হাসপাতালের পরিকাঠামোগত কয়েকটি বিষয় নিয়ে বৃহস্পতিবার সবং গ্রামীণ হাসপাতালে এক বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র। স্থানীয় কংগ্রেস-তৃণমূল নেতৃত্ব তাঁর সঙ্গে দেখা করে কিছু দাবি জানান। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
সপ্তাহ তিনেক আগে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল সবং গ্রামীণ হাসপাতালে। মৃত শিশুর পরিবারের লোকজন হাসপাতালে বিক্ষোভও দেখান। বিএমওএইচের কাছে লিখিত অভিযোগ জানান। শেষমেশ পরিবারের লোকেদের চাপেই ময়নাতদন্তের জন্য শিশুটিকে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটির দেহের ময়নাতদন্ত হয়। এ দিনের বৈঠকে ছিলেন সবংয়ের বিএমওএইচ রাজর্ষি দাসও। জানা গিয়েছে, অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর। সবং হাসপাতালে এসে বৈঠক করার সিদ্ধান্ত নেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই বৈঠকের জন্য স্থানীয় বাসিন্দাদের একাংশও ‘চাপ’ তৈরি করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এলাকায় এসে পরিস্থিতি দেখতে হবে জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের। সেই মতো বৃহস্পতিবার সকালে সবংয়ে আসেন সবিতেন্দ্রবাবু। বৈঠক শেষে তিনি বলেন, “হাসপাতালের পরিকাঠামোগত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি দেখা করতে এসেছিলেন। তাঁরা কিছু দাবি জানিয়েছেন। সেই সব দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” হাসপাতালের সীমানা প্রাচীর নিয়ে সমস্যা রয়েছে। অপারেশন থিয়েটার থাকলেও এখানে সিজার করা হয় না বলে অভিযোগ। শিশু বিশেষজ্ঞও নেই। এই সব সমস্যা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলে হাসপাতাল সূত্রে খবর। |