় সঙ্ঘ ৭৩-৬৩ পয়েন্টে হারায় বর্ধমান ক্লাবকে, তাই প্রশিক্ষন কেন্দ্র ৫৯-৪২ পয়েন্টে গুসকরা জোনাল স্পোর্টস অ্যাসোসেয়িশনকে ও সিএমএস স্পোর্টস ৬০-২০ পয়েন্টে সাইকে হারিয়েছে।

জয়ী বড়ডাঙা
মহকুমা জুনিয়র স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুর্ধ্ব ১৬ আসানসোল জোন ফুটবল প্রতিযোগিতায় রবিবারের প্রথম খেলায় জয়ী হল বড়ডাঙা মিলন সঙ্ঘ। বুধা পিএনটি মাঠে ধেনুয়া আদিবাসীকে ২-০ গোলে হারায় তারা। এই মাঠেরই দ্বিতীয় খেলায় ডিহিকা এফসি কেরারডি আদিবাসী কল্যাণ সঙ্ঘকে ৩-০ গোলে হারায়।

চ্যম্পিয়ন বান্দরা
মদনডিহি যুব সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বান্দরা একাদশ। রবিবার মদনডিহি মাঠে সোহরাব আলি একাদশকে ২ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে বান্দরা সব উইকেট হারিয়ে ১৮৫ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি তুলতে পারেনি সোহরাব আলি একাদশ। ফাইনাল এবং ম্যাচের সেরা সোহেল আখতার।

স্মৃতি ক্রিকেট
রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নিঘা ক্রিকেট দল। হিজলগড়া মাঠে হিজলগড়া যুব একাদশকে ৪ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে হিজলগড়া ৭৫ রানের বেশি করতে পারেনি। জবাবে নিঘা ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। খেলার সেরা মোহন দাস।

হারল ধানবাদ
এনইউসি আয়োজিত কালাচাঁদ স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কলকাতা একাদশ। তারা নিয়ামতপুর কালীমন্দির মাঠে ধানবাদ একাদশকে ৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে কলকাতা ৪ উইকেট হারিয়ে ১২১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে ধানবাদ।

জয়ী দক্ষিণখণ্ড
কেন্দা ক্রীড়া ও সংস্কৃতি সংস্থা আয়োজিত দেবাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেটে প্রথম দিনের খেলায় জয়ী হল দক্ষিণখণ্ড। কেন্দা ফুটবল মাঠে পরাশিয়া ক্রিকেট দলকে ১৬ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করে দক্ষিণখণ্ড ১৬১ রান করে। জবাবে পরাশিয়া সব উইকেট হারিয়ে ১৪৫ রান করে।

ফাইনালে বর্ধমান
আন্তঃমহকুমা অনূধ্বর্র্ ১৯ ক্রিকেটের ফাইনালে উঠল বধর্মান। রবিবার তারা ৩৯ রানে কালনাকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে বর্ধমান দু’ওভার পেনাল্টি-সহ ৩৩ ওভারে ১৭৫-৯ করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.