বঙ্গসন্তানদের দাপটে আলো ইউনাইটেডে
ইউনাইটেড -২ (লালকমল, র‌্যান্টি)
পুণেএফসি-০
দেখার ছিল র‌্যান্টি মার্টিন্স বনাম জেমস মোগা’র লড়াই!
দেখার ছিল, আই লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা পুণেকে হারাতে পারেন কি না র‌্যান্টি-কার্লোসরা!
কল্যাণী স্টেডিয়ামের ভিড়টাও সম্ভবত হয়েছিল সে জন্যই! ডেরিক পেরিরার দলের হার তাঁরা দেখলেন ঠিকই, কিন্তু দর্শকদের উচ্ছাস আছড়ে পড়ল অবশ্য দুই বঙ্গ সন্তানকে দেখে।
একজন উত্তর ২৪ পরগণারই ভূমিপুত্রলালকমল ভৌমিক। অন্যজন বাঙালি হলেও ঝড়খণ্ডের ছেলেদীপক মণ্ডল। এই দুই ফুটবলারের দাপটেই টানা দশ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেল পুণে এফসি’র। পাশাপাশি আলো জ্বালিয়ে দু’জনেই চ্যাম্পিয়নের লড়াইয়ের দিকে মুখ ঘোরালেন ইউনাইটেডের। মোগাদের পর্যুদস্ত করে ইস্টবেঙ্গলেরও কিছুটা সুবিধা করে দিলেন কার্লোস, বেলোরা।
গোলের পরে লালকমল ভৌমিক। বুধবার। ছবি: শঙ্কর নাগ দাস।
জেমস মোগা আর গোলের মাঝে এ দিন ‘দ্য ওয়াল’ হয়ে উঠেছিলেন দীপক। না হলে ম্যাচের প্রথমার্ধেই অন্তত দু’গোলে পিছিয়ে পড়ত এলকো সাতোরির দলকে। দীপকের লড়াই ছাড়া প্রথম বিরতির আগে পর্যন্ত ফ্যাকাসে দেখাল বেগুনি-সাদা জার্সিকে।
এই মুহূর্তে আই লিগের সর্বোচ্চ গোলদাতা র‌্যান্টিকে ওয়ান স্ট্রাইকার রেখে দল সাজিয়েছিলেন ডাচ কোচ। কিন্তু তাতে লাভ হয়নি ইউনাইটেডের। র‌্যান্টিকে কার্যত বোতলবন্দি করে ফেললেন পুণে ডিফেন্ডাররা। বিরতির আগে অবশ্য নিজের স্ট্রাটেজিতে সফল ডেরেক। বিপক্ষ রক্ষণে আটকে হাসফাঁস করতে থাকা বিরক্ত র‌্যান্টি বলেই ফেললেন, “সাপোর্টিং স্ট্রাইকার না থাকার জন্য সমস্যা হয়েছে। ফরোয়ার্ডে একা খেলার কোনও অভিজ্ঞতাই ছিল না।”
বিরতির পর সতৌরির টোটকা কাজে লাগিয়ে অবশ্য সফল লালকমলরা। নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলে ইজুমি, আনাসদের বোঝাপড়া ঘেঁটে দিল ইউনাইটেড। দীপকের ওপর ভার ছিল ডান দিক থেকে আক্রমণ করার। আর ইউনাইটেড দু’টি গোলই হয়েছে সেই ডানপ্রান্তিক আক্রমণ থেকেই। দ্বিতীয়ার্ধের মাঝামঝি সময়ে দীপকের শট চিকা ওয়ালির পায়ে লেগে চলে যায় লালকমলের কাছে। সুযোগ নষ্ট না করে প্রায় পঁচিশ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। দু’মাস পরে আবার গোল পেলেন লাল। স্বভাবতই ম্যাচ শেষে তৃপ্ত তিনি। বললেন, “বহু দিন বাদে আমাদের পুরো দলটা খেলছে। নিজেদের মধ্যে তাই আবার পুরনো বোঝাপড়া ফিরেছে। সেজন্যই এই সাফল্য।” ম্যাচের শেষের দিকে দীপক মণ্ডলের ক্রস থেকে আবারও পুণের রক্ষণের ভুলেই ব্যবধান বাড়ান র‌্যান্টি।
পর পর দু’টো ম্যাচে জয় পেয়ে অনেকটাই চাপমুক্ত ইউনাইটেডের ডাচ কোচ। ম্যাচের পর বললেন, “ছেলেরা ভাল খেলেছে, তাই জয় এসেছে। তবে এখন অনেক ম্যাচ বাকি আছে। ম্যাচ ধরে ধরে আমরা এগোতে চাই।” আর যে ফুটবলারটি সংবাদ মাধ্যমের ফোকাসের আড়ালে থেকে প্রায় প্রতিটা ম্যাচেই ধারাবাহিক ভাবে দুরন্ত পারফরম্যান্স করে চলেছেন, সেই দীপক যেন সবাইকে মনে করিয়ে দেওয়ার ঢঙেই বললেন, “আমরা কিন্তু এখনও লিগ তালিকার অনেকটা পিছনে ছয় নম্বরে রয়েছি।”
শনিবার মারগাওতে স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ র‌্যান্টিদের। বৃহস্পতিবার দুপুরেই গোয়া উড়ে যাচ্ছে ইউনাইটেড।

ইউনাইটেড স্পোর্টস: সংগ্রাম, দীপক, গৌরমাঙ্গি, বেলো, ধনচন্দ্র, শঙ্কর, লালকমল, আসিফ, বিনিত (লেস্টার), কার্লোস, র‌্যান্টি (ভিনসেন্ট)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.