টুকরো খবর
স্কুল ছাত্রী গণধর্ষণের মামলা দায়রা সোপর্দ
খড়্গপুরে স্কুল ছাত্রী গণধর্ষণের মামলা বিচার শুরুর অপেক্ষায় এখন। শুক্রবার মামলাটি দায়রা সোপর্দ করেন মেদিনীপুরের সিজেএম কল্লোল দাস। এই মামলায় ধৃতদের আগামী ১৫ জানুয়ারি মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক সমর রায়ের এজলাসে হাজির করা হবে। এরপরই শুরু হবে বিচার প্রক্রিয়া। খড়্গপুর শহরের মথুরাকাটি এলাকায় স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত ৮ সেপ্টেম্বর। ওই দিন সন্ধ্যায় এক বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন এলাকারই একাদশ শ্রেণির এক ছাত্রী। ফেরার পথে কয়েকজন যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গণধর্ষণের ঘটনায় মোট ৮ জন যুবক জড়িত। একে-একে ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে ১ জন আদালতের কাছে আত্মসমর্পণ করে। আদালতের নির্দেশে এই ৭ জনই জেল হেফাজতে রয়েছে। এখনও এক জন পলাতক। ওই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তিন মাসের মাথায় মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। ৭ ডিসেম্বর মেদিনীপুর সিজেএম আদালতে চার্জশিট জমা পড়ে। শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে মামলাটির দিন নির্দিষ্ট ছিল। এদিনই মামলাটি দায়রা সোপর্দ হয়েছে।

লোকনাটক নিয়ে কর্মশালা
ষষ্ঠী যাত্রা নাটকের প্রদর্শনী। ছবি: কিংশুক আইচ।
চিরায়ত লোক নাটকের উপরে ১৭ দিন ব্যাপী এক কর্মশালা হল খড়্গপুরের মেউদিপুরে। স্বপ্নিল সংস্থার পরিচালনায় ২৫ ডিসেম্বর এই কর্মশালার সূচনা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯৬ জন লোকনাটক শিল্পী এই কর্মশালায় যোগ দেন। মনসা যাত্রা ও ষষ্ঠী যাত্রাএই দুটি লোক নাটকের বিভিন্ন আঙ্গিকের উপরে চার প্রশিক্ষকশক্তিপদ গিরি, চিত্তরঞ্জন মাহাতো, ভুবনেশ্বর জানা, অশ্বিনী দাস হাতে-কলমে প্রশিক্ষণ দেন। স্বপ্নিলের পক্ষে সৌমেন্দু দে জানান, ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহায়তায় এই কর্মশালা হয়েছে। সামনের মাসে লোকনাটকে আগ্রহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে আবার এই ধরনের কর্মশালা হবে।

গঙ্গাসাগরের পথে দুর্ঘটনা
ওড়িশার সুন্দরগড় থেকে গঙ্গাসাগরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুর লোকাল থানা এলাকার কলাইকুণ্ডার রাজারবাসায়, ৬ নম্বর জাতীয় সড়কে। মৃত্যু হয়েছে দু’জনের। তাঁদের নাম বাসুদেব পটেল (৮০) ও মকরকান্তি চৌধুরী (৬৫)। জখম ১১ জন। এক জনের আঘাত গুরুতর। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১০ জনের চিকিৎসা চলছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এ দিন। সন্ধেয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারস্বত উৎসব
শহরের টাউন কলোনি রিক্রিয়েশন ক্লাবের সারস্বত উৎসব শুরু হল শুক্রবার। চলবে সোমবার পর্যন্ত। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন ও সার্ধশতবর্ষ সমাপ্তি উদযাপন এবং ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠা দিবস ঘিরেই এই উৎসবের আয়োজন। শুক্রবার শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় উৎসবের। আজ, শনিবার রক্তদান শিবির, নাটক-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন।

মাদ্রাসা ক্রীড়া ১৭ই
শহরের অরবিন্দ স্টেডিয়ামে আগামী ১৭ এবং ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে পশ্চিম মেদিনীপুর জেলা মাদ্রাসা ক্রীড়া। জেলার বিভিন্ন প্রান্তের মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় যোগদান করবে। ক্রীড়া প্রতিযোগিতার যুগ্ম সম্পাদক শেখ মুস্তাক হাবিব এবং মির্জা আজিবুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

জাল মদ, ধৃত এক
জাল মদের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত স্বপন কারকের বাড়ি খড়্গপুর লোকাল থানার কাতরা এলাকায়। বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি থেকে ৬১৫টি বিদেশি জাল মদের বোতল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ২৪ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়।

পিংলায় সভা
তৃণমূলের এসটি-এসসি সেলের ডাকে শুক্রবার পিংলার সাঙ্গাড়ে এক সভা হয়। উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, জেলা তৃণমূল নেতা অজিত মাইতি, দলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানা প্রমুখ।

বদলি
মেদিনীপুর জেলার নির্বাচন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পার্থ চক্রবর্তী বদলি হলেন। নদিয়া জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে যোগ দেবেন তিনি। মেদিনীপুরে নির্বাচন দফতরের দায়িত্ব পাচ্ছেন বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.