আই লিগের যুদ্ধে গোয়া কি আবার কলকাতাকে টেক্কা দিয়ে বেরিয়ে যাবে? অম্বেডকরে ইস্টবেঙ্গলের হারের পরে ময়দান জুড়ে এখন এই আশঙ্কাই ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে। তবে লাল-হলুদ কোচ থেকে ফুটবলার সবাই আত্মবিশ্বাসী আই লিগ জেতার ব্যাপারে। ট্রেভর মর্গ্যান যেমন বললেন, “আই লিগ এখনও যে কেউ জিততে পারে। ওএনজিসি ম্যাচ আমরা হেরে গিয়েছি বলে সব শেষ হয়ে গিয়েছে, তা কিন্তু নয়।” কোচ যাই বলুন না কেন, সন্তোষ কাশ্যপের কাছে ০-১ হারের ময়না তদন্তে এ বার মাঠে নেমে পড়লেন লাল-হলুদ কর্তারা। শুক্রবার অনুশীলনের পরে ক্লাব তাঁবুতে একপ্রস্ত আলোচনাও হয় মর্গ্যানের সঙ্গে। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম, ৮০ মিনিট পর্যন্ত যখন গোল হয়নি তখন ডিফেন্স শক্ত করে এক পয়েন্টের জন্য ঝাঁপানো হল না কেন? এই দু’এক পয়েন্টের জন্যই তো আই লিগ বার বার হাতছাড়া করতে হচ্ছে।” মর্গ্যান অবশ্য জানিয়েছেন, গোল নষ্টের জন্যই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।
|
শহরের প্রাণকেন্দ্রে প্রয়াত হকি অলিম্পিয়ান লেসলি ক্লডিয়াসের মূর্তি স্থাপনের জন্য কলকাতা পুরসভার কাছে আবেদন জানাচ্ছে হকি লাভার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে সংস্থার তরফে আয়োজিত প্রয়াত খেলোয়াড়ের শোকসভায় তাঁর নামে শহরের একটি পার্কের নামকরণের প্রস্তাবও উঠেছে। হাজির ছিলেন প্রয়াত লেসলি ক্লডিয়াসের দুই পুত্র ব্রেন্ডন এবং জুনিয়র। ছিলেন বাংলার প্রাক্তন হকি অলিম্পিয়ান বীর বাহাদুর ছেত্রী ও ক্লডিয়াস অনুরাগীরাও। প্রয়াত খেলোয়াড়ের পরিবারের তরফে কালীঘাট পার্কের নামও লেসলি ক্লডিয়াস পার্ক নামকরণের প্রস্তাব দেওয়া হয়। আয়োজকদের তরফে সেই প্রস্তাব পুরসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (উদ্যান, ক্রীড়া ও বাজার) দেবাশিস কুমার।
|
মাঠের বাইরে সংগঠকদের অসহযোগিতা। আর মাঠে স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ফুটবলারদের হার না মানা মনোভাব। শনিবারের ম্যাচে মাপুসায় এই দুই ফ্যাক্টরেই জেরবার ডাচ কোচ সাতোরির ইউনাইটেড স্পোর্টস।
ঘরের মাঠে পরপর দু’ ম্যাচে আই লিগ টেবলের শীর্ষে থাকা ডেম্পো এবং পুণে এফসিকে হারিয়ে গোয়ার পা রাখার পর সংগঠকদের অসহযোগিতায় রীতিমত ক্ষুব্ধ ফুটবলাররা। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে দীপক মন্ডলরা না পেলেন কোনও লোকাল ম্যানেজার না পেলেন অনুশীলনের মাঠ। শেষ পর্যন্ত গোয়ার ৩৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছোট বাসে গাদাগাদি করে চৌগলে মাঠে যান কার্লোসরা। মাঠ ব্যবহারের জন্য পকেট থেকে কড়কড়ে সাড়ে চার হাজার টাকা খরচ করে তবে অনুশীলন সারেন র্যান্টিরা।
|
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচের জন্য অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ দলে সুযোগ পেলেন অস্ট্রেলীয় পুনর্বাসন কেন্দ্রে থাকা পাকিস্তানের ফাওয়াদ আহমেদ ও ভারতীয় বংশোদ্ভূত ফাস্ট বোলার গুরিন্দর সাধু। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে ভাল খেলার জন্যই দলে সুযোগ পেলেন ফাওয়াদ ও গুরিন্দর, বলে জানিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড। ম্যাচটিতে অধিনায়কত্ব করবেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রিকি পন্টিং। ব্র্যাড হাডিনও খেলবেন ম্যাচটিতে।
|
গতবারের মতো এবারেও কোরিয়া ওপেন থেকে খালি হাতে ফিরতে হল সাইনাকে। সোলে সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন তিনি। চিনের লি হানের কাছে ২১-১৪, ১৫-২১, ২১-১২এ হেরে যান সাইনা।
|
কোপা দেল রে-র ম্যাচে বার্সেলোনা ৫-০ গোলে হারাল করডোবাকে। দাভিদ ভিয়া ও অ্যালেক্সিস স্যানচেজ দু’টি করে গোল করেন। একটি গোল করেন থিয়াগো অ্যালকান্ট্রাও। ম্যাচটিতে দুটি গোল করায় দাভিদ ভিয়ার চলতি মরসুমে গোলের সংখ্যা দাঁড়াল দশটি। |