|
|
|
|
|
|
|
নজরদার |
|
কাকের ছানারা |
বাড়ির পাশে জামগাছে কাকের বাসায় ছিল দু’টি ছোট বাচ্চা। মা-কাকটি যখন কাছে থাকত না, তখন কোনও আওয়াজ করত না। খাবার সংগ্রহ করে যখন মা কাকটি বাসায় আসত, তখন বাচ্চাগুলি হাঁ করে ডানা নাড়ত, চিৎকার করত। মা কাকটি লাল মুখের ভেতর ঠোঁট ঢুকিয়ে খাওয়াত। কয়েক দিন পর দেখি একটি বাচ্চা বড় ও সবল। অপরটি ছোট ও দুর্বল। শরীরে ভাল করে পালক গজায়নি। দেখি সবল বাচ্চাটি ছোট বাচ্চাটিকে ঠোকরে ঠোকরে বাসা থেকে ঠেলে ফেলার চেষ্টা করছে। ছোট বাচ্চাটি ডানা ঝাপটে পা দিয়ে বাসাটিকে প্রাণপণে ধরে রাখার চেষ্টা করছে।
অর্ঘ্যদীপ সেনাপতি। ষষ্ঠ শ্রেণি, উলুবেড়িয়া হাইস্কুল |
|
|
বুলবুলির বেদনা |
আমাদের বারান্দার জানলার পাশে কামিনী ফুলের গাছে একটি ছোট্ট বুলবুলি পাখি বাটির মতো একটা বাসা তৈরি করেছে। তার মধ্যে দেখি তিনটে ছোট ছোট ডিম। তখন বর্ষাকাল। যখন বৃষ্টি পড়ত তখন দেখতাম ওই বুলবুলি পাখিটা তার ডিমগুলোকে ডানা দিয়ে আড়াল করে বসে থাকত। আবার যখন বৃষ্টি পড়ত না, তখন পাখিটা খাবারের সন্ধানে বেরিয়ে যেত। তার পর এক দিন খুব বৃষ্টি হল। পরের দিন সকালে দেখি বৃষ্টির দাপটে গাছটা হেলে পড়েছে এবং ডিমগুলো মাটিতে পড়ে ফেটে গিয়েছে।
অস্মিতা চট্টোপাধ্যায়। তৃতীয় শ্রেণি, আনন্দ মার্গ প্রাথমিক বিদ্যালয়, হুগলি |
|
|
ওরাও সিগন্যাল মানে |
বাসবিহারীর মোড়ে দাঁড়িয়ে আছি, লাল আলো হলে, ওপারে যাব। এমন সময় পাশে এসে দাঁড়াল একটি রাস্তার কুকুর। এরই মধ্যে অনেকেই গাড়িগুলোকে পাশ কাটিয়ে ওপারে চলে গেল। লাল আলো জ্বলল, গাড়িগুলি থামল; আমরাও চললাম ওপারে। চেয়ে দেখি কুকুরটাও রাস্তা পার হচ্ছে।
অন্বেষা চক্রবর্তী। অষ্টম শ্রেণি, সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় |
|
|
চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার? যদি বাড়িতে
থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায় বাসা বাঁধা উইপোকা,
অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও ঘনিষ্ঠ প্রতিবেশীর রোজকার
জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট লিখে পাঠিয়ে দাও আমাদের। খামের উপরে লেখো: |
নজরদার,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|
|
|