স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে বেহালার পরুইকাঁচা রোডে অগ্রণী সঙ্ঘের খেলার মাঠে সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘কলাবিহার’। আজ, শনিবার থেকে এতে অংশগ্রহণ করবে প্রায় ৫ হাজার শিশু-কিশোর-যুবক। সূচনায় থাকছে স্বামী বিবেকানন্দের জীবনীমূলক চিত্র প্রদর্শনী ও অষ্টম বেহালা সবুজ স্কাউটস্ অ্যান্ড গাইডস্-এর অনুষ্ঠান। এ ছাড়াও থাকবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিবেশনায় ‘অলৌকিক নয় লৌকিক’, লোকগান, বসেআঁকো প্রতিযোগিতা, চারুকলা শিক্ষণ শিবির, ক্যুইজ, ছড়ার গানের সঙ্গে নাচ, আবৃত্তি, দেশাত্মবোধক গান-সহ নাচ, নাটক ‘জিয়নকাঠি’ ও বস্ত্র বিতরণ। অনুষ্ঠান শেষ হবে আগামিকাল, রবিবার।
|
বালি রবীন্দ্রভবনে সম্প্রতি হয়ে গেল বালি উৎসব। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও বালি পুরসভার সহযোগিতায় আয়োজিত চতুর্থ বার্ষিক এই উৎসবের আয়োজক বালি উৎসব কমিটি ও সিনে গিল্ড, বালি। উৎসবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে ছিল কারাবন্দিদের অভিনীত নাটক ‘বাল্মীকি প্রতিভা’।
|
কসবা বুস্টার পাম্পিং স্টেশনে নবনির্মিত সিদ্ধার্থশঙ্কর রায় স্মৃতি উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শোভন চট্টোপাধ্যায়,
মেয়র পারিষদ (উদ্যান ও বাজার) দেবাশিস কুমার, কলকাতা পুরসভার চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়,
দমকলমন্ত্রী জাভেদ খান, সুস্মিতা ভট্টাচার্য, স্থানীয় কাউন্সিলর দীপু দাস প্রমুখ। ছবি: শুভাশিস ভট্টাচার্য।
|