টুকরো খবর |
কালনায় শুরু মৎস্য মেলা |
নিজস্ব সংবাদদাতা • কালনা |
নানা রকম রঙিন মাছ আর মাছের খাবারের স্টল নিয়ে শুরু হল মৎস্য মেলা-২০১৩। শুক্রবার কালনা ১ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এই মেলা শুরু হয়। মেলার উদ্যোক্তা কালনা ফিস ফার্মার্স ওয়েলফেয়ার সোসাইটি, কালনা ১ পঞ্চায়েত সমিতি ও জগদ্ধাত্রী মৎস্য উৎপাদক গোষ্ঠী। মেলা উপলক্ষে আয়োজন রয়েছে আলোচনাসভারও। অনুষ্ঠানে ছিলেন কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, বিডিও অলিভিয়া রায়, ব্লকের মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চমক মজুমদার-সহ আরও অনেকে। সফল মৎস্য চাষিদের হাতে এ দিন শংসাপত্র তুলে দেওয়া হয়। মৎস্যজীবীদের পরিচয়পত্রও বিলি করা হয়। জেলা মৎস্য আধিকারিক (সাধারণ) সজল সাহা বলেন, “তিন একর জায়গা পেলে মৎস্যজীবীদের জন্য স্টল, বরফের কারখানা-সহ একটা বড় পরিকল্পনা করা যেতে পারে। এর জন্য ন্যাশনাল ফিসারিস ডেভেলপমেন্ট বোর্ডের কাছ থেকে মিলবে তিন কোটি টাকা। সরকার উদ্যোগী হলে মৎস্যজীবীরা উপকৃত হবেন।”
|
‘ওঠো, জাগো’ আজও যেন বলছেন স্বামীজি |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তাঁর জন্মের দেড়শো বছর পূর্ণ হচ্ছে আজ। তবু এখনও যেন সমান প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দের বাণী ও জীবন দর্শন। রাজ্য জুড়ে হিংসা ও রাজনৈতিক হানাহানির প্রেক্ষাপটে হয়তো তা আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। স্বামীজির জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে আজ, শনিবার শিল্পাঞ্চল জুড়েই নানা অনুষ্ঠানের আয়োজন, যার ভরকেন্দ্র থাকছে আসানসোল রামকৃষ্ণ মিশন। সকাল সাড়ে সাতটা থেকে রয়েছে শোভাযাত্রা। আসানসোলের পুরনো রামকৃষ্ণ মিশন থেকে প্রায় দশ হাজার মানুষের এই শোভাযাত্রা শহর পরিক্রমা করে ফিরবে রামকৃষ্ণ মিশনে। যোগ দেওয়ার কথা মিশনের প্রধান স্বামী সুখানন্দেরও। সেখানে মিশনের সন্ন্যাসীরা বিবেকানন্দের বাণী পাঠ করে শোনাবেন স্কুলপড়ুয়া ও উপস্থিত ভক্তবৃন্দদের। রয়েছে পূজা অর্চনারও আয়োজন। গত ৯ জানুয়ারি থেকেই শুরু হয়েছে স্বামীজির সার্ধশতবর্ষ উদযাপন। আসানসোল, বার্নপুর স্টেশনের গৃহহীনদের শীতবস্ত্র দেন বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রনন্দ। শুক্রবার আসানসোল মহকুমা হাসপাতালের রোগীদের ফল দেওয়া হয়। ফল দেওয়া হয়েছে আসানসোল কুষ্ঠ কলোনি ও বার্নপুরের চেসায়ার হোমেও।
|
এ বছরই চালু বিশ্ববিদ্যালয় |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
২০১৩ শিক্ষাবর্ষ থেকে আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করে দিতে আগ্রহী উচ্চশিক্ষা দফতর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী জুন থেকেই ভর্তি নেওয়া হবে। নবনিযুক্ত উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় জানান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ৩৪টি কলেজ নিয়ে প্রাথমিক ভাবে কাজ শুরু হবে। তাঁর মতে, “এখনই নতুন ভবন গড়া সম্ভব নয়। অন্য কোথাও পড়াশোনা শুরু হবে।” তার জন্য উপযুক্ত জায়গার অনুসন্ধান চলছে বলেও তিনি জানান। আসানসোলের উত্তর ধাদকা এলাকায় কাল্লা রোড লাগোয়া এলাকায় প্রায় ৯০ বিঘা জমিতে এই বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরি হবে।
|
কারখানায় টাকা ছিনতাই, ধৃত তিন |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় টাকা ছিনতাইয়ের তিন দিন পর দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। জেরায় ধৃতেরা অপরাধ কবুল করেছে বলেই দাবি পুলিশের। ধৃতদের নাম শেখ লাডুয়া এবং আমির নিয়াজ খান। প্রথম জনের বাড়ি জোরপুকুর এলাকায় এবং দ্বিতীয় জন এবি পীটের বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে, লাডুয়া ওই কারখানায় পাঁচ বছর ধরে গাড়ি চালানোর কাজ করছে। এদের কাছ থেকে ১৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
|
আতঙ্ক দুর্গাপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লোহা গলিয়ে ঠাণ্ডা করার সময়ে কেঁপে উঠল দুর্গাপুর, পানাগড়, অন্ডাল অঞ্চল। বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বিভুরঞ্জন কানুনগো জানান, প্রচণ্ড উত্তাপে লোহা আকরিক গলানোর পরে তা ঠান্ডা করতে জলে ফেলা হয়। সেই সময়ে বিকট শব্দ হয়। এ দিন জল ও লোহার অনুপাতের তারতম্যেই এই শব্দ হয়।
|
সেলিম খুনে ধৃত মূল পাণ্ডা |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কয়লা মাফিয়া শেখ সেলিম খুনে অন্যতম প্রধান অভিযুক্ত শেখ সাজাহানকে বৃহস্পতিবার রাতে ফরিদপুর (লাউদোহা) থানার জগন্নাথপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক ন’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে এখনও অধরা শেখ জিয়াউল, শেখ ভোম্বল, শেখ লালটু ও শেখ বুবনে।
|
শুরুতেই দাবি পাঠ্যপুস্তকের |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যপুস্তক ও প্রগতিপত্র মূল্যায়নপঞ্জি সরবরাহ-সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার জামুড়িয়া চক্র ১ স্কুল পরিদর্শক চিন্ময় হাজরার কার্যালয়ে তাঁরা দাবিপত্র জমা দেন।
|
কম্পনে আতঙ্ক |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ দুর্গাপুর, পানাগড়, অন্ডাল এভাবেই কেঁপে ওঠে। পরে জানা যায়, ভূমিকম্প নয়, লোহা আকরিক গলিয়ে জলে ফেলে ঠান্ডা করার সময় ওই শব্দ হয়। ডিএসপি জানায়, বৃহস্পতিবার রাতেও সেই আওয়াজই শোনা গিয়েছে।
|
ছিনতাইয়ে ধৃত |
একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ছিনতাইয়ে দুই দুষ্কৃতীকে ধরল পুলিশ। ধৃতদের নাম শেখ লাডুয়া এবং আমির নিয়াজ খান। তারা অপরাধ কবুল করেছে বলেই দাবি পুলিশের। |
|