বিদ্রোহীদের বাদ দিয়েই আসন্ন ডেভিস কাপ টাইয়ের দল গড়ে ফেললেন সর্বভারতীয় টেনিস সংস্থার নির্বাচকরা। ভাবখানা এমন যে, ‘কুছ পরোয়া নেহি’। কিন্তু দল বাছতে গিয়েই তাঁরা টের পেয়ে গেলেন, বিদ্রোহীরা দলে ভারী হয়ে গিয়েছেন।
বিদ্রোহীদের মধ্য থেকে দু-তিনজন দল ভেঙে তাঁদের দিকে চলে আসবেন, এই ব্যাপারে প্রায় নিশ্চিত ছিলেন সর্বভারতীয় টেনিস সংস্থার কর্তারা। সেই উদ্দেশ্যে মহেশ-সোমদেবদের ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টাও করেছিলেন তাঁরা। ভেবেছিলেন, তাঁদের নিয়েই আসন্ন ডেভিস কাপের দল গড়বেন। কিন্তু বিদ্রোহীদের দলে চিড় তো ধরাতে পারলেনই না, উপরন্তু মহেশরা দলে আরও ভারী হয়ে গেলেন। দেশের সেরা আট খেলোয়াড় ছাড়াও আরও দুই সেরা খেলোয়াড়কে ছাড়াই ডেভিস কাপের দল গড়তে হল এআইটিএ-র নির্বাচকদের। দল যাই হোক না কেন, লিয়েন্ডার পেজ যে দেশের জন্য খেলবেনই, তা তো আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে তিনি শুধু ডাবলসে খেলবেন। তাঁর সঙ্গী হিসেবে নামবেন ডাবলসের বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫৫ নম্বরে থাকা মহারাষ্ট্রের পূরব রাজা। সিঙ্গলসের জন্য বাছা হল বিশ্বের ৫১৭ নম্বর তামিলনাড়ুর ভিরালি মুরুগেশন রঞ্জিত ও ৫৪২ নম্বর হরিয়ানার বিজয়ন্ত মালিককে। এই চারজন ছাড়া স্ট্য্যন্ড-বাই হিসাবে রাখা হয়েছে অর্জুন খাডে এবং অশ্বিন বিজয়রাঘবনকে। বিদ্রোহীদের কথা না মেনেই দলের ‘নন-প্লেয়িং ক্যাপ্টেন’ হিসেবে রেখে দেওয়া হল এস পি মিশ্রকে। কোচ জিশান আলি। জিশানও অবশ্য বিদ্রোহীদের না-পসন্দের তালিকায় ছিলেন। নির্বাচকদের প্রধান অনিল ধুপর জানান, দলের ফিজিও ও কোন ‘সারফেসে’ খেলা হবে, তা নির্বাচিত খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে।
আট বিদ্রোহী খেলোয়াড়ের বাইরেও র্যাঙ্কিংয়ে এঁদের ওপরে ছিলেন এন শ্রীরাম বালাজি ও নেদুনচেজিয়ান জীবন। দ্বিতীয়জন আবার হার্ডকোর্ট টেনিসে বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন এবং দিল্লিতে ১-৩ ফেব্রুয়ারি হার্ডকোর্টেই হওয়ার কথা কোরিয়া টাই। অথচ এই দু’জনও ডেভিস কাপ নিয়ে আগ্রহ প্রকাশ করলেন না। উল্টে মহেশদের সঙ্গে হাত মেলালেন। রাতের দিকে টুইটারে পোস্ট করা যৌথ প্রেস বিবৃতিতে বিদ্রোহী গোষ্ঠী ফের এআইটিএ-র বিরুদ্ধে বিষোদ্গার করেছে, তাতে জীবন ও শ্রীরামের নাম রয়েছে। সঙ্গে একাদশ সদস্য হিসেব ঢুকে পড়েছেন বিজয়সুন্দর প্রসান্থ-ও। ফলে এঁদেরও বাদ দিয়ে দল গড়তে হল নির্বাচকদের। মহেশ তাঁর টুইটার অ্যাকাউন্টে এ দিন লিখেছেন, “এক থেকে দুই ছিলাম। এ বার দুই থেকে এগারো। এআইটিএ বরং এর পর সুনামির অপেক্ষায় থাকুক! আমরা পরিবর্তন আনবই।”
কেন জীবন-শ্রীরামও দলের বাইরে? সর্বভারতীয় টেনিস সংস্থার সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, “ওরা ডেভিস কাপে খেলার ব্যাপারে সম্মতি জানায়নি। সে জন্যই ওদেরও নেওয়া হল না। আমরা কোনও খেলোয়াড়কে জোর করে খেলানোর পক্ষপাতী নই।” শেষ পর্যন্ত এআইটিএ ও বিদ্রোহী খেলোয়াড়দের লড়াইয়ে স্কোর যা দাঁড়াল, তা মহেশদের পক্ষেই। অর্থাৎ সেট ও ম্যাচ বিদ্রোহীরা জিতে নিলেন।
এ দিন দল ঘোষণার সময় নাম না করে মহেশদের উদ্দেশে ধুপর বলেন, “বিদ্রোহীদের দাবি ন্যায়সঙ্গত নয়। ওদের আমরা এশিয়া অঞ্চলের দেশগুলির থেকে অনেক বেশি ভাতা দিই।” কিছু সিনিয়র খেলোয়াড়ের ‘পে প্যাকেজের’ ব্রেক-আপও দেন তিনি। বিদ্রোহীদের দাবি অনুযায়ী বিমানে ‘বিজনেস ক্লাস’ টিকিট ও বাড়তি প্রাইজ মানি ও বিজ্ঞাপন থেকে আয়ের ভাগ লিয়েন্ডার-সহ প্রথম চার জন ডেভিস কাপ দলের সদস্যের দেওয়া হবে বলে জানিয়ে দিলেন এআইটিএ সচিব ভরত ওঝা। তাঁর আফসোস, “যারা দেশের হয়ে খেলতে চায় না, তাদের জন্য সরকারের কাছে নতুন কিছু প্রস্তাব দেওয়াও আমাদের পক্ষে কঠিন।” তবে মহেশ-বোপান্না বা সোমদেব দেববর্মন সহ আট বিদ্রোহীর বিরুদ্ধে যে এখনই কোনও কড়া ব্যাবস্থা নিতে চান না, তা হিরণ্ময় চট্টোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট।
|
নতুনদের হাল হকিকত |
বিজয়ন্ত মালিক
বয়স ২২
সিঙ্গলস র্যাঙ্কিং বিশ্বে ৫৪২, ভারতে ৮
সম্প্রতি সেরা পারফরম্যান্স
২০১২-র ভিয়েতনাম আইটিএফ ফিউচার টেনিসে চ্যাম্পিয়ন |
মুরুগেশন রঞ্জিত
বয়স ২৭
সিঙ্গলস র্যাঙ্কিং বিশ্বে ৫১৭, ভারতে ৭
সম্প্রতি সেরা পারফরম্যান্স
২০১২-য় তিনটি আইটিএফ ফিউচার ডাবলস খেতাব |
পূরব রাজা
বয়স ২৭
ডাবলস র্যাঙ্কিং বিশ্বে ১৫৫, ভারতে ৫
সম্প্রতি সেরা পারফরম্যান্স
২০১২-য় দু’টি এটিপি চ্যালেঞ্জার ডাবলস খেতাব |
...আমার দক্ষতা নিয়ে সমস্যা থাকলে এআইটিএ দায়িত্বই দিত না।
বহু দিন কোচিংয়ে আছি। এটা বড় চ্যালেঞ্জ। নিজেকে উজাড় করে দেব।
জিশান আলি, নয়া কোচ |
|