রাজবাড়িতে পুরা ও পর্যটন আধিকারিকেরা |
শহরের রাজবাড়ি কমপ্লেক্সের যেখানে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম হওয়ার কথা, বুধবার সেখানে ঘুরে গেলেন পুরাতত্ত্ব বিভাগ ও পর্যটন বিভাগের প্রতিনিধিরা। পরিদর্শন শেষ করে তারা মহকুমাশাসক শশাঙ্ককুমার শেঠ্রি সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মহকুমাশাসক জানান, আলো জ্বললে আসপাশ থেকে কী কী পোকামাকড় আসতে পারে, তার প্রভাবে পাশের টেরাকোটার কাজ করা মন্দিরের কোনও সমস্যা হবে কি না এ নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। তবে আমাদের আশা, খুব দ্রুত পুরাতত্ত্ব বিভাগের দিল্লির মুখ্য কার্যালয় থেকে লাইট অ্যান্ড সাউন্ড বসানোর ছাড়পত্র চলে আসবে। উল্লেখ্য, গত বছর রথের দিন কালনা শহরের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি নিজের চোখে দেখে যান তত্কালীন পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। এর পর পর্যটন দফতর লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম করতে উদ্যোগী হয়। এ ব্যাপারে ৫৫ লক্ষ টাকা অনুমোদনও করা হয়। একটি ঠিকাদার সংস্থাকে তার বরাত দেওয়া হয়। তবে রাজবাড়ি কমপ্লেক্সটি পুরাতত্ত্ব বিভাগের অধীনে থাকায় ও ওই দফতর থেকে কোনও ছাড়পত্র না পাওয়ায় এখনও কাজ শুরু করা যায়নি।
|
ধাত্রীগ্রামে গৃহবধূ খুনের ঘটনায় এক যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করল কালনা থানার পুলিশ। তার নাম সোহম আলি ওরফে কালো। তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুরের টেংরিডাঙায়। গত ১ জানুয়ারি নিজের বাড়িতে খুন হন ধাত্রীগ্রামের গৃহবধূ পূর্ণিমা গঙ্গোপাধ্যায় (৫৫)। সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ দিন দুপুরে ধৃত ওই যুবককে কালনা মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
|
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে একটি গাড়ি উল্টে মৃত্যু হল তৃণমূল সমর্থক এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ পাত্র (২০)। তাঁর বাড়ি রানিগঞ্জের বাঁশড়া গ্রামে। এ দিন জনসভা থেকে ফেরার সময় ২ নম্বর জাতীয় সড়কে আসানসোল বিএনআর মোড়ের কাছে গাড়িটি উল্টে গেলে তিনি জখম হন। প্রথমে আসানসোল মহকুমা হাসপাতাল ও পরে তাঁকে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।
|
কাটোয়া
জাতীয় যুবদিসব উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আশ্রম ভবন, ঘুটকিয়া পাড়া। দুপুর ২টা। উদ্যোগ: বিবেকানন্দ পাঠচক্র।
বর্ধমান
কৃষ্ণসায়র উত্সব উপলক্ষে হস্তশিল্প মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবেশ কানন। উদ্যোগ: উত্সব কমিটি।
দুর্গাপুর
পথ নিরাপত্তা সপ্তাহ পালন। প্রান্তিকা পাঁচমাথা মোড়। সকাল ১১টা।
উদ্যোগ: অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ণ ইন্ডিয়া, দুর্গাপুর শাখা।
ফুটবল প্রতিযোগিতা। ডিপিএসএ মাঠ। বিকাল ৩টা। উদ্যোগ: দুর্গাপুর প্রজেক্টস স্পোর্টস অ্যাসোসিয়েশন। |