সামান্য ধানও কিনবে সরকার, আশ্বাস মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দশ-বিশ মণ নয়। কোনও চাষি চাইলে এক কেজি ধান এনেও সরকারি শিবিরে বিক্রি করতে পারেন এবং সঙ্গে-সঙ্গে চেকে টাকা দেওয়া হবে বলে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বলেন, “আগেই চাষিদের জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। তাতে চেক জমা দিলেই টাকা পেয়ে যাবেন।” শুক্রবার কলকাতায় সারা রাজ্যের জেলা ও মহকুমা খাদ্য নিয়ামকদের নিয়ে বৈঠকে জেলা ধরে-ধরে শিবির বাড়ানো ও ধান কেনার ক্ষেত্রে সমস্যার সমাধান নিয়ে বিশদে আলোচনা হয়। বেনফেড, কনফেড, ইসিএস-এর মতো যে পাঁচ সংস্থা ধান কিনছে তাদের প্রতিনিধিরাও সভায় হাজির ছিলেন। গ্রামে-গ্রামে শিবির করার ক্ষেত্রে অর্থসঙ্কটের কথা তোলেন তাঁরা। মন্ত্রী আশ্বাস দেন, অর্থ দফতরের বরাদ্দ করা ২৫০ কোটি টাকা ছাড়াও শিল্পোন্নয়ন নিগম থেকে ৫০০ কোটি এবং সমবায় ব্যাঙ্ক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রাজ্য সরকার। অভাবী বিক্রি রুখতে প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশও দিয়েছেন মন্ত্রী। খাদ্য দফতর ইতিমধ্যেই ১০ জন করে ১৬টি ‘ভিজিল্যান্স টিম’ গড়েছে। বর্ধমানে চারটি এবং বাকি জেলাগুলিতে ১২টি দল ঘুরবে। আগামী ১৭ জানুয়ারি জেলা নিয়ামকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে মন্ত্রী কাজের অগ্রগতি জানবেন।
|
বাসের সঙ্কট
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলকাতার সল্টলেক স্টেডিয়ামের বিশ্ব ছাত্র ও যুব উৎসবে যোগ দেওয়ার কথা জঙ্গলমহলের প্রায় ২৬ হাজার খেলোয়াড়ের। প্রশাসনিক খরচেই এই ব্যবস্থা করা হয়েছে। গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজন প্রচুর বাসের। ফলে শুক্রবার বিকেল থেকেই পুলিশের তরফ থেকে বাস নেওয়ায় বাসের সঙ্কট দেখা দিয়েছে জেলায়। আজ অর্থাৎ শনিবারও জেলায় বাসের সঙ্কট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয়, পুরুলিয়া ও বাঁকুড়াতেও এই সমস্যা হতে পারে। কারণ, জঙ্গলমহলের তিনটি জেলার খেলোয়াড়দেরই এই মেলায় নিয়ে যাওয়া হচ্ছে।
|
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে ৩১ মার্চ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার এ কথা জানান। পরীক্ষাটি গত ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট ওই পরীক্ষার উপরে স্থগিতাদেশ দেয়। পরে অবশ্য আদালত শর্তসাপেক্ষে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ওই পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে। |