সিপিএম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে তৃণমূলও। ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে বনগাঁর ছয়ঘরিয়া পঞ্চায়েতের খেদাপাড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য বুধবার জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল খেদা পাড়ায় যায়। সিপিএমের অভিযোগ, সরকারী প্রতিনিধি দলের সঙ্গে প্রায় ৫০ জন তৃণমূল নেতা-কর্মী ছিলেন। প্রতিনিধি দলের সামনেই ওই তৃণমূল কর্মীরা সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য সিপিএমের কৃষ্ণপদ মণ্ডলকে মারধর করে। এই বিষয়ে সিপিএম বনগাঁ থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সিপিএমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূলও। সিপিএম নেতা গোবিন্দ মণ্ডল বলেন, ‘‘যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তার প্রকৃত তদন্ত আমরাও চাই। কিন্তু সরকারী আধিকারিকরা তৃণমূলের বাধায় তো কাজই করতে পারেননি। তৃণমূল সমর্থকেরা আমাদের পঞ্চায়েত সদস্যকে মাধর করেছে এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছে।” অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিধায়ক বিশ্বজিত্ দাস বলেন, ‘১০০ দিনের কাজের অর্থ আত্মসাত্ করেছে সিপিএম পরিচালিত ছয়ঘরিয়া পঞ্চায়েতের সদস্যেরা। গতকাল সরকারি প্রতিনিধি দল তার তদন্তে এসেছিল। আমরা তাঁদের সহযোগিতা করতে গিয়েছিলাম। স্থানীয় সিপিএম সদস্য কৃষ্ণপদ মণ্ডল ও তাঁর লোকজন সরকারী প্রতিনিধিদের ভুল বোঝানোর চেষ্টা করছিলেন। প্রতিবাদ করায় আমাদের উপর হামলা করা হয়।” |