বিশ্বসেরা ফুটবলারের মুকুট এ বারও মাথায় ওঠেনি। আর সেই প্রত্যাখানের জবাবে কী ভাবে দিতে হয়, বুঝিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
কিংস কাপ কোয়ার্টার ফাইনালে টিমকে তুললেন বিপক্ষকে ছিন্নভিন্ন করে। সেল্টা ভিগোর বিরুদ্ধে নিজে হ্যাটট্রিক করলেন। টিম জিতল ৪-০। সব মিলিয়ে মোট ৫-২ করে কিংস কাপের শেষ আট। সব শেষে মেসি বা বর্ষসেরার পুরস্কার নিয়ে কোনও কথা না বললেও নতুন এক দাবি ক্লাব সমর্থকদের কাছে পেশ করে রাখলেন সি আর সেভেন।
দাবিটা এ রকম: হোসে মোরিনহোর দিকে গ্যালারি থেকে একটা শব্দও যেন উড়ে না আসে! |
আচমকা মোরিনহো কোথা থেকে? ঘটনা হল, সেল্টা ভিগোর বিরুদ্ধে টিম জিতলেও রেফারিং নিয়ে প্রবল অসন্তুষ্টি দেখান রিয়াল কোচ। যা নিয়ে রিয়াল গ্যালারি থেকে ভাল রকম বিদ্রুপ করা হয় মোরিনহোকে। পুরো ঘটনা মোটেই ভাল ভাবে নেননি রোনাল্ডো। এবং ম্যাচ শেষে রীতিমতো হুমকির মেজাজে বলে রেখেছেন, “এ সব এখুনি বন্ধ করতে হবে। এখুনি।”
এখানেই না থেমে সি আর সেভেন আরও সাফ করে দিয়েছেন যে, কোনও ভাবেই মোরিনহো সরছেন না। কোচের পদে থাকছেন তিনিই। যতই পরপর কয়েকটা হোম ম্যাচে রিয়ালের হাল খারাপ হোক না কেন। “মোরিনহো থাকছেন। এ বছর অনেক ম্যাচ আমাদের জেতা এখনও বাকি আছে। টিমের উনিই বস। সব সিদ্ধান্ত উনিই নেন। প্লেয়ার, সমর্থকদের উচিত, ওঁকে সাহায্য করা,” বলে দিয়েছেন রোনাল্ডো। সঙ্গে আরও যোগ করেছেন, “সমর্থকরা অসন্তুষ্টি দেখাচ্ছেন কোচকে নিয়ে। এই মুহূর্তে যার কোনও দরকার নেই। এ সব হলে প্লেয়ারদের মনে প্রভাব পড়ে। আমরা যদি কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি, তা হলে তো বছরটা আমাদের ভালই যাবে।” |
গত বার যে ভাবে দাপটে লা লিগা জিতেছিল, এ বার সেটা হচ্ছে না। বরং বার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। তার মধ্যে রিয়ালের পারফরম্যান্সের ওঠা-নামা, মোরিনহোর বিতর্কিত সব স্ট্র্যাটেজি, টিমের অধিনায়ক এবং এক নম্বর গোলকিপার ইকর কাসিয়াসকে বসিয়ে রেখে মাঠে নামা সব মিলে ভাল বিরক্তি জন্ম নিচ্ছে রিয়াল ভক্তদের হৃদয়ে। শেষ দু’টো হোম ম্যাচে কাসিয়াসের নামে তুমুল জয়ধ্বনিও উঠেছে গ্যালারি থেকে। মোরিনহোর জন্য সেখানে বরাদ্দ ছিল শুধু বিদ্রুপ। ব্যঙ্গাত্মক হুইসল।
রোনাল্ডোকেও তো যুদ্ধ জিততে হয়েছে টিমের সমর্থকদের সঙ্গে। তাঁর দিকেও একটা সময় হুইসল উড়ে আসত। ইদানীং আসছে না। যেটা তাঁকে স্বস্তিতে রাখছে। রোনাল্ডো বলছেন, “বের্নাবেউয়ের দর্শক সমর্থন এখন আমি পাচ্ছি। ভাল লাগছে। সমর্থকরা যদি আমার সঙ্গে থাকেন, তা হলে আমি আরও তেতে যাই।”
|
‘কমপ্লিট ফুটবলার’ |
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অকল্পনীয় উন্নতি করেছে রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ওর খেলা দেখতে দেখতে বুঝলাম, পাসিং ফুটবলকে কোথায় নিয়ে গিয়েছে। কয়েকটা ওয়ান টাচ পাস, ক্রস বুঝিয়ে দিচ্ছে রোনাল্ডো এখন একজন কমপ্লিট ফুটবলার। ওর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ওর অভিজ্ঞতা, প্লাস ওর অসাধারণ ফুটবল প্রতিভা সব মিলে রোনাল্ডোকে এখন একজন কমপ্লিট ফুটবলার বানিয়ে দিয়েছে।
স্যর আলেক্স ফার্গুসন |
|