কালনা সুপার সকার কাপের প্রথম ম্যাচেই জয় পেল ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব ১৯ দল। সোমবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের মাঠে তারা ১-০ গোলে কালনা সুপার সকার ক্লাবকে হারায়। তবে দর্শকদের মন জয় করতে পারল না প্রাক্তন ফুটবলার তরুণ দে-র প্রশিক্ষণাধীন লাল-হলুদ ব্রিগেড।
এ দিন অন্য একটি খেলায় কালনা ১ ব্লকের আটঘোড়িয়া মাঠে চিরাগ ইউনাইটেড এবং জি গ্রুপের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে প্রয়াগ। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে জি গ্রুপ গোল শোধ করে। মঙ্গলবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে প্রথম খেলায় আইএফএ জি গ্রুপের মুখোমুখি হবে। এই স্টেডিয়ামে দ্বিতীয় খেলা হবে ইস্টবেঙ্গল এবং বিধাননগরের মধে। তৃতীয় খেলাটি হবে আটঘোড়িয়া মাঠে। সিকিম ইউনাইটেড মুখোমুখি হবে দুখিরাম অ্যাকাডেমির। |
কালনার অঘোরনাথ পার্ক মাঠে।—নিজস্ব চিত্র। |
আইএফএ অনুমোদিত হলেও টুর্নামেন্ট নিয়ে প্রচারে খামতি ছিল গ্রামে-গঞ্জে। তা টের পাওয়া গেল ইস্টবেঙ্গল, সুপার সকার ম্যাচে। স্টেডিয়ামের চারটি গ্যালারির মাত্র দেড়খানা গ্যালারি ভরল। দর্শকশূন্য ছিল পিছনের গোটা গ্যালারিটিই। এ দিন বেলা আড়াইটে নাগাদ খেলা শুরু হয়। ম্যাচের দশ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে ভেসে আসা একটি বলে মাথা ছুঁইয়ে ইস্টবেঙ্গল প্রথম গোল পায়। ব্যস, সেখানেই শেষ। এর পরে গোটা ম্যাচে পরিকল্পনামাফিক আক্রমণ, ডিফেন্স বা দুর্দান্ত সেটপিস কোনটিই দেখতে পেলেন না দর্শকেরা। প্রথমার্ধে ডানে দিকের উইং দিয়ে বেশ কয়েকটি আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে মাঝে মধ্যে গতি বাড়িয়ে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা কালনা সুপার সকারের বৃত্তে ঢুকে পড়লেও কাজের কাজ কিছুই হয়নি। স্ট্রাইকাররা কখনও বিপক্ষ খেলোয়াড়ের গায়ে, কখনও বা বাইরে থেকে গোলমুখী আক্রমণ নষ্ট করে। অন্য দিকে, সুপার সকার খেলায় কোনও পরিকল্পনা ছিল না। এক গোলে পিছিয়ে যাওয়ার পর খেলোয়াড়দের মধ্যে গোল শোধের কোনও তাগিদ ছিল না। আক্রমণ প্রতিরোধ করাই লক্ষ্য ছিল তাদের। খেলার শেষে বিরক্ত এক দর্শক বলেন, “টিকিট কেটে খেলা দেখতে গেলাম। দুপুরটাই মাটি হল।” তবে দর্শক কম থাকা প্রসঙ্গে সুপার সকার ক্লাবের দাবি, সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। তাই অনেকেই বাড়ি থেকে বেরোতে পারেননি। তাদের আশা, পরবর্তী খেলাগুলিতে দর্শক গ্যালারি ভরাবে। |