বয়স কুড়িরও কম। কিন্তু তাতে কী? দক্ষিণ আমেরিকা-র অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে উরুগুয়ের বিরুদ্ধে শুক্রবার এমন এক ‘সেভ’ করে বসেছেন পেরুর অ্যাঞ্জেলো কাম্পোস যে সারা বিশ্বজুড়ে হইচই। তা-ও একবার নয়, সেকেন্ডের ভগ্নাংশে বল বাঁচিয়েছেন দু-দু’বার। ঠিক কী হয়েছে? |
১) ইনকামিং পাস ক্লিয়ার করতে বক্স ছেড়ে বেরিয়ে এসেছিলেন কাম্পোস। সামনে ফাঁকা গোল দেখে উরুগুয়ে স্ট্রাইকার গঞ্জালো বুয়েনো আলতো করে বল গোলের দিকে ঠেলে দিলেন।
২) গ্যালারিকে বিস্ময়ে স্তব্ধ করে দিয়ে পিছন দিকে ছুটতে শুরু করলেন কাম্পোস। এবং ডাইভ দিয়ে কোনও মতে গোললাইন থেকে বল বার করে দিলেন!
৩) তাঁর পিছু-পিছু যে স্ট্রাইকারও উঠে আসছে, সেটা খেয়াল করেননি কাম্পোস। খেয়াল হল যখন, তিনি নিজে গোললাইনের ভেতরে। আর স্ট্রাইকার গঞ্জালোর পায়ে বল। সামনে ফাঁকা গোল। এবং গোলার মতো শট।
৪) ওই অবস্থা থেকেই গঞ্জালোর জোরালো শট কাম্পোস আটকালেন পা দিয়ে! |