|
|
|
|
ইংল্যান্ড সিরিজে বয়কটের বাজি ধোনির ভারত |
নিজস্ব প্রতিবেদন |
তাঁদের টিম বাসকে ঘিরে জনসমুদ্র দেখে রীতিমতো অবাক ইংরেজ পেসার টিম ব্রেসনান। হোটেল ঢোকার মুখে ইংল্যান্ডের বাসকে ঘিরে অন্তত হাজার দুয়েক মানুষের ভিড় দেখে বাসে বসেই সে ছবি তুলে নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে দিলেন ব্রেসনান। |
|
রাজকোটে ভারতীয় দল। ছবি: পিটিআই |
অ্যালিস্টার কুকদের সঙ্গে একই বিমানে চলে এলেন ভারতীয় দলের দুই দিল্লিওয়ালা গৌতম গম্ভীর ও ইশান্ত শর্মা। বাকিরা এসে পড়লেন রাতে। ভারতীয়দের নেট প্র্যাক্টিস হবে যথারীতি ম্যাচের এক দিন আগে। ইংল্যান্ড ক্রিকেটাররা অবশ্য এ দিনই নেটে নেমে পড়লেন।
পাকিস্তানের কাছে সিরিজ হারের পর যখন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, ইংল্যান্ডের বিরুদ্ধেও জেতা রীতিমতো কঠিন হবে, তখন উল্টো কথা বলছেন জিওফ্রে বয়কট। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মত হল, সিরিজে ভারত ৬০-৪০ এগিয়ে।
কিন্তু কেন ভারতকে এগিয়ে রাখছেন তিনি? বয়কটের ব্যাখ্যা, “এটা ভারতের ঘরের মাঠ বলেই ওদের এগিয়ে রাখতে হচ্ছে। তবে পাশাপাশি এটাও অস্বীকার করার উপায় নেই যে, ওদের দলে বেশ কয়েক জন ভাল ক্রিকেটার আছে। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আছে। তরুণ বোলিং আক্রমণ আছে। রবীন্দ্র জাডেজাও অলরাউন্ডারের কাজটা ভাল মতো করে দিচ্ছে।”
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ হারকে বেশি গুরুত্ব দিতে বারণ করছেন বয়কট। তাঁর পরামর্শ, “ভারতের ক্রিকেট একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। সে জন্যই হয়তো ওরা পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হারল। কিন্তু তাতে ওদের ভেঙে পড়ার কোনও কারণ আছে বলে মনে হয় না। ধোনিরা বিশ্ব চ্যাম্পিয়ন, আর একটা বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে। যে দলে পুজারা, রাহানেদের মতো ব্যাটসম্যান রয়েছে, সেই দল খারাপ হবে কেন? বছর দুয়েক আর হাতে আছে, এখন থেকেই তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ার উদো্যগ নিতেই হবে ভারতকে। এই ওয়ান ডে সিরিগুলোতেই তা করতে হবে।” |
|
পূজারা, রাহানে, কোহলির মতো ব্যাটসম্যান রয়েছে। |
পেস আক্রমণ তাজা এবং চনমনে। |
জাডেজা অলরাউন্ডার হিসাবে দলে ফিট করে গিয়েছে। |
ধোনির মতো অধিনায়ক। যে কিনা ফর্মেও রয়েছে। |
|
এই সিরিজেই অবশ্য ভারত আইসিসি-র ওয়ান ডে ক্রমপর্যায়ে এক নম্বর জায়গাটা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছে। ইংল্যান্ডকে ৫-০ সিরিজ হারাতে পারলে এক নম্বরের জায়গাটা ফিরে পাবেন ধোনিরা। তবে তা কতটা সম্ভব, সেটাই প্রশ্ন। |
|
|
|
|
|