|
|
|
|
‘সেরার পুরস্কার না পাওয়াটা অভ্যাস হয়ে গিয়েছে’ |
পাকিস্তানে এসে ভারত জিতে দেখাক, চ্যালেঞ্জ আজমলের |
সংবাদসংস্থা • করাচি |
ভারতে গিয়ে ভারতকে সিরিজ হারানো ও বিশ্বকাপ জয়ের মধ্যে যেন কোনও পার্থক্য দেখতে পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা। দেশে ফিরে তাঁরা যেমন বীরের সম্মান, সংবর্ধনা পাচ্ছেন, পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের নিয়ে যেরকম টানাটানি চলছে, তাতে মনে হচ্ছে নিছক একটা ওয়ান ডে সিরিজ নয়, ভারতকে হারিয়ে যেন বিশ্বসেরার খেতাবটাই জিতে এনেছেন তাঁরা।
এরই মধ্যে সইদ আজমল তো এ দিন সরাসরি চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন ধোনিদের। বলেছেন, “আমাদের দেশে এসে ভারত আমাদের হারিয়ে দেখাক দেখি।” তাঁর বক্তব্য, “ভারত সফরটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, ওদের ডেরায় গিয়ে যদি ওদের হারিয়ে দিয়ে আসতে পারি, তা হলে ওরাও আমাদের এখানে আসবে বদলার ভাবনা নিয়ে। আশা করি ওরা খুব তাড়াতাড়িই আমাদের হারাতে পাকিস্তানে আসবে।”
সমস্যা হল, ভারত-পাকিস্তান ফিরতি সিরিজ নিশ্চিত হলেও, সেটা কোথায় হবে, তা চূড়ান্ত হয়নি। তবে ভারতীয় বোর্ড পাকিস্তানে যে দল পাঠাবে না, সেটা নিশ্চিত। ফলে আজমলের চ্যালেঞ্জের জবাব এখনই দিতে পারছেন না ধোনিরা। |
ভারত সফরটাকে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম, ওদের ডেরায় গিয়ে যদি ওদের হারিয়ে দিয়ে আসতে পারি, তা হলে ওরাও আমাদের এখানে আসবে বদলার ভাবনা নিয়ে। আশা করি ওরা খুব তাড়াতাড়িই আমাদের হারাতে পাকিস্তানে আসবে। |
|
এক দিকে যখন হুঙ্কার চলছে, তখন অন্য দিকে নিজেদের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে পাক অধিনায়ক মিসবা উল হক তুলে আনছেন কোচ ডাভ হোয়াটমোরের নাম। এক সাক্ষাৎকারে মিসবা বলেন, “ভারত সফরটা আমাদের অনেক কিছু শেখাল। বিশেষ করে দলের তরুণ ক্রিকেটারদের। ভারতের মতো স্নায়ুযুদ্ধের সিরিজ তো আর নেই। এই যুদ্ধে আমাদের দলের সাপোর্ট স্টাফও যথেষ্ট সাহায্য করেছেন। বিশেষ করে কোচ ডাভ হোয়াটমোর। উনি এমন একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন, যেটা ভারতের বিরুদ্ধে সফল হওয়ার জন্য খুবই প্রয়োজন ছিল।” দিল্লিতে শেষ ওয়ান ডে-তে আজমল ২৪ রানে পাঁচ উইকেট পাওয়া সত্ত্বেও যে ধোনিকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়, তা নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহল বেশ ক্ষুব্ধ। তবে তাতে হতাশ নন আজমল। বলেন, “এ সব অভ্যাস হয়ে গিয়েছে আমার। আমি তো আইসিসি অ্যাওয়ার্ডও পাইনি। তবে তাতে কোনও দুঃখ নেই। দল যে সিরিজ জিতেছে, এটাই আমার কাছে আসল ব্যাপার।” |
|
|
|
|
|