|
|
|
|
ফের কুপিয়ে লুঠ কোচবিহারে |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
চুরি-ডাকাতির যেন বিরাম নেই কোচবিহারে। রবিবার রাতে দুটি ডাকাতির ঘটনার কিনারা এখনও হয়নি। ফের বুধবার রাতে এক গৃহকর্তাকে কুপিয়ে জখম করে ডাকাতির ঘটনা ঘটল কোচবিহারে। কোচবিহার কোতোয়ালি থানার খাগড়াবাড়ি এলাকায় এক অলঙ্কার ব্যবসায়ীর বাড়ীতে ওই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে জখম গৃহকর্তা বিশ্বজিৎ ভট্টার্চাযকে কোচবিহার জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। দুষ্কৃতীরা অন্তত ১০ ভরির সোনার গয়না, ১ কেজি রুপো, মোবাইল, দামী বাসনপত্র ও নগদ ১০ হাজার টাকা মিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। এই নিয়ে গত দুই মাসে কোচবিহার কোতোয়ালি থানা এলাকায় ৭ টি ডাকাতির ঘটনা হল। পরিস্থিতির জেরে বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশের ব্যর্থতাতেই কোচবিহারে পরপর দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা বাড়ছে বলেও অভিযোগ উঠেছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল অবশ্য বৃহস্পতিবার নিজেই ঘটনাস্থলে যান। পরিবারের লোকদের সঙ্গেও ডাকাতির ঘটনা নিয়ে কথা বলেন তিনি। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ডাকাতির ঘটনার তদন্ত হচ্ছে। দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। কয়েকজনকে জেরা চলছে।” |
খাগড়াবাড়িতে ডাকাতির তদন্তে পুলিশ সুপার। ছবি: হিমাংশুরঞ্জন দেব।
|
পর পর দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় উদ্বিগ্ন কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধীও। জেলাশাসক বলেন, “পর পর এমন হওয়া উদ্বেগজনক। এসপি’র সঙ্গে কথা বলব।” কোচবিহার শহর লাগোয়া খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরেশ কর চৌপথী এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ভট্টাচার্য পেশায় অলঙ্কার ব্যবসায়ী। বাড়ির সামনেই তাঁর দোকান রয়েছে। বুধবার রাতেও অন্য দিনের মত খাওয়া সেরে পরিবারের লোকেরা ঘুমোতে যান। রাত ১ টা নাগাদ বাড়ির পেছনের দিকের বারান্দার গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। বাড়ির লোকেরা উঠতে না উঠতেই ওই দরজা ভেঙে ১০ জনের ডাকাত দলটি ঘরের ভেতরে ঢুকে পড়ে। বাড়ির মালিক বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে ডাকাত দলের এক সদস্য আলমারির চাবি চাইলে তিনি ইস্তস্তত করতে থাকেন। সেই সময়ই ওই দলের অন্য একজন বিশ্বজিৎবাবুর ঘাড়ের কাছে ধারাল অস্ত্র দিয়ে পরপর কয়েকটি কোপ মারেন। স্বামীর ওই রক্তাক্ত অবস্থা দেখে পরে বিশ্বজিৎবাবুর স্ত্রী মিনু দেবী আলমারির চাবি তুলে দেন। প্রায় এক ঘন্টা ধরে ডাকাতরা তান্ডব চালায়। বিশ্বজিৎবাবুক শরীরে ৮ টি সেলাই পড়েছে। মিনু দেবীর কথায়, “ডাকাতদের হাতে বন্দুক, ভোজালিও ছিল। স্বামীকে কোপানোর পরে তড়িঘড়ি ওঁর প্রাণ বাঁচাতে আলমারির চাবি দিয়ে দিই।” বাসিন্দাদের অভিযোগ, কোচবিহার জেলা জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। এ নিয়ে গত দুমাসে ৭ টি ডাকাতি ও অন্তত ২৫ টি চুরির ঘটনা ঘটল। ওই তালিকায় রবিবার রাতে শহর লাগোয়া গুড়িয়াহাটি এলাকার দুই বাড়িতে ডাকাতি থেকে কোচবিহার শহরের একটি আগ্নেয়াস্ত্র বিক্রির দোকান থেকে বন্দুক চুরি, রাজারহাট ও জোড়াই এলাকায় উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের শাখা থেকে চার লক্ষাধিক করে টাকা চুরির ঘটনা রয়েছে। পর পর দুষ্কৃতী দৌরাত্ম্যের পরেও কোন ঘটনার কিনারা হয়নি। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “উদ্বেগজনক ঘটনা। পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ সবের পেছনে রাজ্য সরকারকে হেয় করার চক্রান্ত রয়েছে কি না আমরা তাও দলীয় ভাবে খতিয়ে দেখছি।” ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, গোটা রাজ্যেই দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়েছে। কোচবিহারেও তারই প্রতিফলন ঘটছে। জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “পুলিশের একাংশের নিষ্ক্রিয়তায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে।” বিজেপি’র জেলা সম্পাদক নিখিল দে জানান, আজ শুক্রবার বিজেপির তরফে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
|
এক নজরে অপরাধ |
ডিসেম্বর ২০১২ (৩-৩১) |
• ৩ তারিখ কোতোয়ালি থানার ডাউয়াগুড়ির ঝিনাইডাঙায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। সাড়ে তিন লক্ষের সামগ্রী লুঠ।
• ১৯ তারিখ কোতোয়ালি থানার বাণেশ্বরে ৩টি দোকানে চুরি।
• ২৫ তারিখ ফের তিনটি দোকানে চুরির ঘটনা বাণেশ্বরে।
• ২৭ তারিখ বক্সিরহাট থানার জোড়াইয়ে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে ভল্ট কেটে চার লক্ষাধিক টাকা চুরি।
• ২৯ তারিখ শহরে দেওয়াল কেটে আগ্নেয়াস্ত্র বিক্রির দোকানে চুরি। ১০টি বন্দুক, প্রচুর কার্তুজ ১০টি এয়ারগান নিয়ে চম্পট।
• ৩১ তারিখ কোচবিহারের বাইশগুড়ি এলাকা থেকে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। তদন্তে নেমে রাতেই পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। পরিবারের লোকেরা অপহরণের অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ। অপহরণ, ধর্ষণের চেষ্টার নালিশ করে পরে পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানায় ছাত্রীর বাড়ির লোকেরা। |
জানুয়ারি ২০১৩ (৬-৯) |
• ৬ তারিখ কোতোয়ালি থানার গুড়িয়াহাটিতে দুই বাড়িতে ডাকাতি। নগদ-গয়না মিলিয়ে লুঠ তিন লক্ষাধিক টাকার।
কোতোয়ালির রাজারহাটে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় ব্যাঙ্কের ৪ লক্ষ ১০ হাজার টাকা লুঠ। রাজারহাটে গয়নার দোকানেও চুরি।
• ৭ তারিখ তুফানগঞ্জ থানার কৃষ্ণপুরে নিজের বাড়িতেই খুন রেশন ডিলার জাকির হোসেন। টাকা, গয়না লুঠের অভিযোগ।
• ৮ তারিখ কোতোয়ালির ডাউয়াগুড়িতে তোর্সার চরে মুণ্ডহীন দেহ উদ্ধার। ভিত্তিতে খুনের মামলা রুজু করল পুলিশ।
• ৯ তারিখ কোতোয়ালির খাগরাবাড়িতে ফের ডাকাতি। নগদ, গয়না মিলিয়ে লুঠ ৫ লক্ষাধিক টাকার সামগ্রী। জখম গৃহকর্তা। |
|
|
|
|
|
|
|