টুকরো খবর |
সাগরগামী লঞ্চে যাত্রী তোলায় নজরদারি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাগরগামী লঞ্চগুলিতে অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতা রুখতে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ফেরিঘাটে নজরদারি চালাবে পঞ্চায়েত সমিতি। আজ বৃহস্পতিবার থেকে সাগরগামী লঞ্চ চলে এমন পাঁচটি ফেরিঘাটে নজরদারি দল থাকছে। ফেরিঘাটগুলি হল, কাঁথির রসুলপুর, পেটুয়াঘাট, নন্দীগ্রামের ভাঙাভেড়া, কেন্দেমারি ও হলদিয়ার কুকড়াহাটি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতার জেরে সম্প্রতি একাধিক দুর্ঘটনা ঘটেছে। গঙ্গাসাগর মেলা ও মকরসংক্রান্তি স্নান উপলক্ষে এই সময় অনেকেই সাগরদ্বীপে যাবেন। অতিরিক্ত যাত্রী তোলা বন্ধ করতে তাই কড়া নজরদারি শুরু করা হয়েছে। একটি লঞ্চে যাতে ১৫০ জনের বেশি যাত্রী তোলা না হয় সে জন্য লঞ্চ মালিকদের নির্দেশ দেওয়া রয়েছে। নজরদারির জন্য স্থানীয় পঞ্চায়েত সমিতির তরফে প্রতি ফেরিঘাটে দু’জন করে কর্মী থাকবে। নজরদারির জন্য পুলিশ-প্রশাসনের কাছেও সাহায্য চাওয়া হয়েছে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ২২টি ফেরিঘাট রয়েছে। এ ছাড়াও বেসরকারি ভাবে জেলার বেশ কিছু এলাকায় ফেরি পারাপার চলছে। তারই মধ্যে ১০টি ফেরিঘাটকে জেলা পরিষদের নিয়ন্ত্রণে আনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি। |
দু’টি অপমৃত্যু মহিষাদলে
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
দু’টি অপমৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল হলদিয়ার মহিষাদল থানা এলাকায়। বুধবার সকালে দাড়িবেড়িয়ায় শিবমন্দির সংলগ্ন একটি পুকুরে মৃত্যুঞ্জয় মাইতি (৭৮) নামে এক বৃদ্ধের দেহ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। জানা যায় মৃতের বাড়ি ওই থানা এলাকারই দেউলপোতায়। মঙ্গলবার সন্ধ্যায় বাবুপুর মোড়ের একটি চায়ের দোকানে চা খেয়ে পরিচিতদের জানিয়েছিলেন, দাড়িবেড়িয়ায় ভাগ্নের বাড়ি যাবেন বলে। রাত থেকেই বৃদ্ধের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশের অনুমান, কোনও ভাবে পুকুরে পড়ে যাওয়াতেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। এ দিকে মঙ্গলবার রাতে ওই এলাকারই তেরাপেখ্যা গ্রামে কলকাতা পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম পার্থ পাণ্ডে (৩২)। রাতে ওই কনস্টেবলের দেহ নামিয়ে পরিবারের সদস্যরাই স্থানীয় বাসুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দেহটিকে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় মহিষাদল থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে পার্থবাবুর সঙ্গে বিয়ে হয় ধানবাদের বন্দনাদেবীর। বছর খানেক ধরে সংসারে অশান্তি লেগেই ছিল। মানসিক ভাবে বিপর্যস্ত ওই কনস্টেবল তিন দিন আগে ছুটি নিয়ে কলকাতা থেকে বাড়িতে ফিরেছিলেন। ভাই গৌরব পাণ্ডে বলেন, “পরিবারে অশান্তি ছিল। তবে আত্মহত্যা করল কেন বুঝতে পারছি না।” |
১ ফেব্রুয়ারি শুরু গাঁধী স্মৃতি মেলা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৮৬তম গাঁধী স্মৃতি মেলা ও প্রদর্শনী। দারুয়া জনকল্যাণ সঙ্ঘের পরিচালনায় কাঁথির দারুয়া মাঠে আয়োজিত এই মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর ডাকা উপদেষ্টামণ্ডলীর এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মেলার গত বছরের আয়-ব্যয়, আগামী মেলার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ম্যানেজার কল্যাণ মাইতি, বিধায়ক বনশ্রী মাইতি, প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, জন কল্যাণ সঙ্ঘের সম্পাদক হেরম্ব দাস প্রমুখরা। কাঁথির মহকুমাশাসকের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মহকুমাশাসক সুমিত গুপ্ত। |
জেলা যুব সংসদ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
সংসদীয় ব্যবস্থা সম্পর্কে স্কুল-কলেজ পড়ুয়াদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা স্তরে যুব সংসদ প্রতিযোগিতা হল পূর্ব মেদিনীপুরে। তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে গত সোমবার জেলা যুব সংসদ প্রতিযোগিতা শুরু হয়। তিন দিন ব্যপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ থেকে প্রতিযোগীরা যোগ দিয়েছে। প্রতিযোগিতা শেষ হয় বুধবার। প্রথম হয়েছে পটাশপুর হাড়োচরণ হাইস্কুল, দ্বিতীয় সাতমাইল হাইস্কুল, তৃতীয় হলুদবাড়ি হাইস্কুল। কলেজ বিভাগে প্রথম হয় মহিষাদল গার্লস কলেজ, দ্বিতীয় কাঁথি প্রভাতকুমার কলেজ ও তৃতীয় স্থান পায় মহিষাদল রাজ কলেজ। বুধবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি গোপাল সাহু, জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক রবিকান্ত সিমলাই প্রমুখ। |
ডিএসডিএ-র নতুন চেয়ারম্যান শিশির
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কাঁথির সাংসদ শিশির অধিকারী। বুধবার এই কথা জানান দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নিবার্হী আধিকারিক সৌমেন পাল। এর আগে পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন রাজ্যের নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব দেবাশিস সেন। পর্ষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় কোনও নেতাকে মনোনীত করার দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ। শিশিরবাবু এই দায়িত্ব পাওয়ায় দাবি মিটল এলাকাবাসীর। আগামী ১৬ জানুয়ারি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের উদ্যোগে দিঘায় সমুদ্র উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করলেও এ বছর তিনি না-ও আসতে পারেন বলে পর্ষদ সূত্রে খবর। |
যুবকের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
রহস্যজনক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে মৃতের নাম কার্তিক দাস (৪৫), বাড়ি চন্দ্রকোনা শহরের নতুনহাটে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন এলাকার মানুষ। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে। |
অবৈধ বিক্রি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
দীর্ঘ দিন ধরে বেআইনি ভাবে কেরোসিন তেল, ডিজেল বিক্রির অভিযোগে অমলেশ জানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট দফতরের আধিকারিকরা। মঙ্গলবার রাতে চন্দ্রকোনা থানার ঝাঁকরা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকশো লিটার কেরোসিন তেল ও ডিজেল। |
|