একটা গাড়িকে পাশ দিতে গিয়ে গাছে পুকুরে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুঘর্টনা ঘটে হিঙ্গলগঞ্জের কেওড়াখালি জোড়া বটতলায়। আহত ১০ জন যাত্রীকে উদ্ধার করে সান্ডেলের বিল ও হিঙ্গলগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। হিঙ্গলগঞ্জ থানার ওসি পার্থ সিকদার বলেন, “প্রায় সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির নীচে কেউ চাপা পড়ে আছেন কি না তা বাসটি পুকুর থেকে না তোলা পর্যন্ত বোঝা যাবে না।” পুলিশ জানায়, এ দিন সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ বাসটি লেবুখালি থেকে পার হাসনাবাদ যাচ্ছিল। ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। কেওড়াতলা জোড়া বটতলার কাছে উল্টোদিকের গাড়িকে পাশ কাটাতে গিয়ে গাছে ধাক্কা মেরে পুকুরে উল্টে যায়। |
বিবেকানন্দ মেলা ও কৃষি উত্সব শুরু হল উত্তর ২৪ পরগনার গোপালনগরের ন’হাটায়। মেলার আয়োজন করেছে ন’হাটা অভিযান সংঘ। সোমবার মেলার উদ্বোধন করেন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য শান্তি রঞ্জন রায়। মেলায় থাকছে মহিলা কবাডি, রোড রেস, আলোচনা সভা, রাইফেল শুটিং-সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার মহিলা কবাডিতে জয়ী হয়েছে নদিয়া কবাডি অ্যাসোসিয়েশন। দৌড়ে প্রথম হন মহম্মদ খুরসিদ আলি মণ্ডল। |
গুলিভর্তি রিভলবার-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় মিনাখাঁর একটি পরিত্যক্ত পেট্রোল পাম্প থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত উমর ফারুক সর্দার ও কুতুব সর্দারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পয়না গ্রামে। ধৃত রহমান মোল্লার বাড়ি মিনাখাঁর তেতুঁলবেড়িয়া গ্রামে। |
দুটি গাড়ির রেষারেষির সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি গাড়ি উল্টে যাওয়ায় মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিতা মণ্ডল(১৬)। দুর্ঘটনাটি ঘটে যোগেশগঞ্জ যাওয়ার পথে স্থানীয় পাটঘরার চৌকিদার মোড়ে। গুরুতর আহত হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। |
বাংলার লৌকিক দেবদেবী ও আদিবাসী সংস্কৃতি বিষয়ক একটি প্রদর্শনী শুরু হল মঙ্গলবার। আয়োজক বনগাঁর কালীতলা বিশ্ববন্ধু শিক্ষানিকেতন। প্রদর্শনীটি শুরু হয়েছে আয়োজক স্কুলের প্রাঙ্গণে। |
বধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দিবাকর মণ্ডল। স্ত্রী মধুমিতা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। |