টুকরো খবর
পুলিশের খরচ দিতে রাজি নয় ক্লাবেরা
জানুয়ারির শেষেই যুবভারতীতে ফ্লাডলাইটে হবে আই লিগের ম্যাচ। কলকাতার ক্লাবগুলিকে সে রকমই প্রতিশ্রুতি দিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। সল্টলেকে আই লিগের ম্যাচ সংগঠন নিয়ে মুখ্য সচিব সঞ্জয় মিত্র কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান এবং ইউনাইটেডের কর্তাদের আলোচনায় ডেকেছিলেন। সেখানে ক্রীড়ামন্ত্রী বলেন, “দিন পনেরোর মধ্যে যুবভারতীর আলো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।” তবে যুবভারতীর ভাড়া এ দিন বাড়িয়ে দেওয়া হল। সাধারণ ম্যাচ হলে দিতে হবে পাঁচ হাজার। প্রদর্শনী ম্যাচ হলে পনেরো হাজার। ফ্লাডলাইটের জন্যও টাকা দিতে হবে। দু’ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলি যা বিল করবে ক্লাবগুলিকে দিতে হবে সেটাই। তবে পুলিশি সাহায্যের জন্য যে খরচ চাওয়া হয়েছিল সেটা দিতে চাইছে না ক্লাবগুলো। সভায় ইস্টবেঙ্গল প্রতিনিধি দেবব্রত সরকার বলেন, “আমাদের পক্ষে পুলিশের জন্য এত বিশাল টাকা দেওয়া সম্ভব নয়।” অন্য ক্লাবের কর্তারা তাতে সমর্থন জানান।

অ্যারোজকে হারিয়ে শীর্ষে চার্চিল
মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিন গোল করে অ্যারোজকে কার্যত উড়িয়ে দিল চার্চিল ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমেশের গোলে এগিয়ে গেছিল ফেডারেশনের দলটি। এরপরই ৬০-৬৫ মিনিটের মধ্যে দু’টি গোল করেন হেনরি ও একটি গোল ইসরায়েলের। অ্যারোজের বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষেই থেকে গেল সুভাষ ভৌমিকের দল। চার্চিলের টিডি অবশ্য বলছেন, “সবে ১৩ রাউন্ড খেললাম। এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছি না। শেষ ম্যাচ না খেলা পর্যন্ত কিছুই বলা যায় না!”

নজর হকি ইন্ডিয়া লিগে
হকি ইন্ডিয়া লিগকে পাখির চোখ করছেন ভারতীয় হকি দলের সিনিয়র খেলোয়াড়রা। সন্দীপ সিংহের পর এ বার ভরত ছেত্রীও লিগে ভাল পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরার কথা বলছেন। লন্ডন অলিম্পিকে খারাপ ফলের দরুন দল থেকে বাদ পড়তে হয় ভরত ছেত্রীকে। “প্রতিবার দল থেকে বাদ পড়েও সাফল্যের সঙ্গে আবার দলে ফিরেছি। এবারেও হকি ইন্ডিয়া লিগে ভাল করে জাতীয় দলে ফিরতে চাই।” বলছেন ভরত ছেত্রী। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে হকি ইন্ডিয়া লিগ।

সাইনার ভাল শুরু
নতুন বছরটা জয় দিয়েই শুরু হল সাইনা নেহওয়ালের। কোরিয়া ওপেন প্রিমিয়ার সুপার সিরিজ ব্যাডমিন্টনে প্রথম রাউন্ডে সাইনা ১৭-২১, ২১-৯, ২১-১৯ হারালেন তাইল্যান্ডের স্যাপসিরি তাইরাত্তানাচাই। দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরের মিংতিয়ান ফু ফু’র মুখোমুখি হবেন লন্ডন ওলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা। এ ছাড়াও পারুপল্লি কাশ্যপ ও পি ভি সিধুও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

ধন্যবাদ সচিনের
অভিভূত সচিন! গত সেপ্টেম্বরে ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর থেকে নব্বই লক্ষ শুভেচ্ছাবার্তা এসেছে সচিনের অ্যাকাউন্টে। তাই ধন্যবাদ জানিয়ে সচিন পোস্ট করেছেন, “ফেসবুক পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার ভালবাসা আর প্রার্থনা ছাড়া কোনও কিছুই সম্ভব হত না।”

মুম্বই সেমিফাইনালে
জাতীয় দলে হোক বা রাজ্য দলে। চেতেশ্বর পূজারার বড় রান করার অভ্যাসে কখনওই মরচে পড়ে না। রঞ্জি কোয়ার্টারে কর্নাটকের বিরুদ্ধে পূজারার (২৬১ নঃআঃ) ডাবল সেঞ্চুরি সৌরাষ্ট্রের সেমিফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করল। প্রথম ইনিংসে বড় লিডের দরুন সেমিফাইনালে প্রায় উঠেই গিয়েছে মুম্বই ও পঞ্জাব। সার্ভিসেস আগের দিনই হারিয়েছিল উত্তরপ্রদেশকে। সব কিছু ঠিক চললে শেষ চারে এ বার লড়াই মুম্বই-সার্ভিসেস, পঞ্জাব- সৌরাষ্ট্রের।

টক শোয়ে আর্মস্ট্রং
আগামী সপ্তাহে টক শোয়ে ওপরা উইনফ্রের মুখোমুখি হতে চলেছেন সাইক্লিস্ট লান্স আর্মস্ট্রং। নব্বই মিনিটের এই সাক্ষাৎকারে আর্মস্ট্রংয়ের বৈচিত্রময় ক্রীড়াজীবনে পারফরম্যান্সবর্ধক নিষিদ্ধ ড্রাগের ব্যবহার নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। জোরালো আলোচনা চলছে, নিজে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার কথা আর্মস্ট্রং স্বীকার করবেন কি না, তা নিয়ে।

পেটানো হল রেফারিকে
ফুটবল মাঠে নিরাপত্তার হাল যে কী রকম, তা আরও একবার বোঝা গেল। গত মাসে নেদারল্যান্ডসে চতুর্থ রেফারির মৃত্যুর পর এবার চিলিতে লোয়ার ডিভিশনে বাকদ্যানো ও পাবলো লিজামার ম্যাচে রেফারি ও তাঁর সহকারীর উপর চড়াও হলেন ফুটবলার ও দর্শকরা। মেরে চতুর্থ রেফারির দাঁত ভেঙে দেওয়া হল। মারের চোটে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন দু’জন। রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়াতেই এই তাঁদের হাল।

প্রাক্তনদের ফুটবল
পথশিশুদের অপুষ্টিরোধ সচেতনতা বাড়াতে প্রাক্তনদের ফুটবল। বৃহস্পতিবার কসবার গীতাঞ্জলী স্টেডিয়ামে। খেলবেন মানস ভট্টাচার্য, বিদেশ বসু, শ্যাম থাপা, গৌতম সরকার, সুব্রত ভট্টাচার্যরা।

সন্তোষ দত্ত প্রয়াত
ইস্টবেঙ্গল ক্লাবের কোষাধ্যক্ষ সন্তোষ দত্ত বুধবার প্রয়াত হলেন। কিডনি সমস্যায় দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

চ্যাম্পিয়ন কৌশানি ও জিৎ
দিল্লিতে স্কুল টেবল টেনিসে চ্যাম্পিয়ন হলেন বাংলার কৌশানি নাগ ও জিৎ চন্দ।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.