টুকরো খবর
লাইসেন্স নিতে এসে ছুটল গুলি
মহকুমাশাসকের দফতরে বন্দুকের নবীকরণ করাতে এসে এক ব্যক্তির একনালা বন্দুক থেকে আচমকা ছড়রা গুলি বেরিয়ে যায়। ঘটনায় তিন জন সামান্য জখমও হয়েছেন। বুধবার আসানসোলের ঘটনা। পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। তাঁর বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা জানিয়েছেন, বন্দুক নবীকরণের জন্য গুলি ভরে আনা বেআইনি। বন্দুক মালিকদের খালি বন্দুক এবং গুলি আলাদা ভাবে আনতে বলা হয়। এ দিন গুলিভর্তি বন্দুক কীভাবে আনা হয়েছিল পুলিশকে তা তদন্ত করে দেখতে বলা হয়েছে।

অ্যাম্বুল্যান্স-গাড়ি ধাক্কায় আহত ৫
এবিএল মোড়ে। —নিজস্ব চিত্র।
অ্যাম্বুল্যান্স ও গাড়ির মুখোমুখি ধাক্কায় জখম হলেন পাঁচ জন। বুধবার দুর্গাপুরের এবিএল মোড়ে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহতদের চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা আত্মীয় কানাই সাতভাইয়াকে নিতে বাঁকুড়ার ইন্দপুর থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে আসছিলেন পবন মণ্ডল। অন্যদিকে দুর্গাপুরের সোমনাথ ঘোষ গাড়িতে করে আরামবাগ যাচ্ছিলেন এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে। এবিএল মোড়ের কাছে অ্যাম্বুল্যান্স ও গাড়িটির সংঘর্ষ হয়। অ্যাম্বুল্যান্সের তিনজন এবং গাড়ির দু’জন আরোহী জখম হন।

শ্রম দফতরের সহায়তা শিবির
ডেপুটি লেবার কমিশনারের দফতর থেকে বুধবার একটি সচেতনতা ও সহায়তা প্রদান শিবির আয়োজিত হল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। শিবিরে শ্রম দফতরের আধিকারিকেরা ছাড়াও ছিলেন দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। ৪২ জন শ্রমিককে সামাজিক মুক্তি কার্ড প্রদান করা হয় এ দিন। সাইকেল দেওয়া হয় সাত জনকে। এছাড়া নির্মাণকর্মীর সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার জন্য ৮ জনকে অর্থ সাহায্যও করা হয়। দফতর সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানে শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু ও কৃষিমন্ত্রী মলয় ঘটকের আসার কথা ছিল। কিন্তু তারা কেউই আসেননি।

নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা, ধৃত চালক
পুলিশের গাড়ির এক অস্থায়ী চালক পর পর ধাক্কা মারলেন দুই সাইকেল আরোহী এবং এক মোটরবাইক আরোহীকে। পরে উত্তেজিত বাসিন্দারা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন। বুধবার দুর্গাপুরের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম ভৈরব সাউ। স্থায়ী চালক মাহের আলির জায়গায় তিনি গাড়িটি চালাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভৈরববাবু মদ্যপ অবস্থায় ছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন জনকে ধাক্কা মারেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শ্রমিকদের সাহায্য
রাজ্য সরকারের তরফে ২৬ জন অসংগঠিত শিল্পশ্রমিক ও তাঁদের পরিবারকে অর্থ সাহায্য করা হল বুধবার, আসানসোলে। রাজ্য সরকারের শ্রম কমিশনারের দফতর এই অনুষ্ঠানের আয়োজন করে। ষাটোর্ধ্ব অসংগঠিত শিল্প শ্রমিকদের হাতে একাধিক প্রকল্পের আওতায় এই টাকা তুলে দেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক।

জয়ী টিএমসিপি
জামুড়িয়ার চুরুলিয়া মহাবিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জিতল টিএমসিপি। বুধবার অন্ডালের খাঁদড়া কলেজেও টিএমসিপি ছাড়া অন্য কোনও দল মনোনয়ন দাখিল করেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.