|
|
|
|
গার্ড মুলারকে সই করা জার্সি পাঠালেন মেসি |
নিজস্ব প্রতিবেন |
টানা চার বার ফিফা-র বর্ষসেরা পুরস্কার জেতার পর মেসি যেন আরও বিনয়ী। চল্লিশ বছর পর যাঁকে তিনি টপকে গিয়েছিলেন, সেই গার্ড মুলারকে সম্মান জানিয়েছেন মেসি। নিজের সই করা দশ নম্বর জার্সিটা মেসি পাঠিয়েছেন মুলারের কাছে। যাতে লেখা, “গার্ড মুলারের জন্য আমার শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা রইল।”
১৯৭২ সালে জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে এক বছরে ৮৫টি গোল করেন মুলার। যা এত দিন পর্যন্ত রেকর্ড বলে ধরা হচ্ছিল। চল্লিশ বছর পর বার্সেলোনা ও আর্জেন্তিনার হয়ে ৯১ গোল করে ২০১২-তে সেই রেকর্ড ভাঙেন মেসি (যদিও ফিফা সেই রেকর্ডকে স্বীকৃতি দেয়নি)। মেসির ওই কীর্তির পর মুলার বলেছিলেন, “চল্লিশ বছর পর আমার রেকর্ডটা বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার ভাঙল ভেবে ভাল লাগছে।” |
|
নিজের ট্রফি সংগ্রহশালার সামনে মেসি। ছবি: টুইটার |
গত বছরের পারফরম্যান্সের বিচারে বষর্সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। যদিও তিনি বলেছেন, “২০১২টা আমার সে রকম ভাল যায়নি।” এ বছরে অবশ্য মেসির বিজয়রথ প্রত্যাশিত গতিতেই ছুটতে শুরু করেছে। বছরের প্রথম লা লিগার ম্যাচেই এস্প্যানিয়লের বিরুদ্ধে গোলের খাতা খুলে ফেলেছেন তিনি। বার্সেলোনার ৪-০ জয়ে মেসির একটি গোল রয়েছে। স্প্যানিশ কোপা দেল রে-তে এ বার ১১ জানুয়ারি বার্সেলোনা মুখোমুখি হবে করডোবার। ফুটবল বিশ্ব এখন একটা দৃশ্য দেখার অপেক্ষায়। সবুজ গালিচায় বল পায়ে ছুটছেন রাজপুত্র। |
|
|
|
|
|