বহিরাগত ছাত্রদের কলেজে ঢুকিয়ে এক শিক্ষককে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। শুক্রবার বাঁকুড়া খ্রিস্টান কলেজের এই ঘটনায় টিএমসিপি-র এক নেতা তথা ওই কলেজেরই এক প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কলেজের অধ্যক্ষ রিচার্ড রবীন্দ্রনাথ বাজপেয়ী। ওই কলেজ-শিক্ষক এবং কলেজেরই এক হস্টেল-কর্মী ও শিক্ষকের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ করেছে টিএমসিপি।
অধ্যক্ষ বলেন, “এ দিন কলেজের অফিস ঘরের সামনে টিএমসিপি-র এক দল যুবক কলেজ হস্টেলের এক কর্মীর উপরে চড়াও হয়। তাদের মধ্যে এই কলেজেরই কিছু প্রাক্তন ছাত্রও ছিল। চন্দন মুখোপাধ্যায় নামে কলেজের এক শিক্ষক ওই কর্মীকে বাঁচাতে গেলে তাঁকেও হেনস্থা করে ওই ছাত্ররা।” পুলিশকে সমস্ত ঘটনা বলবেন বলেও অধ্যক্ষ জানিয়েছেন। চন্দনবাবু এ ব্যাপারে মুখ খোলেননি। তবে, প্রত্যক্ষদর্শীরা জানান, হস্টেলের ওই কর্মীকে এ দিন তাড়া করেছিলেন টিএমসিপি-র কিছু সদস্য। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন চন্দনবাবু। তাঁকে ধাক্কাধাক্কি করা হয়। ঘুষিও মারা হয় বলে অভিযোগ।
টিএমসিপি-র বাঁকুড়া জেলা সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “হস্টেলের ওই কর্মী বামপন্থী। তিনি বহিরাগত এসএফআই সদস্যদের কলেজে ঢুকতে সাহায্য করে হাঙ্গামা বাধাচ্ছিলেন। আমাদের সংগঠনের ছেলেরা কলেজের গেটে দাঁড়িয়ে তারই প্রতিবাদ করছিল। ওই শিক্ষক ও হস্টেল-কর্মীকে মারধর করা হয়নি। উল্টে ওঁরাই আমাদের ছাত্রদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।”
খ্রিস্টান কলেজের ছাত্র সংসদ নির্বাচনের এসএফআই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগও উঠেছে টিএমসিপি-র বিরুদ্ধে। কলেজ সূত্রের খবর, শুক্রবারই ছিল নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এসএফআইয়ের বাঁকুড়া জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তীর অভিযোগ, “দিনভর কলেজের গেট আটকে আমাদের সংগঠনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি টিএমসিপি। ওদের সন্ত্রাসের জেরে ছাত্র সংসদের ২৪টি আসনের মধ্যে ১৬টিতেই আমরা প্রার্থী দিতে পারলাম না।” অভিযোগ উড়িয়ে শিবাজীর পাল্টা দাবি, “এসএফআই বহিরাগত ছাত্রদের কলেজে ঢুকিয়া শৃঙ্খলা ভাঙছে।”
|