ডাকঘরের ‘পর্দা’য় শেয়ারের দর |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শেয়ারের দর ডাকঘরের স্ক্রিনে। সাধারণ মানুষকে শেয়ার বাজার সম্পর্কে উত্সাহিত করতে ভারতীয় ডাকঘরের সঙ্গে জোট বেঁধেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। ওই লক্ষ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সদর ডাকঘরে একটি বড় স্ক্রিনে নিফ্টি-৫০ সূচকের অন্তর্ভুক্ত শেয়ারগুলির দর দেখানোর ব্যবস্থা করেছে তারা। এ ছাড়াও অন্যান্য বাজারে শেয়ারের দর, বিনিয়োগের সময় কী কী সতর্কতা নিতে হবে ইত্যাদি বিষয়েও বিভিন্ন তথ্য জানা যাবে এই পর্দা থেকে। সারা দেশে এ ভাবে ৫০টি ডাকঘরের সঙ্গে জোট বেঁধেছে এনএসই। রাজ্যে এর আগে মেদিনীপুরে এ ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছে তারা।
|
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দেশের সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুবিধা করে দিতে জাতীয় তথ্যভাণ্ডার গড়ছে কেন্দ্র। শনিবার এ কথা জানিয়ে ন্যাশনাল ইনোভেশন কাউন্সিলের চেয়ারম্যান স্যাম পিত্রোদা বলেন, এই লক্ষ্যে নির্দিষ্ট পরিকাঠামো গড়তে দেশ জুড়ে আড়াই লক্ষ পঞ্চায়েতকে অপ্টিক্যাল ফাইবারের মাধ্যমে যুক্ত করছেন তাঁরা।
|
ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে ফের ১১,৭০০ কোটি ডলারের ত্রাণ প্রকল্প ঘোষণা করল জাপান। ২০০৮ সালের পর এটিই সেখানে বৃহত্তম ত্রাণ প্রকল্প। জাপান সরকারের ধারণা, অর্থনীতিতে এই বিপুল অঙ্ক জোগানোর ফলে বৃদ্ধির হার প্রায় ২% বাড়বে। তৈরি হবে ৬ লক্ষ কাজের সুযোগ। |