মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি

• বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ কোটি ব্যয়ে হবে এসএনসিইউ, আলাদা শিশু বিভাগ, রেডিওলজি বিভাগ, পেশেন্ট পার্টির বিশ্রামের জায়গা।
• ভাতারে ৫০ লক্ষ টাকা ব্যয়ে হবে ক্ষুদ্রশিল্প ক্লাষ্টার।
• সার কারখানা তৈরির চেষ্টা। ধান ছাড়া নতুন কোনও ফসলের চাষ ও বিক্রি যাতে ঠিকমতো হয় সেদিকে নজর রাখা।
• তিন থেকে চার বছরের মধ্যে রাজ্যে কোনও গরিব মানুষ থাকবেন না যাঁর মাথার উপরে ছাদ নেই। প্রত্যেককে বাড়ি বানাতে তিন কাঠা জায়গা দেওয়া হবে। মিলবে সরকারি সাহায্যও।
• রাজ্যে ১৫১টি ফাষ্ট ট্র্যাক কোর্ট, ১৯টি মানবাধিকার কোর্ট ও ৪৫টি মহিলা আদালত তৈরি হবে। হবে ৬৫টি মহিলা পুলিশ থানাও।
• তীর্থকেন্দ্রগুলিকে পর্যটনের আওয়ায় আনার চেষ্টা।
• পঞ্চায়েতটা আমাদের হাতে তুলে দিন। গ্রাম সভা থেকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সব। যে কাজ এখনও বাকি তা পঞ্চায়েতের মাধ্যমে করবো।
• আসানসোলে ওবিসিদের জন্য আবাসিক শিক্ষা ব্যবস্থা।
• পানাগড় শিল্পতালুকে ১২ হাজার কোটির বেসরকারি বিনিয়োগ আনা হবে।
• দুর্গাপুরে দ্বিতীয় শিল্পতালুকে ৫০টি অতিক্ষুদ্র শিল্পসংস্থা আসবে।
• বারাবনি, সালানপুর ও কুলটিতে ইটের ক্লাস্টার চালু হবে।
• আসানসোলে সমবায় ভবন হবে।
• কাঁকসায় গ্রামীন বাজার হবে।
• আসানসোলে যুব আবাস হবে।
• দুর্গাপুর মহকুমা হাসপাতালে ৫০ লক্ষ টাকা ব্যায়ে নতুন একটি বহির্বিভাগ নির্মাণ হবে।
• দুর্গাপুর ইস্পাত কারখানায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উত্‌পাদন কেন্দ্র বানানো হবে।
• বর্ধমানের সব ব্লকে কিষাণ বাজার, হিমঘর ও একটি করে আইটিআই বানানো হবে।

সার কারখানার আশ্বাস
বছর বছর সারের দাম বাড়ায় সমস্যায় পড়ছেন চাষিরা। তাই এ বার রাজ্য সরকারই সার কারখানা গড়ায় উদ্যোগী হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানে সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার সারের দাম বাড়িয়েছে। আমরা তা বাড়াইনি। ২০১০, ’১১, ’১২বছর বছর দাম বেড়েছে। চাষিদের কথা ভেবে আমরা ঠিক করেছি, সার কারখানা তৈরির চেষ্টা করব।” বর্ধমানেরই বুদবুদে অবশ্য ইতিমধ্যেই একটি বেসরকারি সার কারখানা গড়ার কাজ চলছে।

মমতার ছোঁয়া। আসানসোলে প্রতিবন্ধী ছাত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার ছবিটি তুলেছেন শৈলেন সরকার।

বর্ধমান ভাগের ঘোষণা

গ্রামীণ বর্ধমান থেকে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলকে আলাদা করে পৃথক জেলা করার প্রশাসনিক সিদ্ধান্ত আগেই হয়ে গিয়েছে। বৃহস্পতিবার জেলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আসানসোল-দুর্গাপুরে পৃথক জেলা গড়ার জন্য রাজ্যের সচিব পর্যায়ে আলোচনা করে অনুমোদন মিলেছে। এখানেও পৃথক জেলা বানিয়ে দিলাম।”

শিলান্যাস
• আউশগ্রাম ১ ব্লকের আলেফনগরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের
ভূগর্ভস্থ পানীয় জল সরবরাহ প্রকল্প। ব্যয়, ৬৮ লক্ষ ৯৭ হাজার।
• আউশগ্রাম ২ ব্লকের শ্যামসুন্দরপুরে পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রকল্পের ভূগর্ভস্থ পানীয় জল সরবরাহ প্রকল্প। ব্যয়, ৬৮ লক্ষ ৭৯ হাজার।
• পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়াতে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের উন্নততর পরিকাঠামোর
সবজি ও ফুল বিপনণ কেন্দ্র। ব্যয়, ১ কোটি ৫৪ লক্ষ।
• বর্ধমানে সমবায় ভবন। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমবায়ের নানা বিভাগ একই ছাদের তলায় আসবে। ব্যায়, প্রায় ১ কোটি ২০ লক্ষ।
• ভাতার ব্লকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের উদ্যোগে আইআইটি। ব্যয়, ২ কোটি ৫৬ লক্ষ।
• মঙ্গলকোটে এমনই আইআইটি। ব্যয়, প্রায় ২ কোটি ৬০ লক্ষ।
• ভাতার ব্লকে উচ্চশিক্ষা দফতরের টাকায় দাশরথী হাজরা স্মৃতি বিদ্যালয়।
• গলসি ২ ব্লকে ৫০০০ মেট্রিক টনের পাঁচটি গুদাম। ব্যয়, ১৬ কোটি।
• মেমারিতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের টাকায় পলিটেকনিক কলেজ। ব্যয়, ১৪.৮৩ কোটি।
• আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়।
• দুর্গাপুরে ইন্সটিটিইউট অব হোটেল ম্যানেজম্যান্ট। ব্যয়, দশ কোটি।
• রানিগঞ্জে অমৃতনগর জল প্রকল্প। ব্যয়, প্রায় সাড়ে আট কোটি।
• রানিগঞ্জে রতিবাটি জল প্রকল্প। ব্যয়, ৬ কোটি।
• দুর্গাপুরে শিল্পতালুক। ব্যয়, প্রায় ৮ কোটি।
উদ্বোধন
• কালনা জিউধারা এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য বিপণন পর্ষদের উদ্যোগে বহুমুখী হিমঘর। ১ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি।
• কেতুগ্রামের খলিপুর সিনিয়র মাদ্রাসার সংখ্যালঘু ছাত্রী আবাস। রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের ৪৩ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে তৈরি।
• কেতুগ্রাম ২ ব্লকে স্যার আশুতোষ মেমোরিয়াল ইন্সটিটিউশরেন সংখ্যালঘু ছাত্রী নিবাস। সংখ্যালঘু দফতরের ৪৩ লক্ষ ৩৩ হাজার ব্যয়ে তৈরি।
• দুর্গাপুরের ‘সবলা’ স্বয়ম্বর গোষ্ঠীর বিপনণ কেন্দ্র। দেড় কোটি টাকা ব্যয়ে।
• বারাবনি ব্লকের রোসনা, গৌরবাজার নলবাহী জল প্রকল্প। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে তৈরি।
• সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর আয়োজিত সংহতি মেলা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.