পত্রিকা এক্সক্লুসিভ: শনিবারের নিবন্ধ
রাইসিনা-২
“হায়দরাবাদে এসে একটু মুক্তো দেখব না? ফলকনুমা প্রাসাদেও যাওয়ার ইচ্ছা আছে।” বললেন শুভ্রা মুখোপাধ্যায়। তিনি এসেছেন হায়দরাবাদে, স্বামীর সঙ্গে। তবে নিছক বেড়াতে নয়। কারণ তাঁর আর একটা পরিচয় আছে। তিনি ভারতের ফার্স্ট লেডি। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী।
২৬ ডিসেম্বর সন্ধ্যা। লোকলস্কর নিয়ে সস্ত্রীক প্রণব মুখোপাধ্যায় এসে পৌঁছেছেন হায়দরাবাদের সংলগ্ন সিকানদরাবাদের বোলারাম ক্যান্টনমেন্ট অঞ্চলের ‘রাষ্ট্রপতি নিলয়ম’-এ। রাষ্ট্রপতির প্রধান আবাসন যেমন দিল্লির রাষ্ট্রপতি ভবন, তেমনি রাষ্ট্রপতি নিলয়ম রাষ্ট্রপতির দক্ষিণ ভারতের বাড়ি। প্রোটোকল মেনে প্রতি বছর শীতকালে ভারতের রাষ্ট্রপতি কয়েকটা দিন এখানে সপরিবার কাটিয়ে যান। সেই ১৯৫৬ সাল, রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদের সময় থেকেই চলে আসছে এই ব্যবস্থা।
দেশের উত্তর-দক্ষিণের সংহতি-সমতা বজায় রাখতেই রাষ্ট্রপতির এই বাৎসরিক সফর। ডিসেম্বরের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় তিনি সফর করেন দক্ষিণী রাজ্যগুলি, উদ্বোধন-সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন, দেখা করেন বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে। স্থানীয় মানুষের সুখ-দুঃখ-আশা-আকাঙ্ক্ষা-সমস্যা বোঝার চেষ্টা করেন। প্রণববাবুর ঠিক আগে প্রতিভা পাটিলও ঘুরে গিয়েছেন নিলয়মে।
মোমবাতি নিয়ে বিক্ষোভকারীরা যখন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের অদূরে ইন্ডিয়া গেটে সমাবেশ করছেন, তখন কিন্তু রাষ্ট্রপতি হায়দরাবাদে।
কেমন করে কাটান ফার্স্ট ফ্যামিলি এই দিনগুলি? ছুটির আবেশ থাকে? না কি নিত্য দিনের মতো চূড়ান্ত ব্যস্ততা? প্রোটোকলের ঠাসবুনুনি?
আর খাওয়া দাওয়া? দক্ষিণী ইডলি-দোসা-রসম... ?
কেমন করে সময় কাটালেন প্রণব-শুভ্রা, কী খেলেন
সদাব্যস্ত প্রণববাবু এখানেও চূড়ান্ত ব্যস্ততায় দিন কাটালেন। বিশ্রাম বা অবকাশের কোনও ব্যাপারই নেই। ২৭ ডিসেম্বর চতুর্থ বিশ্ব তেলুগু কংগ্রেসের উদ্বোধন করতে তিরুপতি, পরের দিন চেন্নাই সফর, ২৯ ও ৩০ মহারাষ্ট্রের সোলাপুর-পান্ধারপুর ও মুম্বই। সব দিনই বিকেলের দিকে ছিল হায়দরাবাদে বিভিন্ন অনুষ্ঠান। ৩১ তারিখ নিলয়ম চত্বরে সুফি সংগঠন থেকে শুরু করে নয় নয় করে ২০টি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন তিনি! প্রচুর বাংলা বইও পড়েন ফাঁকফোকরে।
ফার্স্ট লেডি গিয়েছিলেন ফলকনুমা প্রাসাদে। ষষ্ঠ নিজামের বাসস্থানটি এখন নামজাদা হোটেল। “কী বিশাল লাইব্রেরি! একটা করে বই রোজ পড়লেও ১৬ বছর লাগবে নাকি সব বই পড়ে ফেলতে। আর দেখেছ, কোথাও এক ফোঁটা ধুলো নেই!” বললেন এই প্রতিবেদককে। কিশোরীর উচ্ছ্বাস তাঁর কণ্ঠে। মুক্তোর কয়েকটা দুল কিনলেন তিনি। উপহার দেওয়ার জন্য। “বাবা! শাড়ির কী দাম, দরকার নেই।” সোজাসাপ্টা প্রতিক্রিয়া ফার্স্ট লেডির। শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় বাকি দিনগুলি বিশ্রামেই কাটালেন নিলয়মে। বই পড়লেন, সব অনুষ্ঠানসূচি বাতিল করে দেখা করলেন ডিম্পি ভট্টাচার্যের মতো দু’-একজনের সঙ্গে। তবে নিলয়ম চত্বরে স্থানীয় লোকেদের তৈরি মন্দির দেখে তিনি দারুণ উচ্ছ্বসিত। “এখানে সাপের উপদ্রব, তাই মন্দির বানিয়েছেন স্থানীয় মানুষেরা। কী সুন্দর মূর্তি।’’ রাষ্ট্রপতির সফর কালে এই চত্বরে প্রতিবার রাখা হয় কয়েক জন সাপুড়েকে। এই কথোপকথনের সময় নাচের অনুষ্ঠান সেরে মা-বাবার সঙ্গে দেখা করতে নিলয়মে হাজির রাষ্ট্রপতি-কন্যা শর্মিষ্ঠা ওরফে মুন্নি।
দক্ষিণে এসে কী দক্ষিণী খানা খেলেন তাঁরা? হায়দরাবাদি বিরিয়ানি? মনে হয় না। তবে হায়দরাবাদি মিষ্টি ‘কুরবানি কা মিটা’ চেখে দেখলেন। সফরসঙ্গী প্রধান পাচক মির্জা নাফিস বেগ জানালেন, সহায়ক জগদীশ ও নরেন্দ্রকে নিয়ে তিনি পুঁই শাক, কলমি শাক, লাল শাক সবই অনায়াসে রান্না করে ফেলেন। রাষ্ট্রপতির খাদ্য সেই হালকা রুই মাছের ঝোল, জিরা-হলুদ-ধনে পাতা ও একটি কাঁচা লঙ্কা দিয়ে। মায়ের জন্য (শুভ্রাদেবী) পনির সব্জি, মুগ ডাল, উচ্ছেআলুসেদ্ধ মাখা। একেবারে বাঙালি ঘরোয়া খাবার।
চলুন ঘুরে দেখুন নিলয়ম
প্রথম দর্শনে অবাক হতে হয়। রাষ্ট্রপতি ভবন যদি হয় সমুদ্র, এই আলয়টি যেন শান্ত দিঘি। উত্তরের রাইসিনা (রাষ্ট্রপতি ভবন) আর দক্ষিণের রাইসিনা (রাষ্ট্রপতি নিলয়ম) আক্ষরিক অর্থেই উত্তর মেরু-দক্ষিণ মেরু। ভবনের ছবিটাই স্মৃতিতে ফিরে ফিরে আসে। দিল্লির ভবন ঘুরে দেখে, সেখানে রাত্রি যাপন করে এই প্রতিবেদকের মনে হয়েছিল, বিশালত্ব-জাঁকজমক-জৌলুস-ইতিহাস... এ তো জীবন্ত রূপকথা! আর দক্ষিণের এই নিলয়ম ইউরোপীয় স্থাপত্যের একটি ছিমছাম একতলা বাংলো। ভবনের তুলনায় এক্কেবারে সাদামাঠা। অনেকটা সেই ‘বাঁখারি-বাঁধা মেহেদির বেড়া,/তার ওপারে কলা পেয়ারা নারকেলের বাগান,/আরও দূরে গাছপালার মধ্যে একটি কোঠাবাড়ির ছাদ...’-এর মতো।
বাড়িটি পুবমুখী, উত্তর ও দক্ষিণে দু’বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গেট দিয়ে ঢুকে ফোরকোর্ট। রাষ্ট্রপতি ভবনেরই মতো। তবে ভবনের ফোরকোর্টে ছিল মিহি বালি। এখানে গুঁড়ো সুরকি দিয়ে রাঙানো মাটি, যেন বীরভূমের লালমাটি! রাষ্ট্রপতি তো বীরভূমেরই ভূমিপুত্র। প্রায় ৯৮ একর এলাকা নিয়ে নিলয়মের মূল ক্যাম্পাস। গেটের বাইরে ক্যাম্পাস টু, যেখানে দিল্লি থেকে ভবনের কর্মী ও অফিসাররা এসে থাকেন। তৃতীয় ক্যাম্পাসটি এখনও রুক্ষ জমি।
মূল ভবনটির তিনটি অংশ।
মধ্যস্থলে ‘সেন্ট্রাল উইং’ বা ‘ফ্যামিলি উইং’, এই উইংয়ের দু’পাশে ‘প্রেসিডেন্টস উইং’ এবং ‘এডিসি উইং’। সেন্ট্রাল উইং-এর সঙ্গে প্রেসিডেন্টস উইং একটি ঢাকা বারান্দা দিয়ে জোড়া। এডিসি-র অংশটি আলাদা। সেখানে বসে এডিসি শোভিত পাণ্ডে কাজকারবার সামলাচ্ছেন গম্ভীর মুখে। বাড়িটির তিনটি গেট (দিল্লির ভবনের ৩৮টি গেট!)। এক নম্বর দিয়ে ঢোকেন গৃহকর্তা, দু’নম্বরটি পরিবার ও অন্যদের, তিন নম্বর দিয়ে মালপত্র ও অন্যান্য জিনিস। তবে প্রণববাবু বোলারামে আসার পরে তৃতীয় গেটটি পত্রিকার এই প্রতিবেদকের জন্য নির্দিষ্ট করা হয়। অন্য কোনও বেসরকারি চ্যানেল বা কাগজের সাংবাদিকের প্রবেশ ছিল নিষিদ্ধ।
তবে প্রবেশপথে স্বাভাবিক ভাবেই কঠোর নিরাপত্তা। দিল্লি থেকে আসা গোয়েন্দা-পুলিশ তো বটেই, সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও হায়দরাবাদ পুলিশের বেষ্টনী, আধা সামরিক বাহিনী, আরও কী কী সব। প্রতিদিনই গেটে রক্ষী বদল। আসে নতুন রক্ষী, নতুন করে ছানবিন। নতুন করে ফের জবানবন্দি। ক্যামেরা কিছুতেই না, টেপরেকর্ডার না।
তবে অন্দরে প্রবেশের পরে সৌজন্যর কোনও খামতি নেই। চলুন ঘুরে দেখা যাক নিলয়মের অন্দর।
মূল ভবনটি ২৫০০ স্কোয়ার মিটার, অর্থাৎ প্রায় ২৬ হাজার স্কোয়ার ফুট (দিল্লির ভবনটির ফ্লোর এরিয়া দু’লক্ষ স্কোয়ার ফুট)।
সেন্ট্রাল উইং-এ ঢুকে রোমান আর্চযুক্ত করিডর, তবে দিল্লির ভবনের মতো কারুকাজ নেই। সাদামাঠা। করিডরের দু’পাশে শ্বেতশুভ্র দেওয়ালে সাদার মধ্যে নীল দিয়ে কারুকাজ করা চিনেমাটির ওয়ালপ্লেট সার সার দিয়ে সাজানো। কাঠের মেঝেতে গাঢ় মেরুন কাপের্ট। আর্চের উপরে এক বিরাট অশোকস্তম্ভ! রাষ্ট্রপতি ভবনের সর্বত্রই, এমনকী কাপ প্লেট, বাসনপত্তরেও অশোকস্তম্ভ খোদাই করা। নিলয়মের বাসনে খোদাই করা ‘গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ ডিপার্টমেন্ট অব প্রোটোকল’।
এ বার চলুন প্রেসিডেন্টস উইং-এ
শোওয়ার ঘর। সঙ্গে জোড়া স্নানঘর। সংলগ্ন প্রার্থনা ঘর বা মেডিটেশন রুম। কোনও দেবদেবীর মূর্তি নেই। শোওয়ার ঘরের টেবিলে বুদ্ধমূর্তি ও গাঁধী মূর্তি। (ভবনেও হিন্দু দেবদেবীর মূর্তি নেই, রয়েছে শান্তির প্রতীক বুদ্ধের ছবি, মূর্তি ও গাঁধী মূর্তি।) পর্দা খাদির কাপড়ের হলদে ঘেঁষা উজ্জ্বল ঘিয়ে রঙের। দরবার হল বসার ও খাওয়ার জায়গা। সেখানে রাখা আছে একটি ট্রেডমিল। প্রণববাবু তো ভোরে উঠে বাড়ির লনে নিয়মিত ‘মর্নিং ওয়াক’ করেই থাকেন বহু বছর ধরেই! রয়েছে ড্রেসিং রুম, প্যান্ট্রি, বারান্দা।

সেন্ট্রাল উইং
রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা এই উইং-এ থাকেন। এখানে মোট ৫টি স্যুইট। করিডরের পূর্ব দিকে মর্নিং রুম ও স্টাডি একসঙ্গে। মর্নিং রুমে রাষ্ট্রপতি অতিথি ও প্রতিনিধিদের সঙ্গে দেখাসাক্ষাৎ করেন। পাশে জোড়া শোওয়ার ঘর, জোড়া স্নানঘর, ড্রেসিং রুম, বারান্দা। করিডরের পশ্চিমে সিনেমা হল, বিরাট ডাইনিং রুম, আর চারটি স্যুইট। চার নম্বর স্যুইটে ছিলেন ফার্স্ট লেডি শুভ্রা মুখোপাধ্যায়। এই উইং-এর সব পর্দার রঙই হলদে ঘেঁষা। ঘটনাচক্রে ফার্স্ট লেডির প্রিয় রং হলুদ। তাঁর শোওয়ার ঘরটি ছিমছাম। দেওয়ালে অনেক ছবি। অমৃতা শের গিলের ‘ক্যামেলস’, যামিনী রায়ের ‘রথ’, গণেশ পাইনের ‘বীর বাহাদুর’। এবং স্বয়ং রবীন্দ্রনাথের ‘হেড স্টাডি’। তিনি ছবিটি দেখে উচ্ছ্বসিত। তাঁর প্রতিক্রিয়া, “ছবিটি হয়তো আসল নয়। তবুও... রবীন্দ্রনাথের নামটা জড়িয়ে আছে তো”। শুভ্রাদেবী রবীন্দ্র অনুরাগিণী। রবীন্দ্রসঙ্গীত গায়িকাও। তবে ফার্স্ট লেডি হওয়ার পর থেকে প্রোটোকল মেনে তাঁর অনুষ্ঠান করা বন্ধ।

এডিসি উইং
রাষ্ট্রপতির সঙ্গে সফররত সেনাবাহিনীর অফিসাররা (এডিসি) এই উইং-এ থাকেন। করিডরে বেইজ রঙের উপর ফ্লোরাল ডিজাইনের গালিচা, সিল্কের পর্দা, গদি আঁটা চোয়ার, দেওয়ালে নৃত্যরত গণপতির ছবি, ললিত কলা অকাদেমির হাতি, বিশ্বব্রহ্মা মন্দির। চিনেমাটির সাদা টবে প্ল্যান্ট।

নিলয়মের ইতিহাস
ভবনের মতো নিলয়মের পরতে পরতেও জড়িয়ে আছে ইতিহাস। উনবিংশ শতাব্দীর মধ্য ভাগে সাবসিডিয়ারি অ্যালাইয়েন্সে চুক্তিবদ্ধ নিজাম বোলারামের জমি ব্রিটিশ কর্তৃপক্ষের হাতে তুলে দেন। ১৮৬০ সালে তৈরি হয় এই বাংলো বাড়ি। হায়দরাবাদের ইতিহাস নিয়ে গবেষণায় প্রসিদ্ধ রাজেন্দ্র প্রসাদের কথায়, “দ্বিতীয় নিজাম জমিটি দিয়েছিলেন ব্রিটিশদের। নিলয়ম আদতে আর্মি হাউস। প্রধান সেনা অফিসারের আবাসন ছিল এই বাড়িটি। স্যর উইনস্টন চার্চিলও (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী) এখানে এসে থেকে গিয়েছেন।’’ প্রথম বাঙালি রাষ্ট্রপতির হায়দরাবাদ সফরকালে প্রবীণ হায়দরাবাদিদের মনে পড়ে যায় সেনাপ্রধান জয়ন্ত চৌধুরীর কথা। ১৯৫০ সালে যিনি ভারতের সঙ্গে হায়দরাবাদ সংযুক্তিকরণের মূল হোতা ছিলেন। এই নিলয়মের দখল নেন তিনিই।

ইতিহাস-বর্তমান মিলেমিশে একাকার
গোধূলির আলো মাখা আকাশকে পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে নিলয়ম। বাগানের সোলার বাতি সব জ্বলে উঠেছে। সবুজ অন্ধকার ক্রমশ গ্রাস করছে গোটা এলাকা। নিলয়মের বাগানের সেই বিরাট গাছটাও একটু পরে অন্ধকার হয়ে যাবে। সবুজ ঘাসে ছাওয়া মাঠে যে গাছটিকে দেখে রাষ্ট্রপতির মনে পড়ে যায় পল্টুকে (প্রণববাবুর ডাক নাম)। যে পল্টু বাল্যকালে এই রকমই এক বকুল গাছের কোটরে বইপত্তর লুকিয়ে রেখে খেলতে যেতেন! গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে নিলয়ম ক্রমশ অপস্রিয়মাণ। প্রেক্ষাপটে নিজাম আসফ জাহ, জয়ন্ত চৌধুরী, প্রণববাবু, শুভ্রাদেবী, পল্টু.... সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।

অন্য এক ‘মুঘল গার্ডেন্স’
রুদ্রাক্ষ, রোজমেরি, তুলসী, লবঙ্গ তুলসী, সর্পগন্ধা, সমুদ্রপালা, চন্দন, লেমন গ্রাস, কালমেঘ, ইসবগুল, আদা, নীলি, সরস্বতী আকু, ভামু আকু... জানা-অজানা মিলিয়ে মোট ১১৬ প্রজাতির ভেষজ উদ্ভিদ নিয়ে নিলয়মের পিছন দিকে বিশাল ভেষজ উদ্যান। এই উদ্যান নিলয়মের ‘মুঘল গার্ডেন্স’। সর্দিকাশির মতো সাধারণ রোগ থেকে শুরু করে চুল পড়া, খুসকি, দাঁদ, অম্বল, ঘা, রক্তাল্পতা, স্নায়ু-যকৃৎ-কিডনির সমস্যা, হাঁপানি, কুষ্ঠ, এমন কী স্ট্রেস সংক্রান্ত সমস্যা, স্মৃতিভ্রংশ... কোন রোগের ভেষজ-সমাধান নেই এই উদ্যানে! পূর্বতন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিংহ পাটিল এই উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দু’বছর আগে বড়দিনে। লতানো গুল্ম-গাছপালা-ঝোপঝাড় বেড়ে উঠে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে।
নিলয়মের বিশাল চত্বর সবুজে-সবুজ। ময়দানের মতো সবুজ ঘাসে ছাওয়া লন। ৩৫ একর জমির উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাড়ে চার হাজার গাছ। বট-অশ্বত্থের পাশাপাশি আম-পেয়ারা-আমলা-নারকেল-বেদানা-সফেদা-লিচু... বকুল, হাস্নাহানা, গাঁদা, হরেক রঙের গোলাপ, চন্দ্রমল্লিকা, জবা... এমনকী তুলসীমঞ্চও। একেবারে যেন বর্ধিষ্ণু সুখী এক গৃহের ছবি!

ফার্স্ট লেডি-সহ নিলয়মের সব ছবি তুলেছেন সঙ্গীতা ঘোষ


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.