|
|
|
|
পরচুলা উদ্ধারের দাবি, ফের অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পরচুলা বোঝাই ট্রাক ছিনতাই হয়ে গিয়েছিল গত মঙ্গলবার। সেই মালপত্র উদ্ধার ও জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ফের রাস্তা অবরোধ করলেন শ্রমিক ও পরচুলা ব্যবসায়ীরা।
গত মঙ্গলবার এই দাবিতেই ভগবানপুরের নতুন রাস্তার মোড়ে এগরা-বাজকুল সড়ক অবরোধ করেছিলেন পরচুলা ব্যবসায়ী ও শ্রমিকরা। বৃহস্পতিবার ফের ভগবানপুর লাগোয়া চণ্ডীপুরের নরঘাটে দিঘা-মেচেদা সড়ক অবরোধ করেন ভগবানপুর লাগোয়া চণ্ডীপুরের কোটবাড়, চৌখালি, বোরোজ এলাকার পরচুলা ব্যবসায়ী, শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দু’ঘণ্টা অবরোধের জেরে ব্যস্ত ওই সড়কে ব্যাপক যানজট হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী-সহ কয়েক হাজার মানুষ। ঘটনাস্থলে চণ্ডীপুর থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়। এরপর কয়েক কিলোমিটার দূরে চণ্ডীপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবরোধকারীরা। উত্তেজিত জনতা চণ্ডীপুর থানায় হামলা, ভাঙচুর ও থানার পুলিশকর্মীদের হেনস্থা করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। |
|
অবরোধে যানজট দিঘা-মেচেদা সড়কে। —নিজস্ব চিত্র। |
প্রসঙ্গত, গত রবিবার রাতে ভগবানপুর থানা এলাকার চার ব্যবসায়ীর কয়েক কোটি টাকা মূল্যের মোট ৫৮ বস্তা পরচুলা বোঝাই একটি ট্রাক অন্ধ্রপ্রদেশের এলুড়ে রফতানির জন্য হাওড়ার শালিমারে যাচ্ছিল। তমলুকের ভাণ্ডারবেড়িয়া গ্রামের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে ভোররাতে ট্রাকটি ছিনতাই হয়। ট্রাক চালক, খালাসি ও ব্যবসায়ীর প্রতিনিধিরা সাঁকরাইল ও তমলুক থানায় এসে ঘটনার কথা জানিয়ে অভিযোগ করেন। তমলুক থানার পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় খড়্গপুরের নিমপুরা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ধার থেকে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। |
|
|
|
|
|