কুয়াশায় বিমান বাতিল বাগডোগরায় • হেনস্থায় অভিযুক্ত ট্যাক্সিচালকেরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাতিল হওয়া বিমানের যাত্রীদের কলকাতা যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করতে চালকদের একাংশ বাধ্য করার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকালে ঘটনাটি ঘটে বাগডোগরা বিমানবন্দরে। পরে পুলিশ গিয়ে ওই ট্যাক্সি চালকদের সরিয়ে দেন। একদিকে, বিমান বাতিল পাশাপাশি ট্যাক্সি চালকদের একাংশের হাতে হেনস্থা হওয়ার অভিযোগে ক্ষুব্ধ যাত্রীরা। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখছি। প্রয়োজনে পরিবহণ আধিকারিকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ সূত্রের খবর, এদিন বিকাল ৪টা নাগাদ একটি বিমানে ৪০ জন যাত্রীর কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে থাকায় বিমান বাতিল করে দেওয়া হয়। ওই যাত্রীরা কলকাতা যাওয়ার জন্য ভলভো বাস ঠিক করে। বাসটি বিমানবন্দরে পৌঁছলে সেখানকার ট্যাক্সি চালকদের একাংশ যাত্রীদের ঘিরে ধরে বাসে উঠতে বাধা দেয় বলে অভিযোগ। চালকরা যাত্রীদের ট্যাক্সি ভাড়া করে কলকাতা যাওয়ার জন্য চাপ দেয় বলে অভিযোগ। সেখান থেকে বাসটি বের করে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। পরে বাগডোগরা থানার পুলিশ সেখানে গিয়ে চালকদের সরিয়ে দিলে যাত্রীরা ভলভো বাসে ওঠে। আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি অলোক চক্রবর্তী বলেন, “আমাদের কেউ ওই ঘটনায় জড়িত নয় বলে শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” সিটু’র দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক বিষয়টি জানেন না বলে জানান। তিনি বলেন, ‘‘এরকম হয়ে থাকলে ঠিক হয়নি। আমাদের কেউ ওই ঘটনায় জড়িত ছিল কি না তা খোঁজ নিয়ে দেখছি।” তৃণমূলের বাগডোগরা বিমানবন্দরে ট্যাক্সি চালক ইউনিয়নের সভাপতি রাজা দে বলেন, “আমাদের সংগঠনের কোনও চালক ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। যাত্রীরা কোন গাড়িতে যাবেন সেটা তাঁদের ব্যপার। আমরা পরিষ্কার চালকদের জানিয়েছি এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |