নিজস্ব সংবাদাতা • বালুরঘাট |
ফরিদাবাদে অস্বাভাবিক মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের বাসিন্দা দুই যুবকের। সোমবার ওই দুজনের দেহ বালুরঘাটের ঠাকুরপুড়ায় পৌঁছয়। থানার আইসি মনোজ চক্রবর্তী জানান, মৃতদের নাম রণি মোহান্ত (২০) ও দীপেশ ঘোষ (২১)। বাড়ি বালুরঘাটের ঠাকুরপুড়া গ্রামে। একমাস আগে ওই দুজন তাঁদের দাদার সঙ্গে ফরিদাবাদের ভাগরি এলাকায় একটি কাঠ চেরাইয়ের কারখানায় শ্রমিকে কাজ করতে যান। ফাঁকা মাঠের মধ্যে তারা রাতে তাঁবু খাটিয়ে থাকতেন। মৃত রণির দাদা রানা ও মৃত দীপেশের দাদা স্বদেশবাবু একযোগে পুলিশকে জানিয়েছেন, প্রচন্ড ঠান্ডায় তাঁদের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে তাবুর মধ্যে তাদের কাঁপুনি শুরু হয়। বিছানা থেকে উঠে ভাইদের ডাকতে গিয়ে তাঁদের কোনও রকম সাড়া মেলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁদের মৃত্যু হয়।
|
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
পণের দাবিতে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। রবিবার রাতে বালুরঘাটের আত্রেয়ী কলোণী এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, দগ্ধ বধূ বেবি মোহান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, ঘাটকালী কলোনির বাসিন্দা বেবির সঙ্গে আত্রেয়ী কলোনির রংমিস্ত্রি উত্তম হাজরার ৮ মাস আগে বিয়ে হয়। বধূর মামা অজয়বাবুর অভিযোগ, স্বামী, শাশুড়ি সহ ৩ জন মিলে তাঁর ভাগ্নীর শরীরে আগুন দেন। পণের দাবিতে শ্বশুরবাড়িতে নির্যাতন করা হত। |