স্কুলের মাঠে অতিথি ‘সোনার মেয়ে’ সুস্মিতা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কয়েক বছর আগে যে স্কুলে তিনি পড়াশোনা করেছেন, খেলাধূলায় প্রচুর পুরস্কার পেয়েছেন, এ বার সেই স্কুলেই অতিথি হয়ে এলেন। আবেগ তাড়িত হয়ে ছাত্রীদের বললেন, “আজ সেই সব পুরনো দিনের কথা খুব মনে পড়ছে। এক সময় স্কুলের এই মাঠেই দৌড়েছি। পুরস্কার পেয়েছি। পড়াশোনার পাশাপাশি তোমরাও খেলাধুলো কর। সাফল্য আসবেই।”
তিনি সুস্মিতা সিংহ রায়। মেদিনীপুরের ‘সোনার মেয়ে’। বুধবার শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পৌঁছেছিল সুস্মিতার কাছে। তিনি সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন। সুস্মিতা ছাড়াও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত, পুরপ্রধান প্রণব বসু, স্কুলের সম্পাদক সুব্রত সরকার প্রমুখ। |
|
ক্রীড়া প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করছেন অ্যাথলিট সুস্মিতা। —নিজস্ব চিত্র। |
সুস্মিতার বড় হওয়া মেদিনীপুর শহরে। পড়াশোনা এই অলিগঞ্জ গালর্সে। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় সফল হতেন। মাঠে নামলেই পুরস্কার পেতেন।
সেই জন্য ছোট বয়সেই অ্যাথলিট প্রশিক্ষকদের নজরে পড়ে সুস্মিতার উপরে। পরে শহর ছেড়ে কলকাতায় যাওয়া। এখন সাইতে থাকেন। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে গিয়েছিলেন। মাঝে দু’বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ দিয়ে সফল হন। বুধবার তাই নিজের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হয়ে আবেগ তাড়িত হয়ে পড়েছিলেন সুস্মিতা। তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে ছাত্রীরাও। স্কুলের সম্পাদক সুব্রতবাবু বলছিলেন, “এই উচ্ছ্বাস স্বাভাবিক। সুস্মিতা আমাদের গর্ব। আশা করি, আগামী দিনে ওঁর হাত ধরে দেশ আরও পদক পাবে। |
|