আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে বর্ধমান ৪৫ রানে হারিয়েছে বীরভূমকে। প্রথমে ৪৮ ওভারে ২২৫ রান করে বর্ধমান। অনুপ যাদব ৭১ ও অরিত্র দাস ৩৯ রান করেন। জবাবে বীরভূম ৪৩ ওভারে করে ১৯০। বর্ধমানের দেবেন দাস ৩টে ও রূপঙ্কর পান্ডে ২টি উইকেট পেয়েছেন। পরে বীরভূম ৪ উইকেটে হারায় মুর্শিদাবাদকে। মুর্শিদাবাদের ৩৭ ওভারে ১১৭ রানের জবাবে বীরভূম করে ৩৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে। সালিম শেখ ৩৩ ও মনজিদ আলি ২৩ রান করেন।
|
কালনা সুপার সকার ফুটবল টুর্নামেন্টের তিনটি খেলা ছিল বুধবার। অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে কালনা সুপার সকার বিধাননগর ফুটবল অ্যাকাডেমিকে ১-০ গোলে হারায়। খেলার ১১ মিনিটের মাথায় গোল করেন দীপ হালদার। এ দিনই আটঘড়িয়া ফুটবল মাঠের প্রথম খেলায় সিকিম ইউনাউটেড ৩-২ গোলে হারায় শিলং অ্যাকাডেমিকে। বোকারো এবং জর্জ টেলিগ্রাফের মধ্যে দ্বিতীয় খেলার ফল অমীমাংসিত।
|
আসানসোল জুনিয়র স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুর্ধ্ব ১৬ ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় বিজয়ী হল হারামডিহি এফসি। বুধবার বুধা পিএনটি মাঠে তারা ঘুষকাপাড়া এফসিকে ট্রাইবেকারে ৫-২ গোলে হারায়। এ দিনের দ্বিতীয় খেলায় জয়ী হয়েছে বড়ডাঙ্গা মিলন সঙ্ঘ। তারা রাঙাপাড়া একাদশকে ২-১ গোলে হারায়।
|
মদনডিহি যুব সঙ্ঘ আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জয়ী হল বাঁদড়া একাদশ। বুধবার মদনডিহি মাঠে তারা নবঘন্টী যুক্তবন্ধু ক্লাবকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে। প্রথমে ব্যাট করে বাঁদড়া ৭ উইকেটে ১৪১ রান করে। জবাবে নবঘন্টী ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের বেশি তুলতে পারেনি। খেলার সেরা হয়েছেন ৬২ রান করে বিজয়ী দলের সামিম আখতার।
|
অনুর্ধ্ব ১৯ শিলিগুলি চ্যাম্পিয়ন কাপ ফুটবলে জিতল বর্ধমানের পলেমপুরের ইস্টবেঙ্গল ফুটবল একাদেমি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুম্বই স্পোর্টিংকে ৮ গোলে হারায় তারা। সেমিফাইনালে পলেমপুরের অ্যাকাডেমি ৩ গোলে হারায় দুর্গাপুর ইষ্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমিকে।
|
বর্ধমান সদর বাস্কেটবল লিগে পরপর দুটি খেলায় জিতল শিবাজি সঙ্ঘ। প্রথম ম্যাচে তারা ৭৯-৫৯ পয়েন্টে জাতীয় সঙ্ঘকে হারায় ও পরের ম্যাচে বর্ধমান ক্লাবকে ৭২-৫৪ পয়েন্টে হারায় তারা। |