ডুয়ার্সে ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু রুখতে ফের এক দফা আলোচনায় বসল রেল ও বন দফতর। আন্ডারপাস তৈরি, ওয়াচ টাওয়ার, করিডরগুলিতে ফ্লাড লাইটের ব্যবস্থা এবং সর্বোপরি জঙ্গল পথে ট্রেনের গতি কমানো, বন দফতরের তরফে পুরনো সব দাবি ফের তোলা হয়েছে এ দিন। রেল স্পষ্ট করে দিয়েছে, সূর্যাস্তের পর ৫০ কিমি গতিতে ট্রেন চালাতে রাজি তারা। শনিবার গুয়াহাটিগামী ঝাঝা এক্সপ্রেসের ধাক্কায় চারটি হাতির মৃত্যু হয়। এ ঘটনা অবশ্য নতুন নয়, ২০১০ সালের ২২ সেপ্টম্বর মরাঘাটে ট্রেনের ধাক্কায় সাতটি হাতি মারা গিয়েছিল। গত বারো বছরে শিলিগুড়ি জংশন পর্যন্ত ওই রেলপথ ব্রডগেজ হওয়ার পরে ডুয়ার্সের বিভিন্ন জহ্গলে দীর্ঘ হনন তালিকায় মোট ৩৪টি হাতি মারা গিয়েছে। সেই সঙ্গে বাইসন, সম্বর, পাইথনের মৃত্যুর বস্তুত কোনও হিসেব নেই। বহুবার রেলের কাছে দরবার করেও বিশেষ সাড়া মেলেনি বলে অভিযোগ। রাজ্যের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল বন্যপ্রাণ দীপক ঘোষ এ দিন জানান, ট্রেনের গতি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি পর্যন্ত ১৬০ কিমি রেলপথে গুলমা, চালসা, জলদাপাড়া, বানারহাট, মহানন্দা ও দমনপুর রাজাভাত খাওয়ায় প্রত্যেক যায়গায় ২-৫ কিলোমিটার এলাকায় ৩০ ফুট উচু এলিভেটেড রেল পথ তৈরির প্রস্তাব দেওয়া হয়। চালসা, চাপড়ামরি ও জলদাপাড়া এলাকায় রেল লাইনের পাশে হাতির ওঠা নামার সুবিধের জন্য র্যাম্প তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলে আলিপুরদুয়ার ডিভিশন ডি আর এম বীরেন্দ্র কুমার বলেন,“এ দিনের বৈঠকে সূর্যাস্তের পরে ৫০ কিমি গতিতে ট্রেন চলবে বলে আমরা জানিয়েছি। তার চেয়ে কম গতিতে ট্রেন চালানো সম্ভব নয়।”
|
বন দফতরের আইনের তোয়াক্কা না করে অন্যের জমির গাছ কেটে পাচারের অভিযোগ উঠল দাসপুর থানার কলমীজোড়ে। গাছটির মালিক শেখ সাহাদত আলি দাসপুর থানায় এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি বন দফতর, মহকুমাশাসক, জেলাশাসক থেকে প্রশাসনের সব মহলেই অভিযোগ জানিয়েছেন তিনি। সাহাদতের অভিযোগ, বেশ কয়েকদিন আগে তাঁর জমির উপর তিরিশ বছরের বেশি পুরনো একটি খিরিশ গাছ কেটে পাচার করে দেন সাইফুল আলি, আলোক গণ-সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা। সাহাদত শেখের ছেলে সাবির আলির অভিযোগ, “গাছটি কাটার সময় বাধা দেওয়ায় আমাদের হুমকিও দেওয়া হয়।” দাসপুর থানার ওসি অভিজিৎ বিশ্বাস বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”
|
মহানন্দা অভয়ারণ্যে ট্রেনের বলি হল পূর্ণবয়স্ক একটি সম্বর। শুক্রবার সকালে সম্বরটির ছিন্নভিন্ন দেহ মেলে রেললাইনের উপরে। উত্তরবঙ্গের ওই রেলপথে শুধু হাতি নয়, ছুটন্ত ট্রেনের বলি হচ্ছে অন্য প্রাণীও। চালকেরা বিধি মেনে ট্রেনের গতি কমাচ্ছেন না, অভিযোগ বন দফতরের।
|
শব্দ বিধি ভেঙে চড়া সুরে মাইক বাজিয়ে রাজীব গাঁধী আন্তঃ কলেজ উৎসব কমিটির উদ্যোগে দিনভর শিলিগুড়ির বাঘা যতীন পার্কে অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে। শুক্রবার। সংগঠনের সভাপতি তথা কংগ্রেস নেতা অভিজিৎ রায় চৌধুরীর দাবি, নিয়ম মেনেই তাঁরা অনুষ্ঠান করেছেন। বাসিন্দাদের অভিযোগ, এ ভাবে উৎসব করা ঠিক নয়। সামনে স্কুল, কলেজ রয়েছে। গত ২ দিন ধরে বাসিন্দাদের সে জন্য সমস্যায় পড়তে হয়। |