সাত দিন যেমন
অসীম দাস

শনিবারের রাশি: মকর।
নক্ষত্র: উত্তরাষাঢ়া।
শুভ রং: নীল, হলুদ ও আকাশি।
এড়িয়ে চলুন: লাল ও বেগুনি।
শুভ সংখ্যা: ১, ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন:৪ ও ৮।
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে মঙ্গলের সঙ্গে থাকায় এবং রাশির দ্বাদশে রবি, বুধ ও শুক্রের সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন সহকর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়ীরা সাহসী সিদ্ধান্তে লাভবান হবেন। সন্তানের কোনও কাজে বিরক্ত হতে পারেন। বাবার শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অকারণে অশান্তি বাড়ার আশঙ্কা। দম্পত্যে দীর্ঘ দিনের ভুল বোঝাবুঝির অবসান। চোখ, মাইগ্রেন ও টনসিলের সমস্যায় সতর্ক হন।
রবিবারের রাশি: মকর।
নক্ষত্র: শ্রবণা।
শুভ রং: সাদা, কালো ও লাল।
এড়িয়ে চলুন:নীল, গেরুয়া ও স্টিল গ্রে।
শুভ সংখ্যা: ১, ২, ৪ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৫।
এ দিন চন্দ্র নিজের নক্ষত্রে মঙ্গলের সঙ্গে সহাবস্থান করায় কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য উপার্জন বাড়লেও কোনও ব্যক্তির সঙ্গে অহেতুক অশান্তিতে জড়াতে পারেন। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাই বা বোনের পরামর্শে কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক সমস্যা নিয়ে দাম্পত্যে উত্তেজনা বাড়বে। টনসিল, মাইগ্রেন ও শিরদাঁড়ার সমস্যা হলে সতর্ক হন।
সোমবারের রাশি: কুম্ভ।
নক্ষত্র: ধনিষ্ঠা।
শুভ রং: সাদা, সবুজ, লাল ও সোনালি।
এড়িয়ে চলুন: হলুদ ও বাদামি।
শুভ সংখ্যা: ৩, ৫, ও ৯।
এড়িয়ে চলুন: ২ ও ৪।
এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে মঙ্গলের রবির সঙ্গে সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকের রোষে পদে অবনতির আশঙ্কা থাকবে। আমদানি-রফতানি ব্যবসায়ীদের উপার্জন বাড়ার সম্ভাবনা। সন্তানের অস্থিরতায় গৃহে অশান্তি বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। অপ্রত্যাশিত কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মেজাজ হারিয়ে প্রেমে সমস্যা হলেও দাম্পত্যে শান্তি। আঘাত ও রক্তপাতজনিত ঘটনা থেকে সতর্ক থাকুন।
মঙ্গলবারের রাশি: কুম্ভ।
নক্ষত্র: শতভিষা।
শুভ রং: লাল, সাদা, বাদামি ও কালো।
এড়িয়ে চলুন: বেগুনি ও সবুজ।
শুভ সংখ্যা: ৩, ৪, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৮।
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে থাকায় এবং রাশির নবমে রাহুর শনির সঙ্গে সহাবস্থানের জন্য চাকুরিজীবীরা সহকর্মীদের সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ীদের আইনি সমস্যা আসতে পারে। সন্তানের সাফল্যে বাড়িতে খুশির পরিবেশ তৈরি হতে পারে। বাবার শরীর নিয়ে উদ্বেগ বাড়তে পারে। দাম্পত্যে শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শরীরে কোনও ঘা হলে সতর্ক হন।
বুধবারের রাশি: কুম্ভ।
নক্ষত্র: পূর্বভাদ্রপদ।
শুভ রং: সবুজ, কালো ও হলুদ।
এড়িয়ে চলুন: মেরুন ও বেগুনি।
শুভ সংখ্যা: ২, ৫, ৬ ও ৭।
এড়িয়ে চলুন: ১ ও ৯।

এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় এবং রাশির চতুর্থে বৃহস্পতির অবস্থানের জন্য কর্মক্ষেত্রে জরুরি নথিপত্র হারিয়ে বদনামে জড়াতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন কোনও বিনিয়োগ করলে ক্ষতির আশঙ্কা থাকবে। বড় ভাই বা বোনের ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। সন্তানের অস্বাভাবিক আচরণ দুশ্চিন্তা বাড়াবে। নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনা সার্থক হতে পারে। ব্লাড সুগার, কিডনি বা মূত্রনালীর সমস্যায় সতর্ক থাকুন।
বৃহস্পতিবারের রাশি: মীন।
নক্ষত্র: উত্তরভাদ্রপদ।
শুভ রং: হলুদ, নীল ও কালো।
এড়িয়ে চলুন:আকাশি ও সবুজ।
শুভ সংখ্যা: ১, ৪, ৬ ও ৮।
এড়িয়ে চলুন: ৩।
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির অষ্টমে শনি ও রাহুর একযোগে অবস্থানের জন্য কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত ভাবে কোনও সুখবর পেতে পারেন। রাজনীতিকদের জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। ভ্রাতৃস্থানীয় কারও দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক সম্পত্তি ভাগাভাগির সম্ভাবনা বাড়বে। অবৈধ প্রেমে জড়িয়ে সামাজিক সুনামহানি হতে পারে। সম্তানের উচ্চশিক্ষার পরিকল্পনা সার্থক হতে পারে। নার্ভ ও ঘাড়ের সমস্যায় সতর্ক থাকুন।
শুক্রবারের রাশি: মীন।
নক্ষত্র: রেবতী।
শুভ রং: সাদা, লাল, আকাশি ও সবুজ।
এড়িয়ে চলুন: হলুদ ও বেগুনি।
শুভ সংখ্যা: ৩, ৬, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ১।
শুক্রবারের রাশি: নক্ষত্র: শুভ রং: এড়িয়ে চলুন শুভ সংখ্যা: এড়িয়ে চলুন এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির একাদশে বুধ, রবি ও মঙ্গলের সঙ্গে সহাবস্থান করায় চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা থাকবে। পরিকাঠামো ব্যবসায়ীরা বিশেষ ভাবে লাভবান হতে পারেন। সন্তানের সুখবর আনন্দ বাড়াতে পারে। দীর্ঘ দিনের শরিকি সমস্যায় সমাধানের সূত্র পেতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে প্রেমে জড়াতে পারেন। পারিবারিক শত্রুতার মোকাবিলায় দাম্পত্যে মতৈক্য। দাঁত ও হজমের সমস্যায় সাবধান হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.