কেনেডি হত্যা নিয়ে নয়া বিতর্ক
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় অর্ধশতক। তাঁকে হত্যা করার দায়ে লি হারভে অসওয়াল্ড নামে এক ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল ওয়ারেন কমিশন। তিনি আর কেউ নন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তাঁর মৃত্যুকে ঘিরে জলঘোলা হয়েছে প্রচুর। আর এ বার তাতেই ইন্ধন জাগালো কেনেডিরই নাতি নাতনির কিছু মন্তব্য। এক মার্কিন দৈনিকে প্রকাশিত হয় তাঁদের বিশেষ সাক্ষাৎকার। রবার্ট এফ কেনেডি জুনিয়র ও তাঁর বোন জানান, তাঁদের দাদুর হত্যার ঘটনা কোনও বিচ্ছিন্ন খুনের ঘটনা নয়। এর পিছনে জড়িয়ে আছে সুপরিকল্পিত কোনও চক্রান্ত। |
স্কুলে স্কুলে পাহারায় বসবে সশস্ত্র রক্ষী
সংবাদসংস্থা • শিকাগো |
কানেক্টিকাট হত্যাকাণ্ডের পর ওহায়ো শহরের স্কুলগুলির নিরাপত্তারক্ষীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন স্কুল বোর্ডের প্রেসিডেন্ট ল্যারি মার্টিন। প্রতি মাসে এর জন্য নিরাপত্তারক্ষীরা আলাদা করে ভাতাও পাবেন। কোনও মেয়ে নিরাপত্তারক্ষীদের হাতে বন্দুক দেওয়া হবে না। কানেক্টিকাট হত্যাকাণ্ডের পর হাজারেরও বেশি স্কুল শিক্ষক আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের জন্য আবেদন করেন এক সংগঠনের কাছে। তবে শিক্ষক নয়, প্রেসিডেন্ট ওবামা নিরাপত্তারক্ষীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। যাতে শিক্ষকের হাতে অস্ত্র দেখে পড়ুয়ারা ঘাবড়ে না যায়। |
সৌদি আইনসভায় মহিলা সদস্য
সংবাদসংস্থা • রিয়াধ |
সৌদি আরবের আইনসভা শুরা কাউন্সিলে ৩০ জন মহিলাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। শনিবার একটি ফরমান জারি করে এ কথা জানিয়েছেন সৌদি আরবের রাজা আবদুল্লা-বিন আব্দুল আজিজ। রাজকীয় ফরমান অনুযায়ী, শুরায় মহিলা সদস্যদের ঢোকা ও বসার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। মুসলিম ধর্মগুরুদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন আজিজ। সৌদি আরবে বাধানিষেধের মধ্যে বাস করতে হয় মহিলাদের। ২০১১-য় ভোটাধিকার পান সৌদি মহিলারা। সেই সিদ্ধান্তকে পথে বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছিল বিভিন্ন শিবির। |