নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
অস্ত্র-সহ এক দশম শ্রেণির ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বিকেলে কাটোয়ার স্টেশন বাজার থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সুমন মাঝি। বাড়ি দাঁইহাটের গোপালনগরে। সে দাঁইহাট হাইস্কুলের ছাত্র। পুলিশ তার কাছ থেকে একটি ওয়ান শটার, একটি গুলি পেয়েছে। কী ভাবে সে অস্ত্র পেল, তা জানতে জেরা করা হচ্ছে বলে জানায় পুলিশ।
|
অস্বাভাবিক ভাবে এক যুবকের মৃত্যু হল কালনায়। পুলিশ জানায়, মৃতের নাম অর্ণব পান (২৮)। বাড়ি স্থানীয় ডাঙাপাড়ায়। সোমবার সকালে যোগীপাড়ার একটি পুকুরে স্থানীয় মানুষ তাঁর মৃতদেহ ভাসতে দেখেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শহরের একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন ওই যুবক। রাত ১২টা পর্যন্ত তাঁকে সেখানে দেখা গিয়েছে বলে দাবি অনেকের। কালনা মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “মৃতদেহটি বর্ধমান মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত যুবকের বাড়ির লোকজনেরা কোনও অভিযোগ করেননি।”
|
কালনা মহকুমা আদালতের ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য এবং আইনজীবীরা কর্মবিরতি পালন করলেন সোমবার। তাঁদের দাবি, আদালতের দীর্ঘদিনের ল-ক্লার্ক জয়দেব গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বিকেলে মন্তেশ্বরের মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা জয়দেববাবু এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরভ্যানে করে ফিরছিলেন। আচমকা ভুরকুণ্ডা গ্রামের কাছে মোটরভ্যান থেকে তিনি ছিটকে পড়েন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। জয়দেববাবু কালনা মহকুমা ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন। সোমবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ সংগঠনের কার্যালয়ে আনা হয়।
|