শহরের কামারপট্টি এলাকায় একটি ট্রান্সফর্মারের বেহাল অবস্থায় নাজেহাল এলাকাবাসী। তাঁদের অভিযোগ, ট্রান্সফর্মাটিতে ঘনঘনই ভোল্টেজ বেড়ে গিয়ে টিভি, ইনভার্টার, ফ্রিজের মতো গৃহস্থের নানা বৈদ্যুতিন সামগ্রী পুড়ে যাচ্ছে। এলাকার মানুষের দাবি, ওই ট্রান্সফর্মাটি মেরামতির জন্য মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমের অস্থায়ী কর্মীরা কাজ করলেও তা সঠিক ভাবে মেরামতি করতে পারেন না। শুক্রবার সকালে ওই কর্মীরা ফের ট্রান্সফর্মাটি মেরামতির জন্য এলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। ট্রান্সফর্মাটি সম্পূর্ণ ভাবে না সারিয়ে দেওয়া পর্যন্ত ওই কর্মীরা অন্য কোথাও কাজে যেতে পারবেন না এই হুমকিও বাসিন্দাদের একাংশ দিতে থাকেন। তাঁদের সঙ্গে কর্মীদের এ নিয়ে বচসাও শুরু হয়। শেষে নতুন ট্রান্সফর্মার মেলার আশ্বাস পেয়ে এলাকাবাসী ওই কর্মীদের সঙ্গে সহযোগিতা করেন। যদিও এলাকাবাসীর দাবি, ওই এলাকার জন্য ৫০ কেজির পরিবর্তে একটি ১০০ কেজি ট্রান্সফর্মার বসাতে হবে। বিভাগের রামপুরহাট মহকুমার বিভাগীয় বাস্তুকার নারায়ণচন্দ্র রায় বলেন, “খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”
|
অবিলম্বে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্র সংসদের পক্ষ থেকে যে সব অভিযোগ করা হয়েছে তা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়ার দাবিতে শুক্রবার সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান করে ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সদস্যরা। এডিএম (জেলা পরিষদ) বিধান রায় বলেন, “শান্তিপূর্ণ অবস্থানের কথা বললেও তারা কার্যত বিক্ষোভ দেখিয়েছে। নির্বাচনের ব্যাপারে আমার কিছু করার নেই। দুর্নীতির যে অভিযোগ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
|
বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার ডাউন বারহাওড়া-রামপুরহাট প্যাসেঞ্জারে করে রামপুরহাটে আসছিলেন তামিলনাড়ুর বাসিন্দা সারাভানা পেরুমাল নামে ওই জওয়ান। রামপুরহাট স্টেশনে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল। আজ শনিবার ধৃতকে রামপুরহাট আদালতে হাজির করানো হবে।
|
শুক্রবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বোলপুর পুরসভা এলাকার নানা নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হয়েছে এসআরডি-এর ১১৬তম বৈঠকে। ছিলেন সাংসদ তথা পর্যদের সভাপতি শতাব্দী রায়। |