বিনোদন নাচ-গান-কবিতায় মশগুল উৎসব
নাচে গানে কবিতাপাঠে চার দিন অতিক্রম করল বার্নপুর উৎসব। গত ৫ জানুয়ারি এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, সেল আইএসপির সিইও নরেন্দ্র কোঠারি এবং আসানসোল পুরসভার মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।
মেলায় একই সঙ্গে বসেছে বইমেলা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের হাট। রয়েছে পুষ্প প্রদর্শনীর ব্যবস্থাও। এই উৎসবে যোগ দেন বার্নপুর, হিরাপুর, ধেনুয়া, বিনোদবাঁধ, ডিহিকা, সূর্যনগর, পুরুষোত্তমপুর, নিউটাউন সংলগ্ন এলাকার মানুষ। প্রতিদিনই দুপুর থেকে থাকছে নানা অনুষ্ঠান।
বার্নপুরে উৎসবের মাঠে। ছবি: শৈলেন সরকার।
প্রথম দিন ছিল বার্নপুর দিপান্বিতার সব পেয়েছির আসর এবং রানিগঞ্জের নৃত্যাঙ্গনের নাচ। রবিবার দুপুরে ক্যুইজ প্রতিযোগিতার পর সমবেত নৃত্য পরিবেশন করেন ডান্স অ্যাকাডেমি। সোমবার সঙ্গীত পরিবেশন করেন চয়নিকা মিশ্র এবং বিভিন্ন সংস্থার শিল্পীরা। সুরভি কলাকেন্দ্রের ‘বাল্মীকি প্রতিভা’ ছিল আকর্ষণীয়। পরের দিনগুলিতেও রয়েছে নানা শিল্পীর অনুষ্ঠান। কলকাতা থেকে আসবে গানের দলও। আগামী ১০ জানুয়ারি রয়েছে ভোজপুরি গায়ক পাপ্পু মিশ্রের গান ও ভাঙড়া নাচ।
মেলায় এসে নবঘণ্টীর সুকান্ত ভট্টাচার্য, বার্নপুরের গৌতম সরকার, সোমনাথ চৌধুরী’রা জানান, একইসঙ্গে প্রতিবছর বিভিন্ন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান রীতিমতো উৎসবে পরিণত হয়। মেলা কমিটির পক্ষে উপানন্দ ঠাকুর জানান, নয় বছর আগে আসানসোল পুরসভা, এডিডিএ এবং ইস্কোর সহযোগিতায় শুরু হয় এই উৎসব। বর্তমানেও তার ধারাবাহিকতা বজায় রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.