টুকরো খবর
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে বেহালার পরুইকাঁচা রোডে অগ্রণী সঙ্ঘের খেলার মাঠে সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘কলাবিহার’। আজ, শনিবার থেকে এতে অংশগ্রহণ করবে প্রায় ৫ হাজার শিশু-কিশোর-যুবক। সূচনায় থাকছে স্বামী বিবেকানন্দের জীবনীমূলক চিত্র প্রদর্শনী ও অষ্টম বেহালা সবুজ স্কাউটস্ অ্যান্ড গাইডস্-এর অনুষ্ঠান। এ ছাড়াও থাকবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিবেশনায় ‘অলৌকিক নয় লৌকিক’, লোকগান, বসেআঁকো প্রতিযোগিতা, চারুকলা শিক্ষণ শিবির, ক্যুইজ, ছড়ার গানের সঙ্গে নাচ, আবৃত্তি, দেশাত্মবোধক গান-সহ নাচ, নাটক ‘জিয়নকাঠি’ ও বস্ত্র বিতরণ। অনুষ্ঠান শেষ হবে আগামিকাল, রবিবার।

বালি রবীন্দ্রভবনে সম্প্রতি হয়ে গেল বালি উৎসব। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও বালি পুরসভার সহযোগিতায় আয়োজিত চতুর্থ বার্ষিক এই উৎসবের আয়োজক বালি উৎসব কমিটি ও সিনে গিল্ড, বালি। উৎসবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল কারাবন্দিদের অভিনীত নাটক ‘বাল্মীকি প্রতিভা’।

‘সহজিয়া’ সম্প্রদায়ের গানের অনুষ্ঠান। সম্প্রতি বারাসতের ‘পৌষালি মেলা’য়। ছবি: সুদীপ ঘোষ।

এফডি ব্লক সর্বজনীন দুর্গোৎসব কমিটি আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে গিরিজা দেবী।
এ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন কৌশিকী চক্রবর্তী, মধুগোপাল বর্মণ প্রমুখ। ছবি: শৌভিক দে।

কসবা বুস্টার পাম্পিং স্টেশনে নবনির্মিত সিদ্ধার্থশঙ্কর রায় স্মৃতি উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শোভন চট্টোপাধ্যায়,
মেয়র পারিষদ (উদ্যান ও বাজার) দেবাশিস কুমার, কলকাতা পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়,
দমকলমন্ত্রী জাভেদ খান, সুস্মিতা ভট্টাচার্য, স্থানীয় কাউন্সিলর দীপু দাস প্রমুখ। ছবি: শুভাশিস ভট্টাচার্য।

পি কে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী ও সমর বন্দ্যোপাধ্যায় (বদ্রু)। রয়েছেন সত্যজিৎ চট্টোপাধ্যায়।
বালি অ্যাথলেটিক ক্লাবের ১২৫ বছর উদ্যাপনের সূচনায়। সম্প্রতি ক্লাব প্রাঙ্গণে। নিজস্ব চিত্র




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.