জমি কেনাকে কেন্দ্র করে বচসা বাধল দুই ভাই ও বিক্রেতার মধ্যে। সোমবার বর্ধমানের বীরহাটার ঘটনা। ঘটনার জেরে এলাকায় যানজট তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা বিপ্রজিৎ সরকার ও রুদ্রজিৎ সরকার বাঁকুড়ার পাত্রসায়রে জমি কেনার জন্য মনিরুল মিদ্দা নামে এক ব্যক্তিকে মাস কয়েক আগে কয়েক লক্ষ টাকা দেন। কিন্তু তার পর মনিরুল ফোন নম্বর বদলে ফেলায় তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি বলেই দাবি তাঁদের। সোমবার, অন্য ভাবে মনিরুলের সঙ্গে যোগাযোগ করেন দুই ভাই। |
তাঁরা ঢলদিঘির কাছে তাঁকে আসতে বলে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। মনিরুল আসতেই তাঁকে জোর করে গাড়িতে তুলে এগোতে থাকেন তাঁরা। সিগনালে গাড়ি দাঁড়ালে মনিরুল চিৎকার করতে থাকেন, তাঁকে অপহরণ করা হচ্ছে বলে। লোকজন এসে মনিরুলকে নামিয়ে নেয়। গাড়ি ভাঙচুর করাও হয়। দুই ভাইকে মারধর করেন স্থানীয় মানুষ। ট্রাফিক পুলিশ এসে দুই ভাইকে বাঁচানোর চেষ্টা করলে অরিন্দম বিশ্বাস নামে মেমারির এক যুবক এসে পুলিশকে মারধর করে বলে অভিযোগ। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায়ের জানান, মনিরুলকে অপহরণের অভিযোগে পুলিশ দুই ভাইকে গ্রেফতার করেছে। ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে অরিন্দমবাবুকেও গ্রেফতার করা হয়েছে। |