লরির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটল বসিরহাটের দণ্ডিরহাটে। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় ক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে টাকি রোডে অবরোধ শুরু করে। অবরোধ তুলতে পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে বসিরাটের এসডিপিও এবং আইসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম অভিজিত্ মণ্ডল (২৬)। বাড়ি হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লি গ্রামে। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন দুপুরে মোটর সাইকেলে অভিজিত্ বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। বসিরহাট থেকে হাসনাবাদ পর্যন্ত টাকি রোডের অবস্থা খারাপ। মেরামতি শুরু হওয়ায় রাস্তার ধারে ফেলা রয়েছে পাথর। দণ্ডিরহাটের কাছে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি লরিকে পাশ দিতে গেলে ওই পাথরের উপরে উঠে যায় মোটরসাইকেলটি। রাস্তায় ছিটকে পড়েন দুই আরোহী। লরিটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে অভিজিতের শরীরের উপর দিয়েই চলে যায়। ঘটনাস্থলেই মারা যান অভিজিত্। স্থানীয় মানুষ এর পর মৃতদেহ ঘিরে রাস্তা অবরোধ করায় আটকে পড়ে বহু যানবাহন। পুলিশ গিয়ে অবরোধ তুলতে গেলে ভাঙচুর করা হয় পুলিশের জিপ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা সামাল দেয়।
মহকুমাশাসক শ্যামল মণ্ডল বলেন, “রাস্তার ধার থেকে দখলদারি হটাতে পুলিশকে বলা হয়েছে।” |