বিনোদন টুকরো খবর
নাট্যমেলা গাঁড়াপোতায়
—নিজস্ব চিত্র।
সম্প্রতি বনগাঁর গাঁড়াপোতায় শেষ হল ১৪তম বর্ষের শপ্তক নাট্য সংস্থা পরিচালিত নাট্যমেলা। স্থানীয় একটি স্কুলের মাঠে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার। তিনদিনের এই মেলায় মোট ৯টি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলি হল এখানে ওখানে, শিলারী পুনর্জন্ম, চাঁদের গায়ে, মানুষ তুই, বড়দা ইত্যাদি। এছাড়া উদ্যোক্তা সংস্থা পরিবেশন করে হেডলাইনস, ক্ষমা ও আবার যদি নামে তিনটি নাটক। সঙ্গীত পরিবেশন করে শিশুশিল্পী অরুণিতা কাঞ্জিলাল।

টাকিতে নাট্য উৎসব
ছবি: নির্মল বসু।
শীতের রোদ গায়ে মেখে শুরু হল ‘টাকি নাট্যেৎসব ২০১৩’। শনিবার টাকির থুবা ব্যায়াম সমিতির মঞ্চে উৎসবের সূচনা করেন টাকি পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা নাট্যব্যক্তিত্ব দিলীপ বন্দ্যোপাধ্যায়, উৎসব কমিটির সভাপতি তথা টাকির বর্তমান পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, টাকি নাট্যমের সভাপতি মিলন মিত্র, নাট্যব্যক্তিত্ব বিল্পব বন্দ্যোপাধ্যায়। এই উৎসবের আয়োজক টাকি নাট্যম ও কলকাতার দল প্রাচ্য।

বাউল-ফকির উৎসব। কৃষ্ণনগর সাধারণ গ্রন্থাগারের মাঠে ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।


কুয়াশার জন্য বাতিল নাটক
ঘন কুয়াশার কারণে বাগডোগরায় বিমান নামা-ওঠা করতে না-পারায় সোমবার শিলিগুড়ি শহরে আসতে পারেননি বাংলা সিনেমা ও নাট্য জগতের নামী অভিনেতা দেবশঙ্কর হালদার। সোমবার শিলিগুড়ি শহরে আয়োজিত নাট্যমেলায় তাঁর ‘যদিদং’ নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। এ দিন অভিনেতা আসতে না পারায় তা বাতিল করে দিয়েছেন নাট্যমেলা কর্তৃপক্ষ। নাট্যমেলা কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক মিন্টু রাহা এই প্রসঙ্গে বলেন, “অভিনেতা দেবশঙ্কর হালদার আসতে না পারার কারণে এ দিন নাটকটি বাতিল করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় এই টিকিটেই তা দেখতে পারবেন উৎসাহীরা।”

অনশন-ধর্নায় রজনীকান্ত
অনশন-ধর্নায় সামিল হলেন রজনীকান্ত। তাঁর সঙ্গে ছিলেন তামিল চলচ্চিত্রের বহু নামী শিল্পীরাও। বন্ধ রইল শু্যটিংও। তাঁদের দাবি, অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফারদের পরিষেবা কর থেকে রেহাইদেওয়া হোক। কিছু বছর আগেও সাড়ে ১২ শতাংশ পরিষেবা কর দিতে হত প্রযোজক ও পরিবেশকদের। কিন্তু এখন সেই করের আওতায় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফারদেরও নিয়ে আসার কথা উঠছে। তার প্রতিবাদেই রজনীকান্তদের এই অনশন।

কিশোরের ভূমিকায় রণবীর
এ বার বলিউড অভিনেতা রণবীর কপূরকে কিশোর কুমারের ভূমিকায় দেখা যাবে। অনুরাগ বসু পরিচালিত কিশোর কুমারকে নিয়ে ছবিতে অভিনেতা ও গায়ক কিশোরের ভূমিকায় অভিনয় করবেন রণবীর। যদিও তিনি ছবিতে কোনও গান গাইবেন না বলে জানা গিয়েছে। রণবীর জানিয়েছেন, এটি তাঁর কাছে একটি অসামান্য সুযোগ। একই সঙ্গে বেশ কঠিন দায়িত্বও বটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.